সৈয়দ আলী আহসান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৬ নং লাইন:
|signature_alt =
}}
'''সৈয়দ আলী আহসান''' ([[২৬ মার্চ]] [[১৯২২]] - [[২৫ জুলাই]] ২০০২) [[বাংলাদেশ|বাংলাদেশের]] একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ। ১৯৮৯ খ্রিষ্টাব্দে [[বাংলাদেশ সরকার]] তাকে [[জাতীয় অধ্যাপক]] হিসেবে স্বীকৃতি প্রদান করে। তিনি তার পাণ্ডিত্যের জন্য প্রসিদ্ধ ছিলেন। সৈয়দ আলী আহসান কৃত [[বাংলাদেশের জাতীয় সংগীত|বাংলাদেশের জাতীয় সংগীতের]] ইংরেজি অনুবাদ সরকারি ভাষান্তর হিসাবে স্বীকৃত।<ref name=banglapedia>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=বাংলাপিডিয়ায় সৈয়দ আলী আহসান |ইউআরএল=http://bn.banglapedia.org/index.php?title=%E0%A6%86%E0%A6%B9%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8,_%E0%A6%B8%E0%A7%88%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A6_%E0%A6%86%E0%A6%B2%E0%A7%80 }}</ref>
 
== জন্ম ও কর্মজীবন ==
বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, প্রাবন্ধিক, গবেষক, সম্পাদক, অনুবাদক ও [[জাতীয় অধ্যাপক]] সৈয়দ আলী আহসান [[১৯২২]] খ্রিষ্টাব্দের [[২৬ মার্চ]] বর্তমান [[মাগুরা জেলা|মাগুরা জেলার]] আলোকদিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পুরোনো [[ঢাকা]] শহরের [[আরমানিটোলা|আরমানিটোলায়]] অবস্থিত [[আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়]] থেকে এন্ট্রান্স (এসএসসি) এবং [[ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ]] (বর্তমানে [[ঢাকা কলেজ]]) থেকে এফএ (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর [[ঢাকা বিশ্ববিদ্যালয়]] থেকে ইংরেজি সাহিত্যে ১৯৪৩ খ্রিষ্টাব্দে স্নাতক (বিএ)এবং ১৯৪৪ সালে স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি লাভ করেন। এরপর তিনি [[কলকাতা]] চলে যান। সেখানেই বিয়ে করেন ৭ জুলাই, ১৯৪৬।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=সৈয়দ আলী আহসান : ‘এই ভারতের মহামানবের সাগরতীরে’ |ইউআরএল=http://taiyabs.com/2009/07/15312/ |সংগ্রহের-তারিখ=৯ অক্টোবর ২০০৯ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20091013131456/http://taiyabs.com/2009/07/15312/ |আর্কাইভের-তারিখ=১৩ অক্টোবর ২০০৯ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> অত:পর যথাক্রমে [[অল ইন্ডিয়া রেডিও]] কলকাতা কেন্দ্রে এবং [[রেডিও পাকিস্তান]] ঢাকা কেন্দ্রে কর্মসূচি নিয়ামকরূপে চাকরি করেছেন। তিনি ১৯৪৯ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৫৩ খ্রিষ্টাব্দে সৈয়দ আলী আহসান [[করাচি বিশ্ববিদ্যালয়|করাচি বিশ্ববিদ্যালয়ের]] বাংলা বিভাগের প্রধান নিযুক্ত হন। ১৯৬০ খ্রিষ্টাব্দ পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। ১৯৬০ থেকে ১৯৬৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত [[বাংলা একাডেমী|বাংলা একাডেমীর]] পরিচালক (প্রধান নির্বাহী) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর [[চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়|চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে]] বাংলা বিভাগের অধ্যাপক ও অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশ স্বাধীন হয়। ১৯৭২ খ্রিষ্টাব্দ থেকে ২৮ ফেব্রুয়ারি, ১৯৭৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি [[জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়|জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের]] উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন।<ref name="banglapedia" /> এরপর পুনরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে প্রত্যাবর্তন করেন। ১৯৭৫ খ্রিষ্টাব্দের ২৭ সেপ্টেম্বর থেকে ১৯৭৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি [[রাজশাহী বিশ্ববিদ্যালয়|রাজশাহী বিশ্ববিদ্যালয়ের]]<ref name="RajshahiUniversityVC">[http://www.ru.ac.bd/index.php?option=com_content&view=article&id=68&Itemid=337 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসিদের তালিকা]</ref> উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০২ খ্রিষ্টাব্দের ২৫ জুলাই তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তাকে [[জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়|জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের]] কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয়।
 
=== গুরুত্বপূর্ণ দায়িত্ব ===