নটর ডেম কলেজ, ঢাকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৬৩ নং লাইন:
 
== ইতিহাস ==
[[১৯৪৯]] খ্রিষ্টাব্দের<ref name="Banglapedia"/> [[নভেম্বর]] মাসে ঢাকা শহরের লক্ষ্মীবাজারে হলি ক্রসের সিদ্ধান্ত অনুসারে রোমান ক্যাথলিক পাদ্রি সম্প্রদায় কর্তৃক নটর ডেম কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রথমদিকে সেন্ট গ্রেগরিজ কলেজ<ref name="Banglapedia">''নটর ডেম কলেজ'', এস. এম. মাহফুজুর রহমান, বাংলাপিডিয়া, ইন্টারনেট সংস্করণ।</ref> নামে পরিচিত ছিল, যা ছিল [[সেন্ট গ্রেগরি স্কুল|সেন্ট গ্রেগরিজ স্কুলের]] পরিবর্ধন। [[১৯৫৪]] খ্রিষ্টাব্দে এটি আরামবাগে স্থানান্তর করা হয়। তখন এটির নামকরণ করা হয় নটর ডেম কলেজ।<ref name="dhakanews24"/>
 
কলেজটি প্রথমে কলা ও বাণিজ্য বিষয়ে পড়ালেখা চালু করলেও পরবর্তীতে [[১৯৫৫]] খ্রিষ্টাব্দে বি.এ এবং [[১৯৬০]] খ্রিষ্টাব্দে বি.এস.সি চালু করে। [[১৯৫০]] খ্রিষ্টাব্দে নটর ডেম কলেজ, [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ের]] অধিভুক্ত হয়ে [[১৯৫৯]] খ্রিষ্টাব্দে তৎকালীন [[পূর্ব পাকিস্তান|পূর্ব পাকিস্তানের]] বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহে নজরকাড়া সাফল্য অর্জন করে এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে সেরা কলেজ হিসেবে স্বীকৃতি পায়।<ref name="Banglapedia"/> বর্তমানে এটি দেশের প্রথম সারির কলেজের মধ্যে পরিগণিত হয়।
 
==নামকরণ, মূলনীতি ও প্রতীক ==
৯৭ নং লাইন:
=== গ্রন্থাগার ===
 
কলেজের সূচনালগ্নেই [[১৯৪৯]] খ্রিষ্টাব্দে কলেজের অভ্যন্তরে লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়, যার প্রাক্তন নাম ছিল, কলেজের প্রাক্তন নামেই, ''"সেন্ট গ্রেগরিজ কলেজ লাইব্রেরি"''। পরবর্তীতে [[১৯৫৪]] খ্রিষ্টাব্দে, কলেজের নাম পরিবর্তন করে নটর ডেম কলেজ রাখা হলে গ্রন্থাগারের নামও পরিবর্তন করে রাখা হয় ''"নটর ডেম কলেজ লাইব্রেরি"''। কলেজের নতুন ভবনের (গাঙ্গুলী ভবন) নির্মাণ কাজ শুরু হলে ১৯৯৫ খ্রিষ্টাব্দের [[২১ আগস্ট]] গ্রন্থাগারটি, কলেজের [[যুক্তিবিদ্যা]]র প্রাক্তন অধ্যাপক [[ফাদার রিচার্ড নোভাক]]-এর স্মৃতির উদ্দেশ্যে তাকে উৎসর্গ করে রাখা হয় ''"ফাদার রিচার্ড নোভাক মেমোরিয়াল লাইব্রেরি"''।
 
রিচার্ড নোভাকের বড় ভাই মাইকেল নোভাক তার সংগ্রহের অনেক বই এই গ্রন্থাগারে দান করেছেন এবং গ্রন্থাগারের জন্য নিয়মিত অর্থ অনুদান দিয়ে আসছেন। নতুন গ্রন্থাগার-কক্ষ নির্মাণের জন্যও তিনি অনুদান দিয়েছেন।<ref name="NDCIntro" /> আর্চবিশপ গাঙ্গুলি ভবনের চতুর্থ তলায় অবস্থিত লাইব্রেরিটির মোট ১৩০ আসনবিশিষ্ট দুটি পাঠকক্ষ রয়েছে। কলেজে ভর্তির সাথে সাথে ছাত্ররা গ্রন্থাগারের সদস্য হয়ে যান এবং ''লাইব্রেরি'' কার্ড পেয়ে যান। গ্রন্থাগারে নিয়মিত ৬টি দৈনিক পত্রিকা, ৪টি সাপ্তাহিক ও ৪টি মাসিক ম্যাগাজিন রাখা হয়। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ জার্নাল ও ম্যাগাজিন অনিয়মিতভাবে রাখা হয়। বইসমূহ লাইব্রেরি কার্ডের প্রেক্ষিতে ধার নেয়া যায়, তবে অভিধান, এনসাইক্লোপিডিয়া, হ্যান্ডবুক ইত্যাদি দুষ্প্রাপ্য বইসমূহ কেবল গ্রন্থাগারেই ব্যবহার্য। গ্রন্থাগারে ফটোকপিরও ব্যবস্থা আছে।<ref name="NDCIntro" />
১৩১ নং লাইন:
 
এই কলেজের ক্লাবসমূহ হলো:<ref name="NDCIntro">''নবীন বরণ ও ছাত্র-অভিভাবক নির্দেশিকা'', নটর ডেম কলেজ, ১৪ আগস্ট ২০০১ খ্রিস্টাব্দ, ঢাকা।</ref>
* '''নটর ডেম ডিবেটিং ক্লাব''' (প্রতিষ্ঠা: [[১৯৫৩]]; প্রতিষ্ঠাতা: [[রিচার্ড উইলিয়াম টিম|আর. ডব্লিউ. টিম]], সিএসসি)
 
ক্লাবের প্রতিষ্ঠাতা মডারেটর ছিলেন কলেজের তৎকালীন জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক রিচার্ড উইলিয়াম টিম, সিএসসি। <ref name="rms">[http://www.rmaf.org.ph/Awardees/Biography/BiographyTimmRic.htm BIOGRAPHY of Fr. Richard William Timm, CSC] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20120819125916/http://www.rmaf.org.ph/Awardees/Biography/BiographyTimmRic.htm |তারিখ=১৯ আগস্ট ২০১২ }}, The 1987 Ramon Magsaysay Award for International Understanding, rmaf.org.ph; পরিদর্শনের তারিখ: ০৪ জানুয়ারি ২০১৩।</ref><ref>''[http://www.rmaf.org.ph/Awardees/Citation/CitationTimmRic.htm CITATION for Fr. Richard William Timm, CSC] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20120716230126/http://www.rmaf.org.ph/Awardees/Citation/CitationTimmRic.htm |তারিখ=১৬ জুলাই ২০১২ }}'', Ramon Magsaysay Award Foundation, Manila, Philippines। প্রকাশকাল: ৩১ আগস্ট ১৯৮৭ খ্রি.। পরিদর্শনের তারিখ: ০৪ জানুয়ারি ২০১২ খ্রি.।</ref>
১৩৭ নং লাইন:
 
ক্লাবের বার্ষিক মুখপত্র ''দ্বৈরথ''। ক্লাবের দ্বৈমাসিক দেয়ালিকা ''সুবচন''। এছাড়া ক্লাব প্রতিবছর ''দ্রোহ'' নামে একটি বিতর্ক কড়চা প্রকাশ করে। ক্লাব প্রতিবছর ডিবেটার'স লীগ, মিক্স-আপ, ইন্টার গ্রুপ ডিবেট, পালাবদলসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে।
* '''নটর ডেম বিজ্ঞান ক্লাব''' (প্রতিষ্ঠা: [[১৮ সেপ্টেম্বর]], [[১৯৫৫]]; প্রতিষ্ঠাতা: [[রিচার্ড উইলিয়াম টিম|আর. ডব্লিউ. টিম]] সিএসসি)
১৯৫৫ সালের ১৮ সেপ্টেম্বর কলেজের তৎকালীন অধ্যক্ষ জীববিজ্ঞানী [[রিচার্ড উইলিয়াম টিম]] সিএসসি নটর ডেম বিজ্ঞান ক্লাবের উদ্বোধন করেন। "মানুষের সেবায় বিজ্ঞান" এটি এই ক্লাবের মূল লক্ষ্য। এটি বাংলাদেশের তথা উপমহাদেশের প্রথম বিজ্ঞান ক্লাব। ক্লাবটির বর্তমান মডারেটর হলেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মি. ভিনসেন্ট তিতাস রোজারিও।
 
ক্লাবের প্রকাশনাগুলো হল ''অদ্রি'' (বার্ষিক), ''কসমস'' (সাময়িকী; প্রথম প্রকাশ ১৯৭০), ''স্পুটনিক'', ''আবিষ্কার'' (দেয়ালিকা)। অত্র কলেজের ৩টি কুইজ টিম - এনডিসি গোল্ড, এনডিসি ব্লু ও এনডিসি গ্রিন নটর ডেম বিজ্ঞান ক্লাবের মাধ্যমেই পরিচালনা করা হয়।<ref>নবীন বরণ ও ছাত্র-অভিভাবক নির্দেশিকা, নটর ডেম কলেজ, ২০১৬ খ্রিস্টাব্দ, ঢাকা। পৃ.৩৬,৩৭,৩৮</ref>
 
* '''নটর ডেম আউটওয়ার্ড বাউন্ড অ্যাডভেঞ্চার ক্লাব''' (OBAC) (''অ্যাডভেঞ্চার ক্লাব'') (প্রতিষ্ঠা: [[১১ অক্টোবর]], [[১৯৬৬]]; প্রতিষ্ঠাতা: [[রিচার্ড উইলিয়াম টিম|রিচার্ড উইলিয়াম টিম, সিএসসি]]
অজানাকে জানা,অচেনাকে চেনার আকাঙ্খা মানুষের মধ্যে চিরন্তন। এই লক্ষ্যকে সামনে রেখে নটরডেম অ্যাডভেঞ্চার ক্লাব যাত্রা শুরু করেছিল ১৯৬৬ সালের ১১ই অক্টোবর। শুরুতে এই ক্লাবের সাথে ছিলেন উপমহাদেশের প্রতীথযশা বিজ্ঞানী [[রিচার্ড উইলিয়াম টিম|রিচার্ড উইলিয়াম টিম, সিএসসি]]। এরপর ক্লাবের মডারেটর হিসেবে বেশ কয়েক বছর দায়িত্ব পালন করেন ভূগোল বিভাগের শিক্ষক মি. নির্মল সরকার আর পরবর্তীতে ইংরেজি বিভাগের শিক্ষক ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি। ক্লাবটির বর্তমান মডারেটর হিসেবে দায়িত্বে আছেন রসায়ন বিভাগের শিক্ষক মি. স্টিফেন ডন সরকার। ছাত্রদের নিয়ে বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক জায়গায় শিক্ষা সফরের আয়োজন, বৃক্ষরোপন ক্লাবের, রোমাঞ্চকর নানাবিধ ইভেন্ট আয়োজন ইত্যাদি ক্লাবটির উল্লেখযোগ্য কাজ। এছাড়া ক্লাবটি অ্যাডভেঞ্চারপ্রেমী ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করে "National Adventure Festival"। ক্লাবের বার্ষিক প্রকাশনা ''অ্যাডভেঞ্চার'' এবং ত্রৈমাসিক দেয়ালিকা ''টুকটাক''।