উইলেম ডাফো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
[[চিত্র:Willem Dafoe 2014 (cropped).jpg|থাম্ব|২০১৪ সালে [[বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব]]ে ডাফো]]
 
'''উইলিয়াম জেমস "উইলেম" ডাফো'''<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=William James Dafoe - Ancestry|ইউআরএল=https://www.ancestry.com/genealogy/records/william-james-dafoe_164411598|ওয়েবসাইট=অ্যানসেস্ট্রি|সংগ্রহের-তারিখ=২১ জুলাই ২০১৮|ভাষা=en-US}}</ref> ({{lang-en|William James "Willem" Dafoe}}; জন্ম: [[২২ জুলাই]] [[১৯৫৫]])<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Willem Dafoe|ইউআরএল=http://www.britannica.com/EBchecked/topic/1512294/Willem-Dafoe|ওয়েবসাইট=[[এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা]]|সংগ্রহের-তারিখ=২১ জুলাই ২০১৮|ভাষা=en}}</ref> হলেন একজন ইতালীয় নাগরিকত্বপ্রাপ্ত মার্কিন অভিনেতা। একজন প্রসিদ্ধ চরিত্র অভিনেতা ডাফো একাধিক পুরস্কার ও মনোনয়ন লাভ করেছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল তিনটি [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের]] মনোনয়ন। ডাফোকে প্রায়ই পল শ্রেডার, আবেল ফেরারা, লার্স ফন ট্রায়ার, ও [[ওয়েস অ্যান্ডারসন]]দের মত চলচ্চিত্র নির্মাতাদের সাথে কাজ করতে দেখা যায়।
 
ডাফো দ্য উস্টার গ্রুপ থিয়েটার কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্য। সেখানে তিনি কয়েকটি মঞ্চনাটকে অভিনয় করেছেন। ডাফো ১৯৮০ সালে ''হ্যাভেন্স গেট'' দিয়ে চলচ্চিত্রে পদার্পণ করেন, কিন্তু তাকে এই চলচ্চিত্র থেকে বাদ দেওয়া হয়। তার প্রথম প্রধান চলচ্চিত্র ভূমিকা ছিল ''দ্য লাভলেস'' (১৯৮২) চলচ্চিত্রে আইন বহির্ভূত বাইক চালক চরিত্রে এবং পরে ''স্ট্রিটস অব ফায়ার'' (১৯৮৪) ও ''টু লিভ অ্যান্ড ডাই ইন এল.এ.'' (১৯৮৫) ছবিতে প্রধান খলচরিত্রে অভিনয় করনে। ডাফো [[অলিভার স্টোন]]ের ''[[প্লাটুন]]'' (১৯৮৬) ছবিতে সার্জেন্ট এলিয়াস চরিত্রে অভিনয় করে তার প্রথম [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন। ১৯৮৮ সালে ডাফো [[মার্টিন স্কোরসেজি]]র ''দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট'' ছবিতে জেসাস ও [[জিন হ্যাকম্যান]]ের সাথে ''মিসিসিপি বার্নিং'' ছবিতে অভিনয় করেন; দুটি ছবিই বিতর্কিত হয়। পরবর্তীতে ''বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই'' (১৯৮৯) ও ''ওয়াইল্ড অ্যাট হার্ট'' (১৯৯০) ছবিতে ছোট চরিত্রে অভিনয়ের পর পল শ্রেডারের পরিচালনায় অভিনয় করার ছয়টি চলচ্চিত্রের প্রথমটি চলচ্চিত্র নাট্যধর্মী ''লাইট স্লিপার'' (১৯৯২)-এ অভিনয় করেন। তিনি ১৯৯৩ সালে যৌন উত্তেজক থ্রিলার ''বডি অব এভিডেন্স'' ছবিতে [[ম্যাডোনা]]র সাথে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন এবং ''ক্লেয়ার অ্যান্ড প্রেজেন্ট ডেঞ্জার'' (১৯৯৪), ''[[দি ইংলিশ পেশন্ট (চলচ্চিত্র)|দি ইংলিশ পেশন্ট]]'' (১৯৯৬), ''স্পিড টু: ক্রুজ কন্ট্রোল'' (১৯৯৭) ও ''দ্য বুনডক সেন্ট্‌স'' (১৯৯৯)।