টম হুলস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যছক যোগ
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৭ নং লাইন:
}}
 
'''টমাস এডওয়ার্ড হুলস''' ({{lang-en|Thomas Edward Hulce}}; জন্ম: [[৬ ডিসেম্বর]] [[১৯৫৩]])<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Thomas Hulce Biography (1953-) |ইউআরএল=http://www.filmreference.com/film/49/Thomas-Hulce.html |ওয়েবসাইট=ফিল্ম রেফারেন্স |সংগ্রহের-তারিখ=৬ ফেব্রুয়ারি ২০১৯}}</ref> হলেন একজন মার্কিন অভিনেতা, গায়ক, ও মঞ্চ প্রযোজক। তিনি ''অ্যানিমেল হাউজ'' (১৯৭৮) চলচ্চিত্রে ল্যারি "পিন্টো" ক্রোগার এবং ''[[আমাডেয়ুস (চলচ্চিত্র)|আমাডেয়ুস]]'' (১৯৮৪) চলচ্চিত্রে [[ভোল্‌ফগাংক্‌ আমাডেয়ুস মোৎসার্ট]] এবং ডিজনির ''দ্য হাঞ্চব্যাক অব নটর ডেম'' (১৯৯৬) চলচ্চিত্রে কাসিমোদো চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। ''আমাডেয়ুস'' ছবিতে অভিনয়ের জন্য তিনি তার [[শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার]] ও [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - নাট্য চলচ্চিত্র)|সেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন এবং শ্রেষ্ঠ বিদেশি অভিনেতা বিভাগে [[দাভিদ দি দোনাতেল্লো]] অর্জন করেন।
 
টেলিভিশনে তার উল্লেখযোগ্য কাজগুলো হল ''ডমিনিক অ্যান্ড ইউজিন'', ''মিসিসিপি বার্নিং'' এবং ''দ্য হেইডি ক্রনিকলস''। টেলিভিশনে তার অভিনয়ের জন্য তিনি তিনটি [[গোল্ডেন গ্লোব পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেন, এবং দুটি মনোনয়নসহ একটি [[প্রাইমটাইম এমি পুরস্কার]] অর্জন করেন। মঞ্চে ''আ ফিউ গুড ম্যান'' নাটকে অভিনয় করে তিনি ১৯৯০ সালে একটি [[টনি পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেন। হুলস ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে অভিনয় থেকে অবসরে যান এবং মঞ্চ পরিচালনা ও প্রযোজনায় মনযোগ দেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি |শেষাংশ1=কিং |প্রথমাংশ1=সুজান |শিরোনাম=Tom Hulce has gone from acting in 'Animal House' to producing the Broadway-bound 'Ain't Too Proud' |ইউআরএল=https://www.latimes.com/entertainment/movies/la-tom-hulce-20180927-story.html |সংগ্রহের-তারিখ=৬ ফেব্রুয়ারি ২০১৯ |কর্ম=[[লস অ্যাঞ্জেলেস টাইমস]] |তারিখ=২৮ সেপ্টেম্বর ২০১৮}}</ref> ২০০৭ সালে তিনি ব্রডওয়ে সঙ্গীতনাট্য ''স্প্রিং অ্যাওয়াকেনিং''-এর প্রযোজনার জন্য একটি টনি পুরস্কার অর্জন করেন।