উইলিয়াম হোল্ডেন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২২ নং লাইন:
}}
 
'''উইলিয়াম হোল্ডেন''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: William Holden; জন্ম: উইলিয়াম ফ্রাংকলিন বিডল জুনিয়র; [[১৭ এপ্রিল|১৭ই এপ্রিল]] [[১৯১৮]] - [[১২ নভেম্বর|১২ই নভেম্বর]] [[১৯৮১]]) ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি ১৯৫০ ও ১৯৬০-এর দশকের বক্স অফিসে অন্যতম সফল অভিনেতা ছিলেন। তিনি ''স্ট্যাল্যাগ সেভেনটিন'' (১৯৫৩) ছবিতে অভিনয় করে [[শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার]] জয় সহ আরও দুবার মনোনয়ন লাভ করেন এবং ''দ্য ব্লু নাইট'' (১৯৭৩) টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করে অনন্য কেন্দ্রীয় অভিনেতা বিভাগে [[প্রাইমটাইম এমি পুরস্কার]] অর্জন করেন।
 
হোল্ডেন হলিউডের বেশ কিছু জনপ্রিয় ও সমাদৃত চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে ''[[সানসেট বলেভার্ড (চলচ্চিত্র)|সানসেট বলেভার্ড]]'', ''সাবরিনা'', ''[[দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই]]'', ''দ্য ওয়াইল্ড বাঞ্চ'', ''[[পিকনিক (১৯৫৫-এর (চলচ্চিত্র)|পিকনিক]]'' এবং ''[[নেটওয়ার্ক (১৯৭৬-এর (চলচ্চিত্র)|নেটওয়ার্ক]]''। তিনি ১৯৫৪-১৯৫৮ এবং ১৯৬১ সালে ছয়বার "বর্ষসেরা শীর্ষ ১০ তারকা"র একজন হন এবং [[আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট|আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের]] "ধ্রুপদী হলিউড চলচ্চিত্র শিল্পের সেরা ২৫ পুরুষ তারকা" তালিকায় ২৫তম স্থান অধিকার করেন।