মাইকেল হোল্ডিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৯৫ নং লাইন:
}}
 
'''মাইকেল অ্যান্থনি হোল্ডিং''' ({{lang-en|Michael Holding}}; জন্ম: [[১৬ ফেব্রুয়ারি]], [[১৯৫৪]]) জ্যামাইকার কিংস্টনে জন্মগ্রহণকারী [[ওয়েস্ট ইন্ডিজ|ওয়েস্ট ইন্ডিজের]] সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক [[ক্রিকেট]] তারকা। তাকে [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] ক্রিকেট ইতিহাসে সর্বাপেক্ষা দ্রুতগতির [[বোলিং (ক্রিকেট)|বোলারদের]] একজনরূপে গণ্য করা হয়। বোলিং ক্রিজে শান্ত ভঙ্গীমায় অগ্রসর হওয়ার প্রেক্ষিতে [[আম্পায়ার (ক্রিকেট)|আম্পায়ারগণ]] তাকে ''হুইস্পায়ারিং ডেথ'' ডাকনামে ভূষিত করেন। তার বোলিং ভঙ্গীমা অত্যন্ত মসৃণ ও দ্রুত এবং তিনি তার ({{রূপান্তর|6|ft|3+1/2|in|m|abbr=on|disp=or}}) দীর্ঘ উচ্চতাকে কাজে লাগিয়ে পীচে বৃহৎ আকারের বাউন্স প্রদানে সক্ষম ছিলেন।
 
[[জোয়েল গার্নার]], [[অ্যান্ডি রবার্টস]], [[সিলভেস্টার ক্লার্ক]], [[কলিন ক্রফট]], [[ওয়েন ড্যানিয়েল]] এবং প্রয়াত [[ম্যালকম মার্শাল|ম্যালকম মার্শালের]] ন্যায় প্রথিতযশা পেস বোলারদের সহযোগিতায় সত্তর ও আশির দশকের প্রথমার্ধে বিশ্ব ক্রিকেট অঙ্গনে ভীতিদায়ক বোলিং করে প্রতিপক্ষের ব্যাটিং মেরুদণ্ড ভেঙ্গে দিতেন '''মাইকেল হোল্ডিং'''। টেস্ট জীবনের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেরা বোলিং পরিসংখ্যান গড়েন ১৪/১৪৯ যা অদ্যাবধি টিকে রয়েছে। [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] জামাইকা, ক্যান্টারবারি, ডার্বিশায়ার, ল্যাঙ্কাশায়ার ও তাসমানিয়ার পক্ষে খেলেন।