এফএ কাপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৭ নং লাইন:
এফএ কাপ বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল প্রতিযোগিতা যা শুরু হয়েছে ১৮৭১-৭২ মৌসুমে। যেহেতু ইংল্যান্ডের সকল স্তরের দল একে অন্যের বিরুদ্ধে খেলার সুযোগ পায় তাই এই প্রতিযোগিতায় অনেক ছোট দল বড় দলকে প্রতিযোগিতা থেকে বিদায় দিয়ে "জায়ান্ট-কিলার" উপাধি পেতে পারে। তবে নিচু স্তরের দল খুব কমই ফাইনালে পৌছেছে। ২০০৬-০৭ সালের এফএ কাপে রেকর্ডসংখ্যক ৬৮৭টি দল অংশগ্রহণ করেছে। সেতুলনায় [[ফুটবল লীগ কাপ|লীগ কাপে]] মাত্র ৭২টি দল অংশ নেয় [[দ্য ফুটবল লীগ|ফুটবল লীগ]] থেকে (এরা লীগ কাপ আয়োজন করে) এবং ২০টি দল অংশ নেয় [[এফ.এ. প্রিমিয়ার লীগ]] থেকে।
 
২০০৭ সালের এফএ কাপের ফাইনাল অনুষ্ঠিত হয় [[২০০৭]] সালের [[মে ১৯|১৯ মে]] শনিবারে। খেলা অনুষ্ঠিত হয় [[ওয়েম্বারলি স্টেডিয়াম|ওয়েম্বারলি স্টেডিয়ামে]]। <ref>http://www.thefa.com/TheFACup/TheFACup/NewsAndFeatures/Postings/2007/04/CupFinalReferee.htm</ref> বর্তমান এফ এ কাপ বিজয়ী দল হচ্ছে [[চেলসি]]।
 
[[১৮৭২ এফএ কাপ ফাইনাল|এফএ কাপের]] প্রথম সিজনে ওয়েন্ডেরাস ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল।