টিম অ্যালেন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
2টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩০ নং লাইন:
}}
 
'''টিম অ্যালেন''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: Tim Allen) নামে সুপরিচিত '''টিমোথি অ্যালান ডিক'''<ref>{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=Tim Allen Marries Longtime Girlfriend Jane Hajduk|ইউআরএল=https://people.com/celebrity/tim-allen-marries-longtime-girlfriend-jane-hajduk/|সংগ্রহের-তারিখ=১৩ জুন ২০১৮|কর্ম=পিপল.কম|তারিখ=৯ অক্টোবর ২০০৬|ভাষা=en-US}}</ref> ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: Timothy Alan Dick; জন্ম: [[১৩ জুন|১৩ই জুন]] [[১৯৫৩]]) হলেন একজন মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা। তিনি এবিসি চ্যানেলের সিটকম ''হোম ইমপ্রোভমেন্ট'' (১৯৯১-১৯৯৯)-এ টিম "দ্য টুলম্যান" টেলর ভূমিকায় অভিনয়ের জন্য পরিচিত। এই কাজের জন্য তিনি একটি [[প্রাইমটাইম এমি পুরস্কার|প্রাইমটাইম এমি পুরস্কারের]] (১৯৯৪) মনোনয়ন লাভ করেন এবং তিনটি [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক টিভি ধারাবাহিক)|গোল্ডেন গ্লোব পুরস্কারের]] মনোনয়ন থেকে একটি পুরস্কার অর্জন করেন। এছাড়া ১৯৯০-এর দশকে তিনি ''[[টয় স্টোরি]]'' চলচ্চিত্র ধারাবাহিকে বাজ লাইটইয়ার চরিত্রে জন্য কণ্ঠ দিয়ে এবং ''দ্য সান্তা ক্লজ'' চলচ্চিত্র ত্রয়ীতে (১৯৯৪-২০০৬) স্কট ক্যালভিন ও সান্তা ক্লজ চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। ''[[টয় স্টোরি ২]]'' ছবিতে কণ্ঠ দিয়ে তিনি একটি [[অ্যানি পুরস্কার]] লাভ করেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হল ''ফর রিচার অর পুয়রার'' (১৯৯৭), ''জাঙ্গল টু জাঙ্গল'' (১৯৯৭), ''গ্যালাক্সি কোয়েস্ট'' (১৯৯৯), ''বিগ ট্রাবল'' (২০০২), ''ক্রিসমাস উইথ দ্য ক্র্যাঙ্কস'' (২০০৪), ''দ্য শ্যাগি ডগ'' (২০০৬), ''ওয়াইল্ড হগস্‌'' (২০০৭), ''রেডবেল্ট'' (২০০৮), ও ''ক্রেজি অন দ্য আউটসাইড'' (২০১০)। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত তিনি এবিসির সিটকম ''লাস্ট ম্যান স্ট্যান্ডিং''-এ মাইক ব্যাক্সটার চরিত্রে অভিনয় করেন।
 
==প্রারম্ভিক জীবন==