মারি ড্রেসলার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৯ নং লাইন:
}}
 
'''মারি ড্রেসলার''' ([[ইংরেজি]]:Marie Dressler; [[৯ নভেম্বর|৯ই নভেম্বর]], [[১৮৬৮]] - [[২৮ জুলাই|২৮শে জুলাই]], [[১৯৩৪]]) ছিলেন একজন কানাডীয়-মার্কিন অভিনেত্রী ও কৌতুকাভিনেতা। তার জন্মনাম লেইলা মারি কোয়ের্বার। তিনি নির্বাক ও মহামন্দা-যুগীয় অন্যতম চলচ্চিত্র তারকা।<ref>শোকগাথা ''[[ভ্যারাইটি (ম্যাগাজিন)|ভ্যারাইটি]]'', ৩১ জুলাই ১৯৩৪, পৃ. ৫৪।</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://asp6new.alexanderstreet.com/atho/atho.detail.people.aspx?personcode=per0056361 |শিরোনাম=Marie Dressler: ''North American Theatre Online'' |কর্ম=alexanderstreet|ভাষা=ইংরেজি|সংগ্রহের-তারিখ=২৬ জানুয়ারি ২০১৮}}</ref> তিনি মঞ্চেও সফল ছিলেন। তিনি ভডেভিল ও কমিক অপেরায় অভিনয় করেছেন। ১৯১৪ সালে তিনি প্রথম পূর্ণদৈর্ঘ্য হাস্যরসাত্মক চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৩১ সালে তিনি ''[[মিন অ্যান্ড বিল]]'' চলচ্চিত্রে অভিনয়ের জন্য [[শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার]] লাভ করেন।
 
১৪ বছর বয়সে বাড়ি ত্যাগ করার পর ড্রেসলার বিভিন্ন মঞ্চ দলের সাথে সফরে করে মঞ্চে প্রতিষ্ঠা লাভ করেন। তথাকথিত সুন্দরী না হওয়া স্বত্ত্বেও তিনি তার প্রতিভা দিয়ে মানুষকে হাসানোর মাধ্যমে প্রশংসা অর্জন করেন। ১৮৯২ সালে তিনি ব্রডওয়ে থিয়েটারে অভিনয় শুরু করেন এবং তা ১৯২০ এর দশক পর্যন্ত চলে। তিনি মূলত হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করতেন। ব্রডওয়েতে তার একটি সফল চরিত্র সাথে মিল রেখে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য হাস্যরসাত্মক চলচ্চিত্র ''[[টিলিস পাঙ্কচার্ড রোম্যান্স (১৯১৪-এর চলচ্চিত্র)|টিলিস পাঙ্কচার্ড রোম্যান্স]]'' (১৯১৪) এ [[চার্লি চ্যাপলিন]] ও [[মেবল নরম্যান্ড|মেবল নরম্যান্ডের]] সাথে অভিনয় করেন। তিনি কয়েকটি স্বল্পদৈর্ঘ্যেও কাজ করেন, কিন্তু বেশিরভাগ সময় তিনি নিউ ইয়র্ক সিটিতে মঞ্চে অভিনয় করেন। [[প্রথম বিশ্বযুদ্ধ]] চলাকালীন তিনি অন্যান্য তারকাদের সাথে মিলে লিবার্টি বন্ড বিক্রিতে সহায়তা করেন। ১৯১৯ সালে তিনি মঞ্চের গায়কদলের প্রথম সম্মেলন আয়োজনে সহায়তা করেন।