জিমোঁ উন্সু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৫ নং লাইন:
}}
 
'''জিমোঁ উন্সু''' ([[ফরাসি ভাষা]]: Djimon Hounsou, {{IPA-fr|dʒimɔ̃ unsu|lang}}; জন্ম [[২৪ এপ্রিল|২৪শে এপ্রিল]] [[১৯৬৪]])<ref name=guide>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Djimon Hounsou: Biography|ভাষা=ইংরেজি|ইউআরএল=http://www.tvguide.com/celebrities/djimon-hounsou/147508|প্রকাশক=টিভি গাইড|সংগ্রহের-তারিখ=২৪ এপ্রিল ২০১৮}}</ref> হলেন একজন বেনিনীয় অভিনেতা ও মডেল। উন্সু সঙ্গীতের ভিডিওতে মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন। সান্ড্রা বার্নহার্ড পরিচালিত ''উইদাউট ইউ আই এম নাথিং'' (১৯৯০) দিয়ে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু হয়। [[স্টিভেন স্পিলবার্গ]] পরিচালিত ''আমিস্টাড'' (১৯৯৭) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন এবং [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - নাট্য চলচ্চিত্র)|শ্রেষ্ঠ নাট্য অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন। তিনি পরবর্তীতে ''[[গ্ল্যাডিয়েটর (২০০০-এর চলচ্চিত্র)|গ্ল্যাডিয়েটর]]'' (২০০০), ''ইন আমেরিকা'' (২০০৩), এবং ''[[ব্লাড ডায়মন্ড]]'' (২০০৬) ছবিতে অভিনয় করে আরও সুনাম অর্জন করেন। শেষোক্ত দুটি চলচ্চিত্রের জন্য [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন এবং এই তিনটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য [[স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার|স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি ''গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি'' (২০১৪), ''ফিউরিয়াস সেভেন'' (২০১৫), ''[[দ্য লিজেন্ড অব টারজান (চলচ্চিত্র)|দ্য লিজেন্ড অব টারজান]]'' (২০১৬), এবং ''[[কিং আর্থার: লিজেন্ড অব দ্য সোর্ড]]'' (২০১৭)।
 
==প্রারম্ভিক জীবন==