জরথুস্ত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
2টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৩ নং লাইন:
== জীবনকালের সম্ভাব্য সময় ==
বিভিন্ন সূত্রানুসারে জরথুস্ত্রের জীবৎকাল সম্পর্কে বিভিন্ন মতভেদ প্রচলিত রয়েছে।
* খ্রীষ্টপূর্ব ১৪০০ হতে ১০০০ শতাব্দী - বর্তমানের সবচেয়ে গ্রহণযোগ্য মতানুসারে [[মেরি বয়েস]] তার ''এ হিস্ট্রি অব জরোয়াস্ট্রিয়ানিজ্ম'' ([[১৯৮৯]]) গ্রন্থে এই সময়কাল উল্লেখ করেন।
* [[খ্রীষ্টপূর্ব ৪৫৮]] এর পূর্বে - এইচ. এস. নাইবার্গ তার গ্রন্থ যার অনুবাদ “প্রাচীন ইরানের ধর্ম” এতে এই সময়কালের উল্লেখ করেন।
* ''[[বুন্দহিশন]]'' ("''সৃষ্টি'' ") নামক পারসিক ধর্মের একটি গুরুত্বপূর্ণ লিখনিতে উল্লেখ পাওয়া যায় যে [[মহান আলেকজান্ডার|মহান আলেকজান্ডারের]] [[হাখমানেশী সাম্রাজ্য|পারস্য]] আক্রমণের ২৫৮ বছর পূর্বে জরথুস্ত্র বর্তমান ছিলেন, অর্থাৎ তদানুসারে [[খ্রীষ্টপূর্ব ৫৮৮]] জরথুস্ত্রের সময়কাল। ঊনবিংশ শতাব্দীর অনেক পন্ডিত জরথুস্ত্রের এই ঐতিহাসিক সময়কালের সাথে একমত পোষন করেন, যাদের মধ্যে অন্যতম হচ্ছেন তাগিজাদেহ এবং ডব্লিউ. বি. হেনিং।