ঘূর্ণিঝড়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৬৩ নং লাইন:
== হারিকেনের নামকরণ ==
 
[[আটলান্টিক]] মহাসাগর এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি.-এ উন্নীত হলে অর্থাৎ [[নিম্নচাপ]] যখন ঝড়ে পরিণত হয়, তখন এটিকে চিহ্নিত করার জন্য একটি নাম দেয়া হয়। [[হারিকেন]] অবস্থাতেও এগুলো এ নামেই পরিচিত হয়। ইংরেজি বর্ণমালা অনুসারে ২১ টি নাম (৫ টি অক্ষর বাদ দিয়ে) এক বছরের জন্য বাছাই করা হয় যেগুলো সাধারণত পর্যায়ক্রমিকভাবে ছেলে ও মেয়েদের নাম দিয়ে রাখা হয়। যেমন-[[২০০৬]] সালের প্রথম হারিকেনটির নাম [[আলবার্টো]], দ্বিতীয়টি [[বেরিল]] ইত্যাদি। এক বছরে ২১ টির বেশি হারিকেন উৎপন্ন হলে (২০০৫ সালে যেমন হয়েছিল), গ্রিক বর্নমালা অনুযায়ী নামকরণ করা হয়- হারিকেন আলফা, বিটা ইত্যাদি। এরকম ছয় বছরের জন্য নাম আগেই নির্ধারণ করে রাখা হয় এবং ছয় বছর পর পর একই নামগুলো আবার ফিরে আসে। যেমন [[২০০৫]] সালের নামগুলো আবার [[২০১১]] সালে ফিরে আসবে। তবে [[ক্যাটরিনা]] নাম আর কখনো ফিরে আসবে না, কারণ ধ্বংসাত্মক হারিকেনের নামগুলো তালিকা থেকে বাদ দেয়া হয় এবং নতুন নাম নির্ধারণ করা হয়। [[২০১১]] সালে [[ক্যাটরিনা]]র জায়গায় তাই নতুন হারিকেনের নাম হবে [[ক্যাটিয়া]] (Katia)।
বিশ্ব আবহাওয়া সংস্থা আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে।
৮৫ নং লাইন:
== ঘূর্ণিঝড়ে সৃষ্ট দুর্যোগসমূহ ==
 
[[বাংলাদেশে]] ১৯৭০ সালের ১২ই [[নভেম্বর]] ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় ৩ লক্ষ থেকে ৫ লক্ষ লোক মৃত্যুবরণ করেছিল। [[পৃথিবী]]র ইতিহাসে ঘূর্ণিঝড়ে এত বেশি লোক আর কখনো মারা যায় নি। [[চিত্র:1991 Bangladesh cyclone track.png|thumb|right|[[১৯৯১]] সালের ২৯শে [[এপ্রিল]] ঘূর্ণিঝড় ]] [[১৯৯১]] সালের ২৯শে [[এপ্রিল]] ভয়ংকর ঘূর্ণিঝড়ে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার লোক নিহত হয়েছিল এবং [[চট্টগ্রাম]] সমুদ্র বন্দর ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। [[১৮৭৬]] সালের বিখ্যাত '''বাকেরগঞ্জ''' সাইক্লোনে প্রায় ২ লক্ষ লোক নিহত হয়েছিল, এর মধ্যে প্রায় এক লক্ষ লোক মারা গিয়েছিল [[দুর্ভিক্ষ]] ও [[মহামারী]]তে। [[আইন-ই-আকবরী]] গ্রন্থে আমরা [[১৫৮২]] খ্রীষ্টাব্দে বাকেরগঞ্জ তথা বর্তমান [[বরিশালে]] আঘাত হানা আরেকটি ঘূর্ণিঝড়ের কথা জানতে পারি, যেটিতেও প্রায় ২ লক্ষ লোক নিহত হয়েছিল।
 
[[চিত্র:Galveston - 1900 wreckage.jpg|thumb|300px|right|গ্যালভেস্টন ঘূর্ণিঝড়]]