হান্নান সরকার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
অপ্রয়োজনীয় বিষয়শ্রেণী
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৬২ নং লাইন:
| year = ২০১৭
}}
'''আব্দুল হান্নান সরকার''' ([[জন্ম]]: [[১ ডিসেম্বর]], [[১৯৮২]]) [[ঢাকা|ঢাকায়]] জন্মগ্রহণকারী [[বাংলাদেশ|বাংলাদেশের]] সাবেক আন্তর্জাতিক [[ক্রিকেট|ক্রিকেটার]]।<ref name="Cricinfoprofile">{{সংবাদ উদ্ধৃতি|প্রথমাংশ=Mohammad |শেষাংশ=Isam|শিরোনাম = Hannan Sarkar's Cricinfo Profile| ইউআরএল=http://www.espncricinfo.com/ci/content/player/55915.html|তারিখ =|সংগ্রহের-তারিখ = 2015-6-27|প্রকাশক= [[Cricinfo]]}}</ref> [[বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল|বাংলাদেশ ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতে [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটিং]] উদ্বোধনে মাঠে নামতেন। কিন্তু নিজেকে [[আন্তর্জাতিক ক্রিকেট|আন্তর্জাতিক ক্রিকেটে]] তুলে ধরতে ব্যর্থ হয়েছেন '''হান্নান সরকার'''। পাশাপাশি দলের প্রয়োজনে ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে বরিশাল ও রাজশাহী বিভাগের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তন্মধ্যে, বরিশালের পক্ষে মাত্র দুইটি [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরি]] করতে পেরেছিলেন। এছাড়াও ঢাকাভিত্তিক ক্লাবের সদস্য ছিলেন।
 
== খেলোয়াড়ী জীবন ==
মাত্র ১৯ বছর বয়সে ২১ জুলাই, ২০০২ তারিখে স্বাগতিক [[শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল|শ্রীলঙ্কা দলের]] বিপক্ষে অনুষ্ঠিত ১ম টেস্টে বাংলাদেশের [[আলমগীর কবির (ক্রিকেটার)|আলমগীর কবির]], [[এহসানুল হক]] ও [[তালহা জুবায়ের]] এবং শ্রীলঙ্কার [[Sujeewa De Silva|ডব্লিউআরএস ডি সিলভা’র]] সাথে তারও একযোগে টেস্ট অভিষেক ঘটে।<ref name="Cre">{{সংবাদ উদ্ধৃতি|প্রথমাংশ=Mohammad |শেষাংশ=Isam|শিরোনাম = Match reports - Sri Lanka v Bangladesh, First Test| ইউআরএল=http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/155110.html|তারিখ =|সংগ্রহের-তারিখ = 2015-6-27|প্রকাশক= [[Cricinfo]]}}</ref> [[ব্যাটিং অর্ডার|উদ্বোধনী ব্যাটসম্যান]] হিসেবে চমৎকারভাবে খেলোয়াড়ী জীবন শুরু করেন তিনি। [[কলম্বো|কলম্বোর]] [[পাইকিয়াসোথি সারাভানামুত্তু স্টেডিয়াম|পি. সারাভানামুত্তু স্টেডিয়ামে]] অনুষ্ঠিত ২-টেস্টের সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি ৬৯ বলে ৫৫ রান করেন। [[হাবিবুল বাশার সুমন|হাবিবুল বাশারের]] সাথে জুটি গড়ে মধ্যাহ্নভোজনের পূর্বে দলকে ১০৭/২-এ নিয়ে যান। কিন্তু বিরতির পর তিনি [[সনাথ জয়াসুরিয়া|সনাথ জয়াসুরিয়া’র]] প্রথম বলেই [[লেগ বিফোর উইকেট|এলবিডব্লিউ’র]] শিকারে পরিণত হন ও পরের ওভারেই [[মুত্তিয়া মুরালিধরন]] বাশারকে বিদায় করেন।<ref name="Ce">{{সংবাদ উদ্ধৃতি|প্রথমাংশ= |শেষাংশ=|শিরোনাম = Almenack reports - Sri Lanka v Bangladesh, First Test| ইউআরএল=http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/155110.html|তারিখ =|সংগ্রহের-তারিখ = 2017-5-10|প্রকাশক= [[Cricinfo]]}}</ref> দ্বিতীয় ইনিংসে তিনি মাত্র ১ রান তুলতে পেরেছিলেন। ঐ টেস্টে তার দল ইনিংস ও ১৯৬ রানের বিশাল ব্যবধানে পরাভূত হয়েছিল।
 
২৫ জুলাই, ২০০৩ তারিখে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ায়]] স্বাগতিক দলের বিপক্ষে [[টেস্ট ক্রিকেট|টেস্টের]] উভয় ইনিংসেই [[সেঞ্চুরি (ক্রিকেট)|অর্ধ-শতক]] (৭৬ ও ৫৫) করেছিলেন। এ সময় তিনি [[গ্লেন ম্যাকগ্রা]], [[জেসন গিলেস্পি]], [[ব্রেট লি]] ও [[স্টুয়ার্ট ম্যাকগিল|স্টুয়ার্ট ম্যাকগিলের]] বল মোকাবেলা করে পাঁচ ঘন্টারওঘণ্টারও অধিক সময় ক্রিজে অবস্থান করেন। তন্মধ্যে প্রথম ইনিংসে ১৯৭ মিনিটে নিজস্ব সর্বোচ্চ ৭৬ রান তুলেছিলেন যা প্রয়াত [[ডেভিড হুকস|ডেভিড হুকসের]] মন্তব্যে ঠাণ্ডা পানি ঢেলে দেন। সাবেক অস্ট্রেলীয় ব্যাটসম্যান হুকস বলেছিলেন যে, অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনেই ফলাফল এনে দিতে সক্ষম।<ref name="Cricinfoprofile" />
 
২০০৪ সালে [[সুনীল গাভাস্কার|সুনীল গাভাস্কারের]] সাথে তিনিও প্রথম বলেই [[শূন্য রান|শূন্য রানে]] আউট হবার মতো অগৌরবসূচক রেকর্ডের অধিকারী হন। এছাড়াও একমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে তিনবার [[ইনিংস|ইনিংসের]] প্রথম বলেই আউট হয়ে যান। তার এই রেকর্ডের সাথে [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] [[Pedro Collins|পেড্রো কলিন্সের]] নাম জড়িয়ে আছে। দুইবারই তিনি হান্নানকে আউট করেছিলেন।