.এসজে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৩ নং লাইন:
}}
 
{{mono|'''.এসজে'''}} ({{lang-en|.sj}}) হল [[স্বালবার্ড এবং ইয়ান মায়েন|স্বালবার্ড এবং ইয়ান মায়েনের]] জন্য প্রদত্ত [[ইন্টারনেট]] [[কান্ট্রি কোড]] [[টপ-লেভেল ডোমেইন]] (সিসিটিএলডি) সাফিক্স। ডোমেইন নাম রেজিস্ট্রি হল [[নোরিড]] কিন্তু {{mono|.এসজে}} ডোমেইন নামটি নিবন্ধনের জন্য উন্মুক্ত নয়। {{mono|.এসজে}} ডোমেইন দেওয়া হয়েছিল [[আইএসও ৩১৬৬-২:এসজে|আইএসও ৩১৬৬]] কোড অনুসারে যা [[স্বালবার্ড]] এবং [[ইয়ান মায়েন]] দুটি স্বতন্ত্র দ্বীপের প্রথম অক্ষর থেকে নেওয়া হয়েছে। দ্বীপ দুটি [[নরওয়ে|নরওয়েতে]] অবস্থিত। দ্বীপ দুটির প্রথমটিতে কিছু মানুষ বসবাস করলেও দ্বিতীয়টিতে [[আগ্নেয়গিরি]] রয়েছে ও মানুষ নেই বললেই চলে। ১৯৯৭ সালের ২১শে আগস্ট [[ভোবেত দ্বীপ|ভোবেত দ্বীপের]] ডোমেইন নাম {{mono|[[.বিভি]]}} দেওয়ার সময়ই এই ডোমেইন নামটি অ্যাসাইন করা হয়। দুটি ডোমেইনই তখন নোরিড রেজিস্ট্রির নিয়ন্ত্রনেনিয়ন্ত্রণে দেওয়া হয়। নরওয়েজীয় কর্তৃপক্ষের অনুসারে যে সকল প্রতিষ্ঠান এই তিনটি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে তাদের জন্য {{mono|.এনও}} ডোমেইন নামটিই যথেষ্ট সেজন্য ডোমেইন নামটি নিবন্ধনের জন্য উন্মুক্ত নয়। নরওয়েজীয় নীতিমালা অনুসারে নিবন্ধনের জন্য উন্মুক্ত না হলেও কর্তৃপক্ষ নাম দুটি বিক্রি করতে পারবে না। এটি [[নরওয়েজীয় যোগাযোগ কর্তৃপক্ষ|নরওয়েজীয় ডাক ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষের]] অধীন {{mono|.এনও}} ডোমেইনের মত একই নীতিমালা অনুসারে পরিচালিত হয়। এই দুটি অঞ্চলের জন্য দুটি সেকেন্ড লেভেল ডোমেইন রয়েছে সেগুলো হল, svalbard.no ও jan-mayen.no; যদিও অন্য আরও কয়েকটি ব্যবহার করা হয়।
 
== ইতিহাস ==