জর্জ ডব্লিউ. বুশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩১ নং লাইন:
বুশ যুক্তরাষ্ট্রের ৪১তম রাষ্ট্রপতি [[জর্জ এইচ ডব্লিউ বুশ|জর্জ হার্বার্ট ওয়াকার বুশের]] বড় ছেলে। [[ইয়েল বিশ্ববিদ্যালয়]] ও [[হার্ভার্ড বিজনেস স্কুল|হার্ভার্ড বিজনেস স্কুলে]] উচ্চশিক্ষা অধ্যয়ন সমাপ্ত করে বুশ পারিবারিক খনিজ তেলের ব্যবসায় যোগ দেন। ১৯৭৭ সালে স্ত্রী লরা ওয়েলচ্‌কে বিয়ে করেন এবং [[১৯৭৮]] সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ [[হাউজ অফ রিপ্রেজেনটেটিভ্‌স|হাউজ অফ রিপ্রেজেনটেটিভসের]] জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পরবর্তীতে ''টেক্সাস রেঞ্জার্স'' বেসবল দলের যৌথ মালিকানা ভোগ করেন এবং টেক্সাসের গভর্নরের জন্য প্রচারণায় অংশ নেয়ার মাধ্যমে আবার রাজনীতিতে ফিরে আসেন। [[১৯৯৪]] সালে তিনি [[অ্যান রিচার্ডস]]কে পরাজিত করে টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হন। ২০০০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী হিসেবে তৎকালীন উপরাষ্ট্রপতি ও ডেমোক্র্যাট দলের প্রার্থী আল গোরের বিরুদ্ধে এক বিতর্কিত বিজয় অর্জন করেন। দেশব্যাপী গণভোটে সর্বোচ্চ ভোট না পেলেও [[ইলেক্টোরাল ভোট|নির্বাচনী এলাকাভিত্তিক ভোটে]] সংখ্যাগরিষ্ঠতা পান।
 
রাষ্ট্রপতি হওয়ার পরে ১৩০ কোটি ডলার কর মওকুফ করেন এবং "কোন শিশু আইনের বাইরে থাকবে না" শীর্ষক আইন প্রণয়ন করে বিশেষ আলোচিত হন। [[২০০১]] সালের [[সেপ্টেম্বর ১১]] তারিখে যুক্তরাষ্ট্রের [[ওয়ার্ল্ড ট্রেড সেন্টার]] বিধ্বস্ত হওয়ার পর তিনি বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী যুদ্ধ ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় আফগানিস্তারের তালেবান সরকারকে উৎখাত করার জন্য সেদেশে আগ্রাসন চালান। মূল উদ্দেশ্য ছিল [[আল কায়েদা]] ধ্বংস করে [[ওসামা বিন লাদেন|ওসামা বিন লাদেনকে]] আটক করা। [[২০০৩]] সালের মার্চ মাসে বুশ ইরাক দখলের সিদ্ধান্ত ঘোষণা করেন। কারণ হিসেবে তিনি বলেন সেদেশে অবৈধ গণবিধ্বংসী অস্ত্র রয়েছে যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ঘোষণা ১৪৪১-এর পরিপন্থী। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অজুহাত দেখিয়ে ইরাক দখল করলেও সেখানে কোন গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। তার ঘোষণা মিথ্যা প্রমাণিত হয়েছে।
 
নিজেকে তিনি "যুদ্ধ রাষ্ট্রপতি" অভিধায় আখ্যায়িত করেছেন। ইরাক যুদ্ধের মাঝামাঝি সময়ে অনেকটা বিশৃঙ্খল অবস্থায় থাকা সত্ত্বেও [[২০০৪]] সালের নির্বাচনে তিনি পুনরায় নির্বাচিত হন। [[ইরাক যুদ্ধ]] বিষয়ে অনেক সীমাবদ্ধতার স্বীকার হলেও তিনি প্রতিপক্ষ [[জন কেরি|জন কেরির]] প্রচারণাকে ব্যর্থ প্রমাণ করতে সক্ষম হন। এই নির্বাচনের পর বুশের কঠোর সমালোচনা হতে থাকে। ১১ই সেপ্টেম্বরের হামলার পরপর যেখানে বুশের পক্ষে জনগণের অবস্থান ছিল শতকরা ৯০ ভাগ সেখানে ২০০৭ সালের জুন মাসের হিসাবে তা শতকরা ২৬ ভাগে নেমে এসেছে। বিগত ৩৫ বছরে কোন মার্কিন রাষ্ট্রপতির জন্য এটিই সর্বনিম্ন। এর আগে [[হ্যারি ট্রুম্যান]] এবং [[রিচার্ড নিক্সন]] এর চেয়ে কম স্কোর করেছিলেন।
৭৮ নং লাইন:
{{ধারাবাহিকতা ছক|
পদবী=[[মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি]]|
বছর=[[জানুয়ারি ২০]], [[২০০১]]- বর্তমান|
পূর্বসূরী=[[বিল ক্লিনটন]]|
উত্তরসূরী=[[বারাক ওবামা]]