এইচ. ডি. জি. লেভেসন গাওয়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৬০ নং লাইন:
}}
 
স্যার '''হেনরি ডাডলি গ্রেসহাম লেভেসন গাওয়ার''' ({{lang-en|H. D. G. Leveson Gower}}; {{IPAc-en|ˈ|l|uː|s|ən|_|ˈ|ɡ|ɔər}} {{respell|LOO|sən|_|GOR}}; [[জন্ম]]: [[৮ মে]], [[১৮৭৩]] - [[মৃত্যু]]: [[১ ফেব্রুয়ারি]], [[১৯৫৪]]) সারের টিটসি প্লেস এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। এছাড়াও দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন ‘শ্রিম্প’ ডাকনামে পরিচিত '''এইচ. ডি. জি. লেভেসন গাওয়ার'''। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে অক্সফোর্ড ও [[সারে কাউন্টি ক্রিকেট ক্লাব|সারে ক্রিকেট দলের]] প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন।
 
বিখ্যাত [[Leveson-Gower family|লেভেসন-গাওয়ার পরিবারে]] জন্ম তার। বিদ্যালয় জীবনে শ্রিম্প ডাকনামে আখ্যায়িত হন যা তার পরবর্তী জীবনে রয়ে যায়। তবে, তার সংক্ষিপ্ত নামের চেয়ে অন্য নামে পরিচিতি ঘটানোর বিষয়টি খুব কম সূত্রেই ঘটেছে। অবসর পরবর্তীকালে ইংল্যান্ডের দল নির্বাচকমন্ডলীর দায়িত্বে ছিলেন। এছাড়াও [[cricketing knight|ক্রিকেটিং নাইট]] উপাধিতে ভূষিত হয়েছেন লেভেসন গাওয়ার।