বেলাল আহমেদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৪ নং লাইন:
 
== চলচ্চিত্র জীবন ==
বেলাল আহমেদ [[১৯৬৭]] সালে চলচ্চিত্র পরিচালক ''নজরুল ইসলামের'' সাথে ''স্বরলিপি'' চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন এবং এটি [[১৯৭০]] সালে মুক্তি পায়। [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|স্বাধীনতা যুদ্ধের]] বেশ কয়েক বছর পর [[১৯৭৬]]-এ তিনি পূর্ণ-পরিচালক হিসেবে [[নাগরদোলা (চলচ্চিত্র)|নাগরদোলা]] চলচ্চিত্রটি নির্মাণ শুরু করেন এবং এটি [[১৯৭৯]] সালে মুক্তি দেয়া হলে ব্যাপক সফলতা অর্জন করে। এরপর দীর্ঘ বিরতি নিয়ে আবার [[১৯৮৪]] সালে নির্মাণ করেন ''নয়নের আলো'' ছবিটি।<ref name=TS-Belal /> ''নয়নের আলো'' মুক্তির পর থেকে তিনি নিয়মিত চলচ্চিত্র নির্মাণ শুরু করেন, যেমন- ''ঘর আমার ঘর'' ([[১৯৮৬]]),<ref name=TS-Belal /> ''আমানাত'' ([[১৯৮৭]]),<ref name=TS-Belal /> ''বন্ধন''<ref name=TS-Belal /> ও ''গঙ্গা যমুনা'' ([[১৯৮৮]]), ''সাক্ষী প্রমান'' ([[১৯৮৯]])<ref name=TS-Belal /> এবং [[১৯৯০]] সালে ''ক্রিমিনাল'' ছবিটি নির্মাণ করে আবার দীর্ঘ বিরতিতে চলে যান।
 
এরপর তিনি ফিরে আসেন [[২০০৫]] সালে, বাংলাদেশের বিখ্যাত কথা সাহিত্যিক [[হুমায়ুন আহমেদ|হুমায়ুন আহমেদের]] জনপ্রিয় [[উপণ্যাস]] [[নন্দিত নরকে (উপণ্যাস)|নন্দিত নরকে]] অবলম্বনে একই শিরোনামে নির্মাণ শুরু করেন চলচ্চিত্র [[নন্দিত নরকে (চলচ্চিত্র)|নন্দিত নরকে]] এবং এটি [[২০০৬]] সালে মুক্তি লাভ করে।<ref name=TS-Belal /> আবার পাঁচ বছরের বিরতি নিয়ে তিনি [[২০১১]] সালে এসে [[মাহমুদুল হক|মাহমুদুল হকের]] 'মাটির জাহাজ' [[উপণ্যাস]] অবলম্বনে ''অনিশ্চিত যাত্রা'' নামে একটি চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করেছেন।<ref>[http://archive.prothom-alo.com/detail/news/65045 মিলনকে নিয়ে ‘অনিশ্চিত যাত্রা’]</ref> এই চলচ্চিত্রটি [[২০১২]] সালে মুক্তি দেয়া হবে।