আতাউর রহমান খান খাদিম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করেছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৪ নং লাইন:
{{উৎসহীন|date=জানুয়ারি ২০১৭}}
}}
'''আতাউর রহমান খান খাদিম''' ([[১লা ফেব্রুয়ারি]], [[১৯৩৩]] - [[২৬শে মার্চ]], [[১৯৭১]]) ছিলেন [[বাংলাদেশ|বাংলাদেশী]] শিক্ষাবিদ। তিনি ত্রিপুরার খড়গপুর গ্রামে জন্মগ্রহণ করেন। খান খাদিম [[ঢাকা বিশ্ববিদ্যালয়]] হতে [[পদার্থ বিজ্ঞান|পদার্থ বিজ্ঞানে]] [[১৯৫৩]] সালে বি.এসসি (অনার্স) এবং [[১৯৫৪]] সালে এম.এসসি. ডিগ্রি লাভ করেন এবং [[জার্মানি|পশ্চিম জার্মানীর]] [[গোটিনজেন বিশ্ববিদ্যালয়]] থেকে [[কোয়ান্টাম থিওরী]] বিষয়ে পি.এইচ.ডি. করেন। পরবর্তীতে তিনি [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ের]] পদার্থ বিজ্ঞান বিভগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। [[১৯৭১]] সালের ২৫ মার্চ কালরাতে ইতিহাসের জঘন্যতম গণহত্যার সূত্র ধরে ২৬ মার্চ সকালে [[পাকিস্তান|পাকিস্তানী]] বাহিনী আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের [[শহীদুল্লাহ হল|শহীদুল্লাহ‌ হলে]] এবং হত্যা করে শহীদুল্লাহ্‌ হলের তৎকালীন মেধাবী এই আবাসিক শিক্ষককে। উল্লেখ্য, খান খাদিম ছাড়া শহীদুল্লাহ্‌ হলের আরও একজন আবাসিক শিক্ষক সেদিন পাক-বাহিনীর হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন। তিনি গণিত বিভাগের [[শরাফত আলী]]।
 
== জন্ম ও শিক্ষাজীবন ==