বিশ্বশান্তি সূচক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta15)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
[[চিত্র:Global Peace Index 2011.png|thumb|250px|বিশ্ব মানচিত্রে শান্তিপ্রিয় দেশসমূহের অবস্থান; অধিকতর লাল রঙে চিত্রিত দেশগুলোয় কম শান্তি বিরাজমান]]
 
'''বিশ্বশান্তি সূচক''' ({{lang-en|Global Peace Index}}) বা [[জিপিআই]] বিভিন্ন নির্দেশক ব্যবহারের মাধ্যেম বিশ্বের বিভিন্ন দেশ ও আঞ্চলিক পর্যায়ের [[শান্তি|শান্তির]] অবস্থান নির্ণয় করে। [[ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস]] (আইইপি) কর্তৃক প্রতি বছর এ [[সূচক]] প্রদান করা হয়। আন্তর্জাতিক পর্যায়ের শান্তি বিশেষজ্ঞদের সংগঠন, বিভিন্ন স্তরের [[বুদ্ধিজীবিবুদ্ধিজীবী]], উপাত্তের সংমিশ্রণ ঘটিয়ে বিশ্বশান্তি সূচক তৈরী করা হয়।
 
তালিকাটি প্রথম প্রকাশ করা হয়েছিল মে, ২০০৭ সালে। এরপর থেকে ধারাবাহিকভাবে সাংবাৎসরিকভিত্তিতে বিশ্বশান্তি সূচক প্রকাশ করা হয়। কর্তৃপক্ষ দাবী করছে যে, ২০১২ সালে বিশ্বের ১৫৮টি দেশের পরিস্থিতির গতিধারার উপর শান্তির সূচকে প্রভাব ফেলা হয়।<ref>দৈনিক প্রথম আলো, সারা দেশ, মুদ্রিত সংস্করণ, ১৪ জুন, ২০১২ইং, পৃষ্ঠা - ৩</ref> ২০১১ সালে ১৫৩ দেশকে সংশ্লিষ্ট করা হয়েছিল যা ২০০৭ সালে ছিল ১২১টি দেশ।