উমা বসু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
 
==জন্ম ও সঙ্গীতজীবন==
ক্ষনজন্মা এই উজ্জ্বল সঙ্গীতশিল্পীর জন্ম ইংরাজী ১৯২১ সালের ২২ শে জানুয়ারি অধুনা বাংলাদেশের ঢাকায়। পিতা ধরণীকুমার ছিলেন খ্যাতনামা স্থপতি এবং [[কলকাতা]] পৌরসভার কাউন্সিলর ।কাউন্সিলর। গানের জগতে প্রথম জীবনে হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কাছে সঙ্গীত শিক্ষা করেন। পরবর্তী কালে দিলীপকুমার রায়ের সংস্পর্শে তার সঙ্গীত-প্রতিভা পূৰ্ণমাত্রায় বিকশিত হয়। [[হায়দ্রাবাদ|হায়দ্রাবাদের]] স্যার আকবর হায়দরির সভাকবি আমজদের গজল গেয়ে তিনি দক্ষিণ ভারতে প্ৰভূত জনপ্রিয়তা অর্জন করেন। দিলীপকুমারের ব্যবস্থাপনায় ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের কাছে গান শিখে তাঁর কণ্ঠ আরও পরিশীলিত হয় এবং সমগ্ৰ ভারতে তিনি অনন্য সাধারণ কণ্ঠশিল্পীরূপে পরিচিত হন। ১৩ বছর বয়সে গাওয়া রবীন্দ্রনাথের দুটি গান’সেইগান <nowiki>''সেই ভাল, সেই ভাল’ভাল'' এবং ‘তোমার''তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙ্গাও’ভাঙ্গাও''</nowiki> দিনেন্দ্ৰনাথদিনেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে রেকর্ড করা হয়। দিলীপকুমারের রচিত ও সুরারোপিত গানগুলি শিখে তা প্রায় সবই রেকর্ড করে গেছেন। [[মহাত্মা গান্ধী]] তার সঙ্গীতে মুগ্ধ হয়ে তাকে ‘নাইটিঙ্গেল অব বেঙ্গল’ নামে আখ্যা দেন। ওস্তাদ ফৈয়াজ খাঁ, স্বনামধন্য গায়িকা তথা বাইজী কেশরীবাঈ ও মোতিবাঈয়ের কাছেও তিনি উচ্চ প্রশংসা পান।
 
==মৃত্যু==