নিষ্প্রভ নীল বিন্দু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AshiqurRahman7FEB (আলোচনা | অবদান)
নিষ্প্রভ নীল বিন্দু Pale Blue Dot নতুন পাতা তৈরি করা হল।
 
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
 
[[File:Pale Blue Dot.png|thumb|upright=1.3|alt=Dark grey and black static with coloured vertical rays of sunlight over part of the image. A small pale blue point of light is barely visible.|৬ বিলিয়ন কিলোমিটার দূরে থাকা ভয়েজার ১ মহাকাশযান থেকে এ ছবিটি তোলা হয়। এখানে উজ্জ্বল বিন্দুটিই পৃথিবী]]
 
'''নিষ্প্রভ নীল বিন্দু''' (Pale Blue Dot) এমন একটি ছবিকে বোঝায় যা ১৯৯০ সালের ১৪ই ফেব্রুয়ারীফেব্রুয়ারি পৃথিবী থেকে ৬ বিলিয়ন কিলোমিটার দূরে থাকা ভয়েজার ১ মহাকাশযান থেকে তোলা হয়। এ ছবিটিতে সমগ্র পৃথিবীর অবস্থান ছবিটির এক পিক্সেলের কম যায়গায় দেখা যায়।
 
ভয়েজার ১ যখন তার মিশন শেষ করে যখন সৌরজগৎ ছেড়ে যাচ্ছিল তখন বিখ্যাত জ্যোতির্বীদ কার্ল সেগানের অনুরোধে ভয়েজার ১ থেকে পৃথিবীর একটি ছবি তুলে রাখা হয়। তিনি এর নাম দেন '''নিষ্প্রভ নীল বিন্দু''' বা "পেল ব্লু ডট"। পরবর্তীতে তিনি একই নামে একটি বই সম্পাদনা করেন। তাৎপর্যপূর্ণ ছবিটি নিয়ে তার গভীর চিন্তা ব্যাখ্যা করেন বইটিতে।
 
[[File:Voyager 1 - 14 February 1990.png|upright=1.3|thumb|১৯৯০ সালের ১৪ই ফেব্রুয়ারীতে ভয়েজার ১ এর অবস্থাম]]
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}