শৈশব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
DannyS712 (আলোচনা | অবদান)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৬ নং লাইন:
শিশুদের প্রতি আধুনিক দৃষ্টিভঙ্গি শুরু হয় চৈতন্য ও রোমান্টিক যুগের সময়। [[জঁ-জাক রুসো|জাঁ জ্যাক রুশো]] তার বিখ্যাত বই  ''[[:en:Emile, or On Education|Emile: or, On Education]] এ'' শিশুদের প্রতি কিভাবে ব্যবহার/আচারণ করতে হবে তা প্রনয়ন করেন। জন লক ও ১৭০০ শতাব্দির অন্যান্য চিন্তাবিদের মত রুশো বলেন, শৈশব হচ্ছে সাবালকত্বের বাধা বিপত্তি মোকাবেলা করার আগের একটি ক্ষণস্থায়ী সময়।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=David Cohen, The development of play (2006) p 20|শেষাংশ=|প্রথমাংশ=|প্রকাশক=|বছর=|আইএসবিএন=|অবস্থান=|পাতাসমূহ=}}</ref> [[:en:Joshua Reynolds|স্যার জসুয়া রেনল্ডস]] তার বিশাল চিত্রকর্মের মধ্য শিশুদের প্রতি আধুনিক দৃষ্টিভঙ্গি কিরূপ হবে তা তুলে ধরেন। ১৭৮৮ সালে তার আঁকা দ্যা এজ অব ইনোসেন্স চিত্র যা শিশুদের স্বাভাবিকতা ও সরলতা তুলে ধরে তা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
 
[[শিল্প বিপ্লব|শিল্প বিপ্লবে]]<nowiki/>র শুরুতে শিশু শ্রম ব্যাপক হারে বেড়ে যায়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://en.wikipedia.org/wiki/Child_labour|শিরোনাম=Child_labour|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=|প্রকাশক=|সংগ্রহের-তারিখ=}}</ref> এ সময় গরিব পরিবারের শিশুদের কাজ করা ছিল বাধ্যতামূলক। এ সময় বিশেষত শিশুদের খনি ও রাসায়নিক কারখানায় কাজ করানো হত। শিল্প বিপ্লবের শুরুতে শিশুরা অল্প পারিশ্রমিকে ঘন্টারঘণ্টার পর ঘন্টাঘণ্টা কাজ করত।
 
বর্তমানে শিশু শ্রমের বিরদ্ধে আইন তার সূত্রপাত ১৯০০ শতাব্দির দিকে। ১৯০০ শতাব্দির শেষার্ধে ইউরোপ জুড়ে শিশুদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক করা হলে শিশুরা কর্মক্ষেত্র ছেড়ে স্কুলে যাওয়া শুরু করে। ১৯০০ শতাব্দিতে শিশুদের জন্য বাণিজ্যিকভাবে খেলনা বানানো শুরু হয়।
'https://bn.wikipedia.org/wiki/শৈশব' থেকে আনীত