জুডাস প্রিস্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৩ নং লাইন:
| Current_members = রব হেলফোর্ড <br /> গ্লেন টিপ্টন <br /> কে .কে. ডাউনিং <br />ইয়ান হিল<br />স্কট ট্রাভিস
}}
'''জুডাস প্রিস্ট''' ({{lang-en|Judas Priest}}) [[১৯৬৮]] সালে [[ইংল্যান্ড|ইংল্যান্ডের]] [[বাকিংহামে]] জন্ম নেওয়া একটি [[হেভি মেটাল]] ব্যান্ড। জুডাস প্রিস্টের মূল লাইন আপ ছিল ভোকালে রব হেলফোর্ড, গিটারিস্ট গ্লেন টিপ্টন ও কে.কে. ডাউনিং এবং বেজিস্ট ইয়ান হিল। ব্যান্ডটির ড্রামার সবসময়ই পরিবর্তিত হচ্ছিল। তারা অনেক হেভি মেটাল ব্যান্ড ও মিউজিশিয়ানের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। তাদের জনপ্রিয়তা ও অবস্থান তাদের মেটাল গড ডাক নাম এনে দিয়েছে। তাদের এ পর্যন্ত ৩৫ মিলিয়ন অ্যালবাম বিক্রি হয়েছে। [[১৯৯০]] সালে জুডাস প্রিস্ট ব্যান্ডের ওপর দু’জনকে খুনের অভিযোগ আনা হয়। [[১৯৮৫]] সালে ২০ বছর বয়সী [[জেমস ভান্স]] ও ১৮ বছর বয়সী রেমন্ড ব্যালকন্যাপ এক ঘন্টাঘণ্টা ধরে বিয়ার পান করে, [[মারিজুয়ানা]] গ্রহণ করে এবং জুডাস প্রিস্টের গান শুনে একটা চার্চে যেয়ে শটগানের সাহায্যে আত্নহত্যা করে। [[১৯৯০]] সালের ২৪শে আগস্ট মামলাটা বাতিল হয়ে যায়। এমটিভি জুডাস প্রিস্টকে [[ব্ল্যাক সাবাথ|ব্ল্যাক সাবাথের]] পর হেভি মেটালের ক্ষেত্রে ২য় গুরুত্বপূর্ণ ব্যান্ড বলে মনে করে। [[স্লেয়ার]] ব্যান্ড তাদের ভক্তি প্রকাশ করে ডিসিডেন্ট আগ্রেসর গানটি কাভার করার মাধ্যমে। হেভি মেটাল ফ্যাশনের ক্ষেত্রেও জুডাস প্রিস্ট অগ্রণী ভূমিকা পালন করে।
 
== বর্তমান সদস্য ==