বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
ইমন আর খান (আলোচনা | অবদান)
→‎হুমায়ুন আজাদ: নতুন অনুচ্ছেদ
১৭ নং লাইন:
{{ping|Ieahhiea}}, ইয়াহিয়া ভাই, [[ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী]] নিবন্ধটির চিত্রশালা ঠিকমত (পাশাপাশি) কেন দেখাচ্ছেনা? যেখানে [[কুয়াকাটা]] নিবন্ধটিতে চিত্রগুলো পাশাপাশি দেখাচ্ছে, অনুগ্রহ করে আপনি [[ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী]]র চিত্রগুলো পাশাপাশি করে দিন। [[ব্যবহারকারী:আমির আব্দুল্লাহ|আমির আব্দুল্লাহ]] ([[ব্যবহারকারী আলাপ:আমির আব্দুল্লাহ|আলাপ]]) ০৭:৫৩, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
:{{করা হয়েছে}}। আলাপ পাতায় বার্তা দেয়ার জন্য ধন্যবাদ। -[[ব্যবহারকারী:Ieahhiea|<span style="font-weight: bold; background-color: Green; color: HoneyDew;">ইয়াহিয়া</span>]]<sup>[[ব্যবহারকারী আলাপ:Ieahhiea|<span style="color:forestgreen">বলুন...</span>]]</sup> ০৮:১৮, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
 
== হুমায়ুন আজাদ ==
 
{{ping|Ieahiea}}, ইয়াহিয়া ভাই, [[হুমায়ুন আজাদ]]ের লেখা বইগুলোতে আমি কোনো ধ্বংসাত্মক কাজ না করলেও আপনি আমার সম্পাদনাগুলো পূর্বাবস্থায় ফিরিয়ে এনেছেন, ইয়াহিয়া ভাই হুমায়ুন আজাদ নাস্তিক হলেও, ইসলামবিদ্বেষী হলেও তার কিছু কবিতা এবং প্রবন্ধ (যেমনঃ লাল নীল দীপাবলী বা বাংলা সাহিত্যের জীবনী) যেহেতু বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে যুক্ত আছে এবং সেখানে তাকে লেখক পরিচয়তে 'প্রথাবিরোধী' আখ্যা না দিয়ে 'কবি এবং ঔপন্যাসিক' আখ্যা দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আল মাহমুদ সহ অন্যান্য কবিদের মতই তাই উইকিপিডিয়াতে তাকে আলাদাভাবে 'প্রথাবিরোধী' বিশেষণে ভূষিত করা উচিৎ নয় বলে আমি মনে করি; আমি সক-পাপেট হিসেবেই একসময় [[দ্বিতীয় লিঙ্গ]] নিবন্ধটিতে হুমায়ুন আজাদকে প্রথাবিরোধী হিসেবে উল্লেখ করেছিলাম যেটা পরে আপনিই সম্পাদনা বদলিয়ে 'প্রথাবিরোধী' থেকে শুধু 'লেখক' লিখেছিলেন, পাতাটির সম্পাদনা ইতিহাস দেখুন; আবারো বলছি ইয়াহিয়া ভাই, হুমায়ুন আজাদকে প্রথাবিরোধী বা প্রগতিবাদী কোনোটাই আলাদাভাবে বলার দরকার নেই, [[উইকিপিডিয়া:নিরপেক্ষতা]] নীতি অনুসারে শুধু হুমায়ুন আজাদ বলা হোক; আমি সকপাপেট বলে আমার সম্পাদনা অপসারণ/নিবন্ধ অপসারণ করা হয় তা তো নয়, যেমনঃ [[শুভ মঙ্গল জিয়াদা সাবধান]] এখনো টিকে আছে দেখছি, ধ্বংসপ্রবণ কাজ করলে তখন না সম্পাদনা পূর্বাবস্থায় আনা হয়/নিবন্ধ মুছে ফেলা হয়। ধন্যবাদ ইয়াহিয়া ভাই। [[ব্যবহারকারী:ইমন আর খান|ইমন আর খান]] ([[ব্যবহারকারী আলাপ:ইমন আর খান|আলাপ]]) ০৩:২৭, ২৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)