আশীষ কাপুর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক সংযুক্তিকরণ!
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
৫ নং লাইন:
| fullname = আশীষ রাকেশ কাপুর
| nickname =
| birth_date = {{Birthজন্ম dateতারিখ and ageবয়স|1971|3|25|df=yes}}
| birth_place = মাদ্রাজ, তামিলনাড়ু, [[ভারত]]
| death_date =
৯৮ নং লাইন:
}}
 
'''আশীষ রাকেশ কাপুর''' ({{অডিও|Aashish_Kapoor.ogg|উচ্চারণ}}; {{lang-ta|ஆசிஷ் கபூர்}}; [[জন্ম]]: [[২৫ মার্চ]], [[১৯৭১]]) তামিলনাড়ুর মাদ্রাজ এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯৪ থেকে ২০০০ সময়কালে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
 
ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে হিমাচলপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু ও ত্রিপুরা দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি অফ ব্রেক বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন '''আশীষ কাপুর'''।
 
১৯৮৯-৯০== মৌসুম থেকে আশীষ কাপুরের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল।==
১৯৮৯-৯০ মৌসুম থেকে আশীষ কাপুরের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ডানহাতি অফ স্পিন বোলিং করতেন। পাঞ্জাব দলে [[অল-রাউন্ডার]] হিসেবে সুনাম কুড়ান। ঘরোয়া ক্রিকেটে ক্রমাগত সুন্দর ক্রীড়াশৈলী প্রদর্শন সত্ত্বেও রহস্যজনক কারণে দল নির্বাচকমণ্ডলীর কৃপা দৃষ্টি আকর্ষণে সক্ষমতা দেখাতে পারেননি তিনি।বলকে বিভিন্নভাবে ফেলতে পারতেন। সর্বদাই মিতব্যয়ী ভাব বজায় রেখেছিলেন। ব্যাট হাতে নিয়ে খাঁটিমানের ভাব বজায় রাখতেন। সচরাচর ৭ নম্বরে ব্যাটিংয়ে নামতেন। তবে, ব্যাটিং উদ্বোধনে নেমে যথেষ্ট পরিচিতি লাভ করেছিলেন তিনি।
 
১৯৯৮-৯৯ মৌসুমে পাঞ্জাবে থেকে রাজস্থানের দিকে চলে যান। সেখানে তিনি অধিনায়ক হিসেবে কিছুটা সফলতার স্বাক্ষর রাখেন। দৃশ্যতঃ দলে স্থায়ী আসন গাড়তে পারেননি তিনি।
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে চারটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] ও সতেরোটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন আশীষ কাপুর। ১০ ডিসেম্বর, ১৯৯৪ তারিখে মোহালিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৮ ডিসেম্বর, ১৯৯৬ তারিখে কানপুরে সফরকারী দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
একদিনের ক্রিকেটে প্রতিশ্রুতিশীলতার স্বাক্ষর রাখেন। ফলশ্রুতিতে ভারতীয় দলের সদস্যরূপে বিশ্বকাপে খেলার জন্যে মনোনীত হন। তবে, শ্রীলঙ্কা দলের কাছে ভারতের পরাজয়ের ফলে দলের বাইরে চলে আসতে হয়।
 
== তথ্যসূত্র ==