জনি ক্যাশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২২ নং লাইন:
| associated_acts = {{hlist|[[The Tennessee Three]]|[[The Highwaymen (country supergroup)|The Highwaymen]]|[[Million Dollar Quartet]]|[[June Carter Cash]]|[[The Statler Brothers]]|[[The Carter Family]]|[[The Oak Ridge Boys]]|[[Bob Dylan]]|[[Merle Haggard]]|[[Glen Campbell]]|[[John Denver]]|[[Tom Petty and the Heartbreakers]]|[[U2]]|[[One Bad Pig]]}}}}
}}
'''জন আর. "জনি" ক্যাশ''' (জন্মকালে নাম রাখা হয়েছিল '''জে.আর. ক্যাশ'''; ২৬শে ফেব্রুয়ারীফেব্রুয়ারি, ১৯৩২&nbsp; - সেপ্টেম্বর ১২, ২০০৩) একজন আমেরিকান গায়ক ও গীতিকার, [[গিটার|গিটারিস্ট]], অভিনেতা এবং লেখক ছিলেন। তিনি [[সর্বোচ্চ-বিক্রি সঙ্গীত শিল্পী তালিকা|সর্বকালের সবচেয়ে]] বেশি বিক্রিত হওয়া [[সর্বোচ্চ-বিক্রি সঙ্গীত শিল্পী তালিকা|সংগীত শিল্পী]]<nowiki/>দের একজন, বিশ্বব্যাপী তার ৯০ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি হয়েছে। <ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=https://www.bbc.com/news/entertainment-arts-25725837|শিরোনাম=More Johnny Cash material will be released says son|শেষাংশ=Jones|প্রথমাংশ=Rebecca|তারিখ=January 14, 2014|কর্ম=[[BBC News]]|সংগ্রহের-তারিখ=February 13, 2016}}</ref> প্রাথমিকভাবে কান্ট্রি মিউজিক আদর্শ হিসাবে তাকে স্মরণ করা হলেও তার [[সঙ্গীত ধারা|ঘরানার]] ব্যাপ্তি কেবল ওখানেই শেষ নয়। রক অ্যান্ড রোল, রকব্যাবিলি, ব্লুজ, ফোক এবং গসপেল প্রভৃতি শাখাতেও তিনি করেছেন অবাধ বিচরণ। এই বিরল প্রতিভার কারণে ক্যাশ ফোক, [[রক অ্যান্ড রোল হল অব ফেম|রক এবং রোল]] এবং গসপেল মিউজিক হলস অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়ার বিরল সম্মান অর্জন করেছেন।
 
ক্যাশ তার গভীর, শান্ত কণ্ঠের জন্য পরিচিত ছিলেন। {{Sfn|Urbanski|2003}} ট্রেনের মতো দ্রুতলয়ের গিটারের ছন্দ তার টেনেসি থ্রি ব্যাকিং ব্যান্ডকে অন্যদের থেকে আলাদা করেছে, বিদ্রোহী <ref name="Dickie">{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com/books?id=3pNFreWKHZgC|শিরোনাম=Ring of fire: The Johnny Cash reader|শেষাংশ=Dickie|প্রথমাংশ=M.|বছর=2002|প্রকাশক=Da Capo|পাতাসমূহ=201–205|অধ্যায়=Hard talk from the God-fearin', pro-metal man in Black|আইএসবিএন=9780306811227}}</ref><ref name="Streissguth_profile">{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com/books?id=BBRDZoBeI88C|শিরোনাম=Johnny Cash: a biography|শেষাংশ=Streissguth|প্রথমাংশ=M.|বছর=2006|প্রকাশক=Da Capo|পাতা=196|আইএসবিএন=9780306813689}}</ref> ধাঁচের সঙ্গে মিলেছে ক্রমবর্ধমান বেদনা ও বিনয়, সেই সঙ্গে বিনা পারিশ্রমিকেই তিনি কারাগারে কনসার্ট করেছেন। জন ক্যাশের পরিচিতির সঙ্গে আলোচ্য আরেকটি বিষয় - তার স্বত্যন্ত্র পোষাক, যেটি একসময় ট্রেডমার্ক হয়ে গেছিল। স্টেজে ওঠার সময় তিনি আপাদমস্তক কালো রঙের পোষাক পরতেন। মানুষ একসময় তাকে "দ্য ম্যান ইন ব্ল্যাক" নামে ডাকাই শুরু করেছিল। কনসার্টে গিয়ে তিনি "হ্যালো, আমি জনি ক্যাশ," বলেই শুরু করতেন, তারপর বাজাতেন তার সিগনেচার সং " ফলসাম প্রিজন ব্লুজ "।
৩০ নং লাইন:
== প্রথম জীবন ==
[[চিত্র:Johnny_Cash_boyhood_home_Dyess_AR_2013-10-05_003.jpg|ডান|থাম্ব| আরাকানসাসের ডাইস নগরের এই বাড়িতে তিনি ছেলেবেলা কাটিয়েছেন। ১৯৩৫ সালে তিন বছর বয়স থেকে ১৯৫০ সালে উচ্চ বিদ্যালয় শেষ না হওয়া পর্যন্ত এ বাড়িতে বসবাস করেন। ২০১৩ সালে চিত্রিত সম্পত্তিটি ঐতিহাসিক স্থানগুলির জাতীয় নিবন্ধে তালিকাভুক্ত হয়েছে ।]]
জনি ক্যাশ ০২ ফেব্রুয়ারীফেব্রুয়ারি, ১৯৩২ সালে আরকানসাসের কিংসল্যান্ডে {{Sfn|Miller|2003}} <ref>Ellis, A. (2004, 01). "The man in black: Johnny cash, 1932–2003". ''Guitar Player,'' 38, 31–32, 34.</ref> জন্মগ্রহণ করেছিলেন। ক্যারি ক্লোভারি ( ''ন্যা'' রিভার্স) এবং রে ক্যাশের সাত সন্তানের মধ্যে তিনি ছিলেন চতুর্থ : রয়, মার্গারেট লুইস, জ্যাক, জে.আর., রেবা, জোয়ান এবং টমি (যিনি পরবর্তীতে সফল কান্ট্রি আর্টিস্ট হিসেবে আত্মপ্রকাশ করেন)। । জন মূলতঃ ইংরেজ এবং স্কটিশ বংশোদ্ভূত। <ref name="Memoir1">{{বই উদ্ধৃতি|শিরোনাম=A memoir|শেষাংশ=Cash|প্রথমাংশ=Roseanne|বছর=2010|প্রকাশক=Viking Press|আইএসবিএন=978-1-101-45769-6}}</ref> বড় হয়ে তিনি নিজের পারিবারিক নামের সঙ্গে একাদশ শতকের ফাইফ উপদ্বীপের সংযোগ আবিষ্কার করেন। এই তথ্য তাকে জানিয়েছিলেন তৎকালীন ফলল্যান্ডের লেয়ার্ড মেজর মাইকেল ক্রিকটন স্টুয়ার্ট। {{Sfn|Miller|2003}} <ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com/books|শিরোনাম=Cash: The Autobiography|শেষাংশ=Cash|প্রথমাংশ=Johnny|শেষাংশ২=Carr|প্রথমাংশ২=Patrick|তারিখ=2003|প্রকাশক=Harper Collins|পাতা=3|আইএসবিএন=0060727535|সংগ্রহের-তারিখ=February 26, 2019}}</ref> ক্যাশ লক এবং ফাইফের অন্যান্য কিছু জায়গার নামের সঙ্গে তার পূর্বপুরুষদের নাম মিশে আছে। {{Sfn|Miller|2003}}
 
জন্মের সময় ক্যাশের নাম ছিল জে.আর. ক্যাশ। <ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com/books?id=vO15ig_GBI0C&pg=PA31|শিরোনাম=Johnny Cash: a biography|শেষাংশ=Streissguth|প্রথমাংশ=M.|বছর=2006|প্রকাশক=Da Capo|পাতা=6|আইএসবিএন=9780306815911}}</ref> পরবর্তীতে [[ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স|মার্কিন যুক্তরাষ্ট্র বিমান বাহিনীতে]] যোগদানের সময় প্রথম নাম হিসাবে আদ্যক্ষর ব্যবহার করার অনুমতি দেওয়া হয়নি, কাজেই জে.আর. ক্যাশ নামটিকে জন আর. ক্যাশে পরিণত করতে বাধ্য হন। ১৯৫৫ সালে সান রেকর্ডসে স্বাক্ষর করার সময়, তিনি ''জনি'' ক্যাশ নামটি ব্যবহার শুরু করেন। <ref name="Streissguth_profile"/>
৯০ নং লাইন:
শেষবার ক্যাশ গ্রেফতার হয়েছিলেন ১৯৬৭ সালে, জর্জিয়ার ওয়াকার কাউন্টিতে। সেবার গাড়ি দুর্ঘটনার পর যথারীতি এক ব্যাগ প্রেসক্রিপশন ড্রাগস পাওয়া গেল, পরিস্থিতি আরও খারাপ করতেই হয়ত তিনি সেই পুলিশ অফিসারকে ঘুষ সেধে বসলেন। নীতিপরায়ণ এই পুলিশ সেই ঘুষটি নেননি। বিখ্যাত গায়কের সেই রাতটা জর্জিয়ার লাফ্যায়াটের জেলে। শেরিফ রালফ জোনস তাকে ছাড়ার আগে দীর্ঘ এক ভাষণ দিয়ে তবেই  ছাড়লেন,মনে করিয়ে দিলেন তিনি কিভাবে নিজের প্রতিভা নষ্ট করছেন। পরবর্তীতে এই ঘটনাটিকে তার পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ বলে স্বীকার করেছেন ক্যাশ। এমনকি লাফ্যায়াটেতে এক বেনিফিট কনসার্টের আয়োজন করেছিলেন তিনি। লোক এসেছিল ১২,০০০ অথচ শহরের অধিবাসীর সংখ্যাই তখন ৯০০০ এর কম। ৭৫,০০০ ডলার উঠেছিল সেই কনসার্ট থেকে। পুরোটাই চলে গেছিল হাই স্কুলের জন্য।<ref>{{উদ্ধৃতি|শিরোনাম=12 000 at LaFayette show}}</ref> ১৯৯৭ সালের এক ইন্টারভিউয়ে তিনি অতীতের কথা মনে করতে গিয়ে বলেছিলেন, “শুরুতে আমি পিল  খেতাম,পরে পিলগুলোই আমাকে খেতে শুরু করল।”
 
১৯৬৭ সালের এক ঘটনার কথা জানা যায়, অবশ্য কেউ এই ঘটনার সত্যতা নিরূপণ করতে পারেননি, নিক্যাজ্যাক গুহায় তিনি অলৌকিক দর্শনের দেখা পেয়েছিলেন। গুজব অনুসারে, মাদকাসক্তির এক পর্যায়ে ক্যাশ আত্মহত্যার চেষ্টা করেছিলেন। গুহার গভীরে ঢুকে নিজেকে ছেড়ে দিয়েছিলেন তিনি, বাইরে আর ফেরার ইচ্ছে তার ছিল না। মরতে তিনি অবশ্য পারেননি, বরং জ্ঞান হারিয়ে পরে ছিলেন মেঝেতে। ক্রমভাবে হতাশ হয়ে তিনি হৃদয়ের মধ্যে যিশুর উপস্থিতি অনুভব করেন এবং এক সময় অনুভব করেন অদ্ভুত এক আলো তাকে গুহার বাইরে যাওয়ার পথ দেখাচ্ছে। <ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=https://edition.cnn.com/2013/12/30/showbiz/music/johnny-cash-biography/index.html|শিরোনাম=The stories of Johnny Cash - CNN|শেষাংশ=CNN|প্রথমাংশ=By Todd Leopold,|কর্ম=CNN|সংগ্রহের-তারিখ=2018-11-08}}</ref> তার মনে হয়েছিল এই ঘটনার মাধ্যমে তিনি পূণর্জন্ম লাভ করেছেন। জুন, মেবেল আর এজরা কার্টার ক্যাশের প্রাসাদে চলেই এলেন তাকে আসক্তি থেকে দূরে থাকায় সাহায্য করতে। এরপর ১৯৬৮ সালের ২২শে ফেব্রুয়ারীতেফেব্রুয়ারিতে লাইভ পারফরম্যান্সে স্টেজের ওপরই জুনকে প্রস্তাব দেন তিনি। কানাডার অন্টারিওর সেই প্রস্তাবনার এক সপ্তাহ পরুই এই প্রেমিকযুগল বিবাহবন্ধনে আবদ্ধ হন। ক্যাশ নেশার পথ থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার পরই জুন সে প্রস্তাবে রাজি হয়েছিলেন বলে তিনি পরবর্তীতে জানান। <ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=Will You Miss Me When I'm Gone: The Carter Family and Their Legacy in American Music|শেষাংশ=Zwonitzer|প্রথমাংশ=Mark|বছর=2002|প্রকাশক=Simon & Schuster|আইএসবিএন=978-0-684-85763-3}}</ref>
 
ক্যাশের জীবনী প্রসঙ্গে উল্লেখ্য, খ্রিস্টান ধর্মে নতুন করে ফিরে আসার এক ইতিহাস তার আছে। এভানজেল মন্দির নামক ন্যাশভিলের এক ছোট চার্চে তিনি অল্টার কল নিয়েছিলেন। যাযক রেবারেন্ড জিমি রজার স্নো সেখানে উপস্থিত ছিলেন। ভদ্রলোক আবার কান্ট্রি মিউজিক লিজেন্ড হ্যাংক স্নোর ছেলে। মার্শাল গ্র্যান্টের তথ্য মোতাবেক ক্যাশ অবশ্য ১৯৬৮ সালে অ্যাম্ফেটামিনের অপব্যবহার বন্ধ করেননি। তিনি একেবারে ১৯৭০ পর্যন্ত অন্য সব মাদক নিয়ে গেছেন, তারপর সাত বছর এসব থেকে দয়্রে ছিলেন। গ্র্যান্ট বলেছিলেন জন ও জুনের প্রথম সন্তান জন কার্টার ক্যাশের জন্মের পর তিনি মাদক থেকে সরে আসার জন্য যথেষ্ট অণুপ্রেরণা পেয়েছিলেন। <ref name="Grant page 92">{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://archive.org/details/iwastherewhenith00mars/page/92|শিরোনাম=I Was There When It Happened&nbsp;– My Life With Johnny Cash|শেষাংশ=Grant|প্রথমাংশ=Marshall|বছর=2005|প্রকাশক=Cumberland House|পাতাসমূহ=[https://archive.org/details/iwastherewhenith00mars/page/92 92, 177]|আইএসবিএন=978-1-58182-510-7}}</ref>