বাংলা ভাষা আন্দোলন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][পরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২১ নং লাইন:
 
উর্দুর ব্যবহার ক্রমেই উত্তর ভারতের মুসলমানদের মধ্যে জনপ্রিয়তা লাভ করতে থাকে, কিন্তু [[বাংলা|বাংলার]] (ব্রিটিশ ভারতের পূর্বাঞ্চলের একটি প্রদেশ) মুসলমানেরা বাংলা ভাষাকে তাদের প্রধান ভাষা হিসেবে ব্যবহারেই অভ্যস্ত ছিল। বাংলা পূর্বাঞ্চলীয় [[মধ্য ইন্দো-আর্য ভাষাসমূহ|মধ্য ইন্দো ভাষাসমূহ]] থেকে উদ্ভূত একটি [[ইন্দো-আর্য ভাষাসমূহের তালিকা#পূর্বাঞ্চল|পূর্বাঞ্চলীয় ইন্দো-আর্য ভাষা]],<ref name=bhatta>{{বই উদ্ধৃতি |শেষাংশ=Bhattacharya |প্রথমাংশ=T |সম্পাদক=Gary, J. and Rubino, C. (Eds)|শিরোনাম=Encyclopedia of World's Languages: Past and Present (Facts About the World's Languages)|বছর=2001 |প্রকাশক=HW Wilson |অবস্থান=New York |আইএসবিএন=0824209702|পাতাসমূহ= |অধ্যায়= Bangla|অধ্যায়ের-ইউআরএল=http://www.homepages.ucl.ac.uk/~uclyara/bong_us.pdf|বিন্যাস=PDF|সংগ্রহের-তারিখ= 2007-06-20}}</ref> যা [[বাংলার নবজাগরণ|বাংলার নবজাগরণের]] সময়ে বিপুল বিকাশ লাভ করে। উনিশ শতকের শেষভাগ থেকেই মুসলিম নারী শিক্ষার অগ্রদূত [[রোকেয়া সাখাওয়াত হোসেন|বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন]] বাংলা ভাষায় সাহিত্য চর্চা শুরু করেন এবং আধুনিক ভাষা হিসেবে বাংলার বিস্তার তখন থেকেই বিকশিত হয়। বাংলা ভাষার সমর্থকরা [[ভারত বিভাগ|ভারত ভাগের]] পূর্বেই উর্দুর বিরোধিতা শুরু করেন, যখন ১৯৩৭ সালে [[নিখিল ভারত মুসলিম লীগ|মুসলিম লীগের]] [[লক্ষ্মৌ]] অধিবেশনে বাংলার সভ্যরা উর্দুকে ভারতের মুসলিমদের লিঙ্গুয়া ফ্রাঙ্কা মনোনয়নের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। মুসলিম লীগ ছিল [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ ভারতের]] একটি রাজনৈতিক দল, যা ভারত বিভাজনের সময় পাকিস্তানকে একটি [[ইসলাম|মুসলিম]] রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে।
<ref name=tariqcontrov>{{সাময়িকী উদ্ধৃতি|শেষাংশ১=রহমান|প্রথমাংশ১=তারেক|শিরোনাম=The Urdu-English Controversy in Pakistan|সাময়িকী=Modern Asian Studies|তারিখ=ফেব্রুয়ারীফেব্রুয়ারি, ১৯৯৭|খণ্ড=৩১|সংখ্যা নং=1|পাতাসমূহ=১৭৭-২০৭|ডিওআই=10.1017/S0026749X00016978|pmid=312861 | সূত্র = Harvnb}}</ref>
আবার এদিকে ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ প্রস্তাব করে ও সেটার বিরোধিতা করেন বাঙালিদের নেতা [[শেরে বাংলা এ.কে. ফজলুল হক]] এটার বিরোধিতা করেন। কিন্তু আবার বিতর্কটি শুরু হয় যখন পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম নিশ্চিত হয়। ১৯৪৭ সালের ১৭ই মে তারিখে খলীকুজ্জমান ও জুলাই মাসে [[আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়|আলীগড় বিশ্ববিদ্যালয়]]ের উপাচার্য [[জিয়াউদ্দিন আহমেদ|ডক্টর জিয়াউদ্দিন আহমেদ]] [[উর্দু]]কে পাকিস্তানের রাষ্ট্র ভাষা করার প্রস্তাব প্রদান করেন। এই প্রস্তাবের বিরুদ্ধে ছিলেন [[ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহ]] ও [[মুহাম্মদ এনামুল হক]]সহ বেশ ক'জন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে প্রতিবাদ জানান৷ ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে কারাচীতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে [[উর্দু]] পাকিস্তানের রাষ্ট্র ভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয় যার ফলে বাংলায় শুরু হয় তীব্র প্রতিবাদ৷
 
৬৪ নং লাইন:
 
=== গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের রাষ্ট্রভাষার দাবি ===
[[১৯৪৮]] সালের ২৩শে ফেব্রুয়ারীফেব্রুয়ারি তারিখে [[পাকিস্তানের গণপরিষদ|পাকিস্তান গণপরিষদে]] ইংরেজি ও উর্দুর পাশাপাশি সদস্যদের বাংলায় বক্তৃতা প্রদান এবং সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের জন্য একটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন গণপরিষদ সদস্য [[ধীরেন্দ্রনাথ দত্ত]]।<ref name="ref-banglapedia"/> ইংরেজিতে প্রদত্ব বক্তৃতায় বাংলাকে অধিকাংশ জাতিগোষ্ঠীর ভাষা হিসেবে উল্লেখ করে ধীরেন্দ্রনাথ বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার দাবি তোলেন। এছাড়াও সরকারি কাগজে বাংলা ভাষা ব্যবহার না করার সিদ্ধান্তের প্রতিবাদ জানান তিনি।
 
সংসদ সদস্য [[প্রেমহরি বর্মন]], [[ভূপেন্দ্র কুমার দত্ত]] এবং [[শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায়]] তার এ প্রস্তাবকে স্বাগতঃ জানান। তারা পূর্ব পাকিস্তান থেকে নির্বাচিত [[সংসদ সদস্য]] ছিলেন এবং তাদের এ সমর্থনের মাধ্যমে মূলত পূর্ব পাকিস্তানের স্বাভাবিক মতামতই প্রতিফলিত হয়েছিল। তমিজুদ্দিন খানের নেতৃত্বে পরিষদের সকল মুসলমান সদস্য (সবাই মুসলিম লীগের) একযোগে এ প্রস্তাবের বিরোধিতা করেন। [[খাজা নাজিমুদ্দিন]] এই প্রস্তাবের বিরোধিতা করে বক্তৃতা দেন। তিনি বলেন যে, “পূর্ব বাংলার অধিকাংশ মানুষ চায় রাষ্ট্রভাষা উর্দু হোক” ।<ref name=VAAncholicItihash-P5-P27>{{বই উদ্ধৃতি |শিরোনাম=ভাষা আন্দোলনের আঞ্চলিক ইতিহাস |শেষাংশ=মালেক |প্রথমাংশ=আবদুল |সম্পাদক১-প্রথমাংশ=আবু মোহাম্মদ দেলোয়ার |সম্পাদক১-শেষাংশ=হোসেন |বছর=২০০০ |প্রকাশক=সেলিনা হোসেন, পরিচালক, গবেষণা সংকলন ফোকলোর বিভাগ, বাংলা একাডেমি |অবস্থান=ঢাকা |আইএসবিএন=984-07-4045-8 |পাতাসমূহ=৫-২৭ }}</ref><ref name="Rafiq">''একুশের ইতিহাস আমাদের ইতিহাস'' - আহমদ রফিক পৃষ্ঠা: ৫৬,১৪২, ৫৯</ref> [[পাকিস্তানের প্রধানমন্ত্রী]] [[লিয়াকত আলি খান]] এ প্রস্তাবটিকে পাকিস্তানে বিভেদ সৃষ্টির অপচেষ্টা বলে উল্লেখ করেন। উর্দুকে লক্ষ কোটি মুসলমানের ভাষা উল্লেখ করে তিনি বলেন, “পাকিস্তানের রাষ্ট্রভাষা কেবলমাত্র উর্দুই হতে পারে” । অনেক বিতর্কের পর সংশোধনীটি ভোটে বাতিল হয়ে যায়।<ref name="ref-banglapedia"/><ref name=swadhinotajuddho>{{বই উদ্ধৃতি |শেষাংশ=Rahman |প্রথমাংশ=Hasan Hafizur |শিরোনাম=Bangladesher Swadhinotajuddher Dolilpotro|বছর=1982 |month= |প্রকাশক=Ministry of Information, People's Republic of Bangladesh |আইএসবিএন= }}</ref><ref>"বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র. পৃ-৫৪-৬৫</ref> সংসদীয় দলের আপত্তির কারণে অনেক বাঙালি মুসলমান সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উত্থাপিত সংশোধনীটিকে সমর্থন করতে পারেননি।<ref name=bashir377393>{{Harvnb|Al Helal|2003|pp=377–393}}</ref>