সি.এন. আন্নাদুরাই: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৫ নং লাইন:
| office = তামিলনাড়ু প্রদেশের মুখ্যমন্ত্রী
| term_start = ১৪ জানুয়ারী ১৯৬৯
| term_end = ৩ ফেব্রুয়ারীফেব্রুয়ারি ১৯৬৯
| president = [[জাকির হুসেইন (রাজনীতিবিদ)|জাকির হুসেইন]]
| primeminister = [[ইন্দিরা গান্ধী]]
৩১ নং লাইন:
| office2 = সংসদ সদস্য, [[রাজ্যসভা]]
| term_start2 = ৩ এপ্রিল ১৯৬২
| term_end2 = ২৫ ফেব্রুয়ারীফেব্রুয়ারি ১৯৬৭
| constituency2 = মাদ্রাজ স্টেট
| 1blankname2 = লিডার অব দ্যা হাউজ
৬২ নং লাইন:
| office4 = দ্রাবিড় মুনেত্র কড়গমের নেতা
| term_start4 = ১৭ সেপ্টেম্বর ১৯৪৯
| term_end4 = ৩ ফেব্রুয়ারীফেব্রুয়ারি ১৯৬৯
| predecessor4 = [[করুণানিধি মুথুবেল]]
| office5 = দ্রাবিড় মুনেত্র কড়গমের প্রতিষ্ঠাতা
৮২ নং লাইন:
| occupation = রাজনীতিবিদ
}}
'''কোঞ্জিভারাম নেতারাজ আন্নাদুরাই''' (১৫ সেপ্টেম্বর ১৯০৯ - ৩ ফেব্রুয়ারীফেব্রুয়ারি ১৯৬৯), জনপ্রিয়ভাবে '''সি.এন. আন্নাদুরাই''' নামে পরিচিত, ভারতের একজন রাজনীতিবিদ ছিলেন, যিনি তামিলনাড়ু প্রদশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে ১৯৬৯ সালে বিশ দিন দায়িত্ব পালন করেছিলেন, এর আগে তিনি ৫ম এবং মাদ্রাজ প্রদশের সর্বশেস মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৬৭ সাল থেকে ১৯৬৯ পর্যন্ত, ১৯৬৯ সালে মাদ্রাজ প্রদেশের নাম তামিলনাড়ু হয়ে যায়। দ্রাবিড় রাজনৈতিক দলের প্রথম সদস্য ছিলেন তিনি।
 
তিনি একজন ভালো বাগ্মী হিসেবে সুপরিচিত ছিলেন, এছাড়াও তিনি ছিলেন একজন ভালো লেখক। তিনি অনেক মঞ্চনাটকে অভিনয় করেছিলেন এবং ওগুলোর কাহিনীও তিনি নিজে লিখতেন। তার অভিনয় করা কিছু মঞ্চনাটক পরে চলচ্চিত্রে রূপ পেয়েছিলো। তিনি ছিলেন প্রথম দ্রাবিড় রাজনীতিবিদ যিনি তামিল চলচ্চিত্রকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছিলেন। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া আন্নাদুরাই প্রথমে বিদ্যালয় শিক্ষক ছিলেন, এরপর তিনি মাদ্রাজ প্রেসিডেন্সীতে একজন সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন। অনেক রাজনৈতিক ক্রোড়পত্র তিনি সম্পাদনা করতেন এবং দ্রাবিড় কড়গমের একজন সদস্য তিনি এর মধ্যেই হয়ে গিয়েছিলেন। তিনি ইভি রামস্বামীর অনুসারী ছিলেন এবং খুব দ্রুত রাজনৈতিক দলটির খ্যাতিমান সদস্য হতে পেরেছিলেন।
৮৮ নং লাইন:
প্রাথমিকভাবে ইভি রামস্বামীর অনুসারী হলেও পরে তার সঙ্গে মতাদার্শিক দ্বন্দ্বে লিপ্ত হন আন্নাদুরাই, আন্নাদুরাই দ্রাবিড় নাড়ু নামের একটি আলাদা একটি দেশ বানাতে চাইতেন, দেশটির রূপরেখা ছিলো তামিল সহ সকল দ্রাবিড় জনগণ আলাদা একটি ভূখণ্ডে থাকবে, এটা নিয়ে তার ইভি রামস্বামীর সঙ্গে বাগবিতণ্ডা হতো। ইভি রামস্বামীএ তার চেয়ে অনেক ছোটো মেয়ে মণিআম্মাইকে বিয়ে করলে এই দ্বন্দ্বের অবসান হয়, আন্নাদুরাই ইভি রামস্বামীর এই কর্মকাণ্ডে রাগান্বিত হয়ে তার দল ত্যাগ করে নিজে নতুন একটি দল (দ্রাবিড় মুন্নেত্র কড়গম) তৈরি করেন তার নিজের অনুসারীদেরকে নিয়ে। আন্নাদুরাইয়ের নতুন বানানো দলটি তার আগের দলের মতোই মতাদর্শ অনুসরণ করতো কিন্তু ১৯৬২ সালে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হলে আন্নাদুরাই তার মতাদর্শ পরিবর্তন করেন, তিনি স্বাধীন দ্রাবিড় ভূখণ্ড বানানোর চিন্তা থেকে দূরে সরে আসেন। ষাটের দশকে কংগ্রেস সরকারের আমলে আন্নাদুরাই বারবার জেলে যেতে থাকেন, সর্বশেষ ১৯৬৫ সালে হিন্দি-বিরোধী আন্দোলনের জন্য। আন্নাদুরাইয়ের হিন্দি-বিরোধী আন্দোলন তাকে মাদ্রাজে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছিলো। ১৯৬৭ সালের প্রাদেশিক নির্বাচনে আন্নাদুরাই অনেক জনপ্রিয়তা পান এবং তার দল জিতে যায়। তিনি যে মন্ত্রিসভা বানিয়েছিলেন সেটা ছিলো তখনকার সময়ে সবচেয়ে ছোটো মন্ত্রিসভা, তিনি স্বাধিকার আন্দোলনকে সরকারীভাবে বৈধ করেছিলেন। তিনি তার প্রদেশে দুটি ভাষা শিক্ষা বাধ্যতামূলকভাবে চালু করেছিলেন, মাতৃভাষা তামিল এবং রাষ্ট্রভাষা হিন্দি। মাদ্রাজ প্রদেশের নাম তামিলনাড়ু তার সরকারের আমলেই হয়েছিলো।
 
১৯৬৯ সালের ৩ ফেব্রুয়ারীফেব্রুয়ারি আন্নাদুরাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তার অন্তোষ্টিক্রিয়ায় লাখো মানুষের সমাবেশ ঘটেছিলো। বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থা তার নামে রয়েছে। চলচ্চিত্র অভিনেতা [[এমজিআর]] ১৯৭২ সালে [[সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম]] নামে একটি দল তৈরি করেছিলেন যেটি ছিলো আন্নাদুরাইয়ের দলেরই একটি নতুন রূপ।
==পূর্ব জীবন==
১৯০৯ সালের ১৫ই সেপ্টেম্বর আন্নাদুরাই জন্মগ্রহণ করেন কাঞ্চিপুর (তখন কঞ্জিপুর) এর সেনগুনদার মুদালিয়ার সম্প্রদায়ে।<ref>{{বই উদ্ধৃতি |শিরোনাম=Dialogue and History: Constructing South India, 1795-1895 |প্রথমাংশ=Eugene F. |শেষাংশ=Irschick |প্রকাশক=University of California Press |বছর=1994 |আইএসবিএন=978-0-52091-432-2 |পাতা=203 |ইউআরএল=https://books.google.com/books?id=gwEOfHfUFTkC&pg=PA203}}</ref> যে পরিবারে আন্নাদুরাই জন্মেছিলেন সেটি ছিলো একেবারেই গরীব পরিবার - নিম্ন মধ্যবিত্ত, আন্নদুরাইয়ের পিতা নেতারাজ মুচি ছিলেন আর তার মা দেবদাসী ছিলেন মন্দিরের চাকরাণী, তারা প্রেম করে বিয়ে করেছিলেন।<ref name="Kuyil, 1958">{{সাময়িকী উদ্ধৃতি
১০৪ নং লাইন:
| আর্কাইভের-ইউআরএল = https://web.archive.org/web/20081206112154/http://tamilelibrary.org/teli/anna.html
| আর্কাইভের-তারিখ = 6 December 2008
| urlইউআরএল-statusঅবস্থা = live
| df = dmy-all
}}</ref> আন্নাদুরাই স্থানীয় মিউনিসিপাল অফিসে পিয়ন হিসেবে যোগ দিয়েছিলেন। পরে আন্নাদুরাই আবার পড়া শুরু করেন একই স্কুলে এবং পাচাইয়াপ্পা ডিগ্রী কলেজে বিএ অধ্যায়ন করেন।<ref name=TL /> পাচাইয়াপ্পা উচ্চ বিদ্যালয়ে পরে তিনি একজন শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন।<ref name=Hindu>{{বই উদ্ধৃতি
১২৭ নং লাইন:
| আর্কাইভের-ইউআরএল = https://web.archive.org/web/20090907063022/http://www.hindu.com/2005/09/15/stories/2005091502291000.htm
| আর্কাইভের-তারিখ = 7 September 2009
| urlইউআরএল-statusঅবস্থা = live
| df = dmy-all
}}</ref> আন্নাদুরাই ধর্মীয় কুসংস্কার, উগ্রবাদ এবং সাম্প্রদায়িক দাঙ্গার ঘোর বিরোধী হলেও ধর্মীয় আচার-অনুষ্ঠানের ওরকম বিরোধী ছিলেননা। তিনি একবার বলেছিলেন, "আমি নারকেল ভাঙ্গিনা, আবার মূর্তিও ভাঙ্গিনা।"<ref>''C.N. Annadurai'' By Pi. Ci Kaṇēcan̲. p. 25</ref>