উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ashiq Shawon (আলোচনা | অবদান)
CAPTAIN RAJU (আলোচনা | অবদান)
/* ব্যবহারকারী:Nocturnal306 এর বিরুদ্ধে আর্থিক লেনদেন এবং অন্যান্য অভিযোগের বিষয়ে!
১৮২ নং লাইন:
সম্প্রতি কিছুদিন পূর্বে একজন মিডিয়া ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে এবং [[ব্যবহারকারী:Nocturnal306]] এর বিরুদ্ধে উইকিপিডিয়া সম্প্রদায়ের নিকটে একটি অভিযোগ তুলে ধরতে অনুরোধ জানিয়েছেন। [[ব্যবহারকারী:Nocturnal306]] ব্যবহারকারীর বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে ফেসবুকের ডিএসই গ্রুপে তিনি পোস্ট করেছিলেন। পোস্ট করার পরবর্তী সময়ে নিজেকে লুকোনোর জন্য [[ব্যবহারকারী:NahalAhmed]] থেকে [[ব্যবহারকারী:Nocturnal306]] নামে পরিবর্তন করেছেন বলে অভিযোগে জানিয়েছেন। অভিযোগে Nocturnal306-এর <b>বিভিন্ন অভিনেতা, মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে নিবন্ধ করিয়ে দেয়ার জন্য টাকা নেন এবং বেশকিছু অ্যাকাউন্ট থেকে তিনি সম্পাদনা চালিয়ে আসছেন</b> বলে অভিযোগকারী জানান। Nocturnal306-এর বিভিন্ন অভিনেতা, মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে নিবন্ধ করিয়ে দেয়ার জন্য ফোনে টাকা চাওয়ার কন্ঠবার্তার অনুলিপি আমাকে পাঠানো হয়। সেখানে সে <b>নিবন্ধ প্রতি ৪-৫ হাজার টাকা দাবী করেন</b>। অনেকের সাথে টাকা না দেওয়ায় নিবন্ধ অপসারণের হুমকি দিয়েছেন বলে অভিযোগকারী জানিয়েছেন। Nocturnal306 সম্প্রতি সময়ে মিডিয়া ব্যক্তিত্ব শামিম হাসান সরকার ও সংগীত সংশ্লিষ্ট ব্যক্তিত্ব জনাব ইলিয়াসের নিকট থেকে নিবন্ধ তৈরি করার শর্তে টাকা দাবী করেছেন। এবং শামিম হাসান সরকার টাকা প্রদানের শর্তে রাজি না হওয়ায় তাকে হুমকিমূলক বার্তা পাঠিয়েছেন (<small>এই অভিযোগের শক্ত প্রমানাদি পাওয়া যায়নি</small>)। তার সে সময়ের কন্ঠবার্তা [https://drive.google.com/drive/folders/1JLgS0R4kXe2e6jpvfVL2E3SyTKPTGPIk?usp=sharing গুগল ড্রাইভে এখানে ] পাবেন।
 
পরবর্তী সময়ে জনাব নেহাল তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে জানতে পারলে আমাকে ব্যক্তিগতভাবে বার্তা পাঠায় এবং বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন তিনি বাংলা লিখতে ধীরগতির ফলে বেশিরভাগ সময়ে ইংরেজি উইকিতে সময় দেন। যা তার পূর্বের [https://drive.google.com/file/d/1egU2uhBkUo2u8cktIY_VKc89jAT5HDFF/view?usp=sharing এই কন্ঠবার্তার ] সাথে মিলে যায়। ফলে প্রাথমিকভাবে এটা অনুমান করা যায় টাকা দাবী করা উক্ত বার্তা Nocturnal306-এর। এছাড়া "তার প্রতি আনিত সকল অভিযোগ মিথ্যা" এটি ব্যাখ্যা করার সময়ে তিনি আমাকে কন্ঠবার্তার মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং তার পূর্বে ধারন করা কণ্ঠবার্তার সাথে পরের কণ্ঠবার্তার কথা বলার ধরন, গলার স্বর ইত্যাদির মিল খুঁজে পাওয়া যায়। এতে সহজেই প্রতীয়মান হয় যে কন্ঠবার্তার ব্যক্তি তিনি নিজেই। পরবর্তী সময়ে কণ্ঠবার্তা [https://drive.google.com/drive/folders/1b1t0FuS3iif--HGF0KoqOSH_bsyLUAEz?usp=sharing এখানে পাবেন]। এমতাবস্থায় এটি প্রতীয়মান হয় যে জনাব নাহাল সাহেব অস্বীকার করলেও যেহেতু তার পূর্বের এবং পরের কণ্ঠবার্তার মিল খুঁজে পাওয়া গেছে, সেহেতু তিনি গোপনে আর্থিক লেনদেনের সাথে জড়িত ছিলে বলে ধারনা করা যায়। যা উইকিপিডিয়ার নীতিমালা বিরোধী কাজ। উইকিপিডিয়াতে না জানিয়ে অর্থের বিনিময়ে সম্পাদনা নিষিদ্ধ। তিনি তিনিনিষিদ্ধ।তিনি না জানিয়ে অর্থের বিনিময়ে সম্পাদনা করেছেন এবং উইকিপিডিয়া সম্পর্কে সকলের মাঝে নেতিবাচক ধারনার জন্ম দিতে কাজ করছেন। এতে উইকি-সম্প্রদায়ের সুনাম ক্ষুণ্ণ হয় এবং সেচ্ছাসেবীদের নৈতিকতা নিয়েও সকলের মনে প্রশ্ন জাগে। যা স্পষ্ট উইকিপিডিয়ার নীতিমালা লঙ্ঘন করে। ফলে বিষয়টি নিয়ে সম্প্রদায়ের নজরে আনতে আগ্রহ অনুভব করছি। উক্ত বিষয় খুবই স্পর্শকাতর হওয়ায় সম্প্রদায়ের মতামত এবং প্রশাসক, ব্যুরোক্র্যাট, ব্যবহারকারী পরীক্ষক সহ সকলকে আলোচনা সহ বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি. (<small>উল্লেখ্যঃNocturnal306-এর বিষয়ে অভিযোগকারী ইতিমধ্য এহেন কর্মকান্ড সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগে জানিয়েছেন।</small>)
-[[ব্যবহারকারী:ShahadatHossain| <span style="color: red">শাহাদাত</span> <span style="color: green">হোসেন</span>]] ([[ব্যবহারকারী আলাপ:ShahadatHossain|আলাপ]])[[file:Animalibrí.gif|35px|বার্তা পাঠান|link=ব্যবহারকারী আলাপ:ShahadatHossain]] ২১:২৬, ১২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)