ভারত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AJAHAR SEIKH (আলোচনা | অবদান)
চিহ্ন সংশোধন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
InternetArchiveBot (আলোচনা | অবদান)
৪টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0
১১৩ নং লাইন:
সুপ্রাচীন কাল থেকেই [[ভারতীয় উপমহাদেশ]] [[ভারতের অর্থনীতি|অর্থনৈতিক]] সমৃদ্ধি ও [[ভারতের সংস্কৃতি|সাংস্কৃতিক]] ঐতিহ্যের জন্য সুপরিচিত। ঐতিহাসিক [[সিন্ধু সভ্যতা]] এই অঞ্চলেই গড়ে উঠেছিল। ইতিহাসের বিভিন্ন পর্বে এখানেই স্থাপিত হয়েছিল বিশালাকার একাধিক সাম্রাজ্য। নানা ইতিহাস-প্রসিদ্ধ বাণিজ্যপথ এই অঞ্চলের সঙ্গে বিশ্বের অন্যান্য সভ্যতার বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক রক্ষা করত। [[হিন্দুধর্ম|হিন্দু]], [[বৌদ্ধধর্ম|বৌদ্ধ]], [[জৈনধর্ম|জৈন]] ও [[শিখধর্ম|শিখ]]—বিশ্বের এই চার ধর্মের উৎসভূমি ভারত। খ্রিষ্টীয় প্রথম সহস্রাব্দে [[জরথুস্ত্র|জরথুষ্ট্রীয় ধর্ম]] (পারসি ধর্ম), [[ইহুদি ধর্ম]], [[খ্রিষ্টধর্ম]] ও [[ইসলাম]] এদেশে প্রবেশ করে, ও ভারতীয় সংস্কৃতিতে বিশেষ প্রভাব বিস্তার করে। অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ থেকে [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি]] ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডের অধিকাংশ অঞ্চল নিজেদের শাসনাধীনে আনতে সক্ষম হয়। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে এই দেশ পুরোদস্তুর একটি [[যুক্তরাজ্য|ব্রিটিশ]] উপনিবেশে পরিণত হয়। অতঃপর এক সুদীর্ঘ [[ভারতের স্বাধীনতা আন্দোলন|স্বাধীনতা সংগ্রামের]] মাধ্যমে ১৯৪৭ সালে ভারত একটি স্বতন্ত্র রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। ১৯৫০ সালে [[ভারতীয় সংবিধান|সংবিধান]] প্রণয়নের মাধ্যমে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়।
 
বর্তমানে ভারত [[ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল|২৯টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল]] বিশিষ্ট একটি [[ভারতের সংসদ|সংসদীয়]] [[গণতন্ত্র|সাধারণতন্ত্র]]। ভারতীয় অর্থব্যবস্থা বাজারি বিনিময় হারের বিচারে বিশ্বে দ্বাদশ ও [[ক্রয়ক্ষমতা সমতা|ক্রয়ক্ষমতা সমতার]] বিচারে বিশ্বে চতুর্থ বৃহত্তম। ১৯৯১ সালে [[ভারত সরকার]] গৃহীত [[ভারতে অর্থনৈতিক উদারীকরণ|আর্থিক সংস্কার নীতির]] ফলশ্রুতিতে আজ আর্থিক বৃদ্ধিহারের বিচারে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক ব্যবস্থাগুলির মধ্যে দ্বিতীয়।<ref name="ERS"/> তবে অতিমাত্রায় দারিদ্র্য<ref name = "gov.in-prmar07PDF">[http://www.planningcommission.gov.in/news/prmar07.pdf Poverty estimates for 2004-05] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20080914014726/http://www.planningcommission.gov.in/news/prmar07.pdf |তারিখ=১৪ সেপ্টেম্বর ২০০৮ }}, Planning commission, [[Government of India]], March 2007. Accessed: August 25, 2007</ref>, নিরক্ষরতা ও অপুষ্টি এখনও ভারতের অন্যতম প্রধান সমস্যা। সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে ভারত একটি বহুধর্মীয়, বহুভাষিক, ও বহুজাতিক [[রাষ্ট্র]]। আবার [[ভারতের প্রাণী|বন্যপ্রাণী]] ও [[উদ্ভিদ]] জগতের নানা বৈচিত্র্যও এদেশে পরিলক্ষিত হয়।
 
== উৎপত্তি ==
'https://bn.wikipedia.org/wiki/ভারত' থেকে আনীত