উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nocturnal306 (আলোচনা | অবদান)
Nocturnal306 (আলোচনা | অবদান)
১৯০ নং লাইন:
::{{মন্তব্য}}। মিডিয়া ব্যক্তিত্ব, উঠতি পরিচালক, উঠতি সাহিত্যিক পরিচয় দেয়া কিছু লোকও খুব সক্রিয়। তারা উইকিপিডিয়ানদের সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে পাতা তৈরি কতে দেয়ার অনুরোধ করেন। এমনকি টাকাও অফার করে থাকেন। ''ব্যক্তিগত অভিজ্ঞতা:'' একজন তথাকথিত পরিচালক প্রায় এক বছর আগে আমার সোশ্যাল মিডিয়া থেকে ফোন নাম্বার সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করেন (এরপর থেকে ফোন নাম্বার প্রকাশ করি না।)। তিনি প্রায়ই ফোন করে আমাকে পাতা তৈরি করে দেয়ার অনুরোধ করতেন। উইকিপিডিয়ার নীতিমালা তাকে বুঝিয়ে বলায় তিনি প্রথম আলো সহ বেশ কিছু পত্রিকার লিঙ্কও আমাকে দেন। যেগুলোর সবগুলোই ম্যানিপুলেটেড মনে হয়েছে। আমি বিনয়ের সাথে তার প্রস্তাব অস্বীকার করার পরও তিনি প্রায় ছয় মাস যোগাযোগ রেখেছেন, দেখা করতে চেয়েছেন। এক পর্যায়ে বাধ্য হয়ে তাকে রূঢ় কথা শোনানোর পর থেকে আর যোগাযোগ করেন নি। উইকিপিডিয়ার নীতিমালাগুলো বোঝার পর থেকে শুধু সাদকায়ে জারিয়ার নিয়তে সম্পাদনা করি। আমি আমার জায়গা সৎ থাকতে পারলেও, অনেকেই হয়তো পারবে না। কারণ, তাদের অফারগুলো বেশ লোভনীয় হয়। প্রশাসকদের প্রতি অনুরোধ, মিডিয়া ব্যক্তিত্বদের নিবন্ধে পর্যাপ্ত তথ্যসূত্র থাকলেও যাতে একাধিকবার পর্যালোচনা করা হয়। --[[ব্যবহারকারী:Ieahhiea|<span style="font-weight: bold; background-color: Green; color: HoneyDew;">ইয়াহিয়া</span>]] ([[ব্যবহারকারী আলাপ:Ieahhiea|<span style="color:forestgreen">✉</span>]]) ১০:৩৫, ১৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
::: [[ব্যবহারকারী:Ieahhiea|<span style="font-weight: bold; background-color: Green; color: HoneyDew;">ইয়াহিয়া</span>]] ভাই, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি যে বিষয়টি বলছেন তা যেমন সত্য তেমনি এটির ফলে উইকিপিডিয়ার নীতিমালা লঙ্ঘন হয় এটিও সত্য। আপনি উপরে প্রদত্ত কন্ঠবার্তাগুলো শুনলে বুঝতে পারবেন জনাব নাহাল ভাইয়ের ক্ষেত্রে তিনি নিজে থেকেই তাদের সাথে যোগাযোগ করেছেন। এবং তার কন্ঠবার্তায় স্পষ্ট স্বীকারোক্তি রয়েছে যে, তিনি অনেকগুলো নিবন্ধ করেছেন এবং বড় পরিমানের টাকাও কামিয়েছেন। যখন কোন একজন তার প্রস্তাবের সাথে রাজি হলো না তখন তিনি রুঢ় আচরন (হুমকি) পর্যন্ত দিয়েছেন। এবং সহজে ধারনা করা যায় সম্প্রদায়কে না জানিয়ে তার এহেন কাজ নির্দ্বিধায় পরিকল্পিত এবং দীর্ঘদিন ধরেই চালিয়ে আসছিলেন বলে মনে হচ্ছে। এছাড়া একাধিক একাউন্ট তিনি ব্যবহার করছেন বলে ধারনা করছি, এটিও স্পষ্ট নীতিমালা লঙ্ঘন। মিডিয়া ব্যক্তিদের নিবন্ধ যেমন ভালোভাবে পর্যালোচনা করা উচিৎ, সেরকম একই ভাবে এজাতীয় কাজ চালিয়ে যাচ্ছে এরকম ব্যবহারকারীদের ব্যবস্থা গ্রহন করা উচিৎ -[[ব্যবহারকারী:ShahadatHossain| <span style="color: red">শাহাদাত</span> <span style="color: green">হোসেন</span>]] ([[ব্যবহারকারী আলাপ:ShahadatHossain|আলাপ]])[[file:Animalibrí.gif|35px|বার্তা পাঠান|link=ব্যবহারকারী আলাপ:ShahadatHossain]] ১১:০০, ১৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
:::{{মন্তব্য}} এই পুরো বিষয়ে বিস্তারিত আমার অনেক মন্তব্য হয়েছে. আমি এই পুরো ব্যাপারটাই উত্তর দিব. আমাকে পেইড এডিটর বলে মন্তব্য করা অর্থহীন. "Abdullah Zubayer " আমার পরিচিত এবং আমার ফেসবুক ফ্রেন্ড + কাজিন. যে দুজনের নাম বলা হয়েছে তাদের ব্যাপারে আর্টিকেল বানানোর জন্য আমাকে আব্দুল্লাহ জুবায়ের অফার করে , তারা কোন রকম উল্লেখযোগ্য নয় এবং আমি তাকে না করে দিয়েছি. আমি কোন প্রকার টাকা-পয়সা কারো কাছে চাইনি কোনদিন ( যদি সেটা হতো তাহলে আমি শুধু আর্টিকেল ই ক্রিয়েট করতাম উইকিপিডিয়াতে ). আমি এই ব্যাপারে পুরো বর্ণনা করব.আমি কোন সক নয় এবং আমার কোন একাধিক অ্যাকাউন্ট নেই -[[User:Nocturnal306|<samp><b>Nocturnal306</b></samp>]]<small>[[User talk:Nocturnal306|<mark><sup>'''''talk'''''</sup></mark>]]</small> ১৪:২৫, ১৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)