হ্যারি পটার (চরিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৬১ নং লাইন:
ষষ্ঠ বই, ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স]]'' এ, হ্যারি একটি কোলাহলপূর্ণ বয়ঃসন্ধিতে প্রবেশ করে। রাউলিং বলেন যে, এটা তার ও তার ছোট বোনের তারুণ্যের কঠিন সময়ের উপর ভিত্তি করে লিখিত।<ref name="richardjudy2006">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.accio-quote.org/articles/2006/0626-ch4-richardandjudy.html|শিরোনাম="Richard & Judy Show"|সংগ্রহের-তারিখ=2007-08-15}}</ref> এ বইয়ে রাউলিং হ্যারি ও অন্যান্য চরিত্রের ব্যক্তিগত জীবন ও পরস্পরের সাথে তাদের সম্পর্ক ও রোমান্সের প্রতি জোর দেন।<ref name="Grossmann2005">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল= http://www.accio-quote.org/articles/2005/0705-time-grossman.htm|শিরোনাম="Grossman, Lev. "J.K. Rowling Hogwarts And All," Time Magazine, 17 July 2005"|সংগ্রহের-তারিখ=2007-08-15}}</ref> চো এর সাথে সম্পর্ক গড়ার ব্যর্থ প্রচেষ্টার পর সে জিনির প্রতি আগ্রহী হয় এবং পরবর্তীতে হ্যারি জিনির সাথে সম্পর্ক গড়ে তোলে। কিন্তু বইয়ের শেষ অধ্যায়ে, সে জিনির সাথে সম্পর্কচ্ছেদ করে, তাকে ভলডেমর্টের হাত থেকে রক্ষা করার জন্য। কারণ জিনির সাথে হ্যারির সম্পর্ক থাকলে হয়ত ভলডেমর্ট হ্যারিকে ধরার জন্য জিনিকে টার্গেট করত।
 
এ বইয়ে হগওয়ার্টসের পোশন বিষয়ের সাবেক শিক্ষক [[হগওয়ার্টসের শিক্ষক ও কর্মচারীবৃন্দ#হোরেস স্লাগহর্ন|হোরেস স্লাগহর্ন]] তার পুরনো বিষয়ে শিক্ষকতা করার জন্য ফিরে আসেন। কেননা বর্তমান শিক্ষক স্নেইপ কালো জাদুর বিরুদ্ধে প্রতিরোধ বিষয়ের শিক্ষক হিসেবে নিযুক্ত হন। হ্যারি পোশন ক্লাসে "দ্য হাফ-ব্লাড প্রিন্স" নামক একজন সাবেক ছাত্রের একটি পুরনো পোশান বই পায়, যেটা ব্যবহার করে সে তার পোশান ক্লাসে সেরা ছাত্র হিসেবে পরিচিতি পায়। এই বইটিতে হাতেলেখা বিভিন্ন নোট, পুনরালোচনা ও নতুন জাদুমন্ত্র লেখা ছিল। বিভিন্ন সময়ে ডাম্বলডোরের সাথে প্রাইভেট মিটিং এর মাধ্যমে হ্যারি ভলডেমর্টের শিশুকাল, তারুণ্য, ক্ষমতায় আরোহনআরোহণ প্রভৃতি সম্পর্কে জানতে পারে। এছাড়াও সে আরো জানতে পারে যে, ভলডেমর্ট অমরত্ব লাভের জন্য তার আত্মাকে সাতটি টুকরায় ([[হরক্রাক্স]]) বিভক্ত করেছে। এর মধ্যে দুইটি ইতোমধ্যেই ধ্বংস হয়েছে। এ দুইটি হল ডায়েরি ও আংটি। পরবর্তীতে, হ্যারি ও ডাম্বলডোর আরেকটি হরক্রাক্স উদ্ধার করে, কিন্তু এটি একটি নকল হরক্রাক্স ছিল। বইয়ের শেষ দিকে, ডেথ ইটাররা হগওয়ার্টসে প্রবেশ করে এবং স্নেইপ ডাম্বলডোরকে হত্যা করে। স্নেইপ পালিয়ে যাওয়ার পর, হ্যারি আবিষ্কার করে যে, স্নেইপই হল হাফ-ব্লাড প্রিন্স।
 
এরপর হ্যারির লক্ষ্য হয় একটাই যে, অবশিষ্ট হরক্রাক্সগুলো খুঁজে বের করে ধ্বংস করা ও ডাম্বলডোরের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। ২০০৫ সালে এক সাক্ষাৎকারে রাউলিং বলেন যে, "ষষ্ঠ বইয়ের পর হ্যারি এই মতাদর্শে বিশ্বাস স্থাপন করে যে, তারা একটি যুদ্ধের মধ্যে আছে। সে মানসিকভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। এবং এখন সে বাইরে গিয়ে লড়াই করার জন্য প্রস্তুত। সে এখন ভলডেমর্ট ও স্নেইপের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়।"<ref name="Couric2004">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল= http://www.accio-quote.org/articles/2005/0705-nbcdateline-couric.htm|শিরোনাম="Couric, Katie.: 'J.K. Rowling, the author with the magic touch: 'It’s going to be really emotional to say goodbye,' says Rowling as she writes the last book in the Harry Potter saga,' Dateline NBC, July 17, 2005"|সংগ্রহের-তারিখ=2007-08-15}}</ref>
১২৬ নং লাইন:
মূল নিবন্ধঃ [[অর্ডার অফ দ্য ফিনিক্স (সংগঠন)#জেমস পটার|জেমস পটার]]
 
'''জেমস পটার''' (ইংরেজিতে '''James Potter''') (ছদ্মনাম '''প্রংগস''') হচ্ছেন হ্যারি পটারের বাবা। তিনি ছিলেন তার বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবা মা উভয়েই জাদুকর হওয়ায় তিনি বিশুদ্ধ রক্তের জাদুকর ছিলেন। হ্যারির মতই তার ছিল কালো চুল। কিন্তু তার চোখের রঙ ছিল বাদামী। তিনি হগওয়ার্টসে গ্রিফিন্ডর হাউজের ছাত্র ছিলেন। সেখানে [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ব|সিরিয়াস ব্ল্যাক]], [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ল|রেমাস লুপিন]] ও [[ডেথ ইটার#ডেথ ইটারবৃন্দ ও তাদের কৃত অপরাধসমূহ|পিটার পেট্টিগ্রু]]র সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। তারা চারজন মরেডার্স নামে পরিচিত ছিল। মরেডার্স ম্যাপটি তারাই তৈরি করেছিলেন। জেমস [[হগওয়ার্টস#গ্রিফিন্ডর|গ্রিফিন্ডর]] কুইডিচ টিমের ক্যাপ্টেন ও স্কুল হেডবয় ছিলেন। এছাড়া জেমস একজন বেআইনীবেআইনি অ্যানিমেজাস ছিলেন, তার অ্যানিমেজি ফরম ছিল হরিণ। [[লর্ড ভলডেমর্ট|ভল্ডেমর্ট]] যখন হ্যারিকে হত্যা করতে এসেছিল, তখন জেমস তাকে ঠেকিয়ে রাখার চেষ্টা করেছিল, যাতে লিলি হ্যারিকে নিয়ে পালিয়ে যেতে পারে। কিন্তু তার এই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং ভলডেমর্ট তাকে হত্যা করে।
 
[[হ্যারি পটার চলচ্চিত্র সিরিজের কুশীলবদের তালিকা|অ্যাড্রিয়ান রলিন্স]] হ্যারি পটার চলচ্চিত্র সিরিজে জেমস পটারের ভূমিকায় অভিনয় করেছেন।
১৭১ নং লাইন:
 
৭/ হ্যারি পটার (Harry Potter): দ্য বয় হু লিভড! জাদুর ইতিহাসের একমাত্র সৌভাগ্যবান ছেলে, যার উপর আভাদা কেডাভ্রা কোনো প্রভাব ফেলতে পারেনি—শুধুমাত্র তার কপালের কাটা দাগটি ছাড়া।
হ্যারি নামটা আসলে খুবই সাধারণ একটি নাম। কিন্তু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায়, অতটা সাধারণও নয় নামটি। হ্যারি নামটা এসেছে মধ্যযুগীয় ইংরেজীইংরেজি নাম হ্যানরি ([[Henry]]) থেকে, অনেক ইংরেজ রাজা এবং তাদের ছেলেদের এই নাম ছিল। ইংরেজ রাজাদের মতোই নেতৃত্ব এবং যুদ্ধক্ষেত্রের সম্মক জ্ঞান ছিল হ্যারির প্রধান বৈশিষ্ট্য। এছাড়াও জার্মান শব্দ Heri এর অর্থ army. হ্যারি একাই একজন আর্মি। তাছাড়া হ্যারিই কিন্তু [[ডাম্বলডোরস]] আর্মি নামে গ্রুপটি খুলেছিল যেখানে তার আর্মিকে সে নেতৃত্ব দিত একদম সামনে থেকে। এছাড়াও Harry নামটার সুইডিশ এবং অ্যামেরিকান অর্থ হচ্ছে, ‘He who rules the home’.
হ্যারির [[নর্স]] মিনিং হচ্ছে, ‘War chief’.
[[টিউটোনিক]] অর্থ হচ্ছে, ‘Mighty in war’.
১৭৭ নং লাইন:
৮/ রন উইজলি (Ron Weasley): [[আর্থারিয়ান লিজেন্ড]] অনুযায়ী, কিং আর্থারের বিশ্বস্ত বর্শার নাম ছিল Ron। আবার অনেকের মতে, বর্শাটার নাম Ron ছিল না, বরং Ron শব্দের অর্থই ছিল বর্শা যেটা আর্থারের প্রিয় ছিল। রন অবশ্যই হ্যারি আর হারমাইয়োনির বিশ্বস্ত এবং প্রিয় বন্ধু ছিল। আর Weasley এসেছে Weasel থেকে যার অর্থ বেজি, আর বেজি সারাক্ষণ ছুটোছুটি করে, অর্থাৎ দূরন্ত.
 
৯/ টম মারভোলো রিডল (Tom Marvolo Riddle): ইংরেজীতেইংরেজিতে খুব কমন নামের একটি হচ্ছে টম। ইংরেজীতেইংরেজিতে ফ্রেইস আছে ‘[[Every Tom, Dick, Or Harry]]’। টম এবং হ্যারিকে একসাথে দেখা যাচ্ছে। লর্ড ভোল্ডেমর্ট এর সাথে হ্যারি পটারের সংযোগটা আশা করি বোঝা যাচ্ছে, সেই সাথে ডার্ক লর্ডের নামের প্রথম অংশ হিসেবে টম বেছে নেয়ার কারণটাও এতক্ষণে পরিষ্কার হয়ে ওঠার কথা।
মারভোলোর তেমন কোনো অরিজিন জানা যায়নি, ওটা সম্ভবত লেখিকা নিজেই বানিয়েছেন। হয়তো মারভোলো এসেছে মারভেল থেকে যার অর্থ বিস্ময়কর ব্যাপার। আর ভোল্ডেমর্ট একদম ছোট বেলা থেকে ম্যাজিক ওয়ান্ড ছাড়াই যে নিয়ন্ত্রিত ম্যাজিকগুলো করতে পারতো, বা সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ম্যাজিকের সীমানাকে যেভাবে অনেক দূরে ঠেলে দিয়েছিল।
তার নামের শেষ শব্দ রিডল, যার অর্থ ধাঁধা। এই অংশ দিয়ে কি ওর চরিত্রকেই পুরোপুরি বোঝানো হচ্ছে না? Tom Marvolo Riddle এর বর্ণগুলোকে সাজালে সেগুলো হয় I am lord Voldemort, যেটা একটা ধাঁধা। তাছাড়া, সে যখন স্কুলে ছিল, তখন একমাত্র ডাম্বলডোর ছাড়া আর কেউই ওকে অবিশ্বাস করতো না, কারণ সবাই ওর মিষ্টি ব্যবহার দেখে বিভ্রান্ত হয়ে যেত, অর্থাৎ ‘ধাঁধায়’ পড়ে যেত। আর ডাম্বলডোর এর কাছে তো ওকেই একটা আস্ত ধাঁধা বলে মনে হতো, যার উত্তর যত দ্রুত সম্ভব বের করার ব্যাপারে উনি বদ্ধপরিকর ছিলেন। ডাম্বলডোর যখন রিডল এর সাথে প্রথম দেখা করেন, তখনই তিনি বুঝতে পেরেছিলেন, এই ছেলেটির ভেতর কোনো একটা রহস্য আছে, একটা ধাঁধা আছে ওর চারপাশে, যেটা তার উপর নজর রাখার প্রতি ইঙ্গিত করছিল সবসময়।
১৮৪ নং লাইন:
সুন্দরী...হুম...হয়তো বলা চলে—এক্ষেত্রে ডার্ক বিউটি বলাটা বেশি যুক্তিসঙ্গত। তবে এটার প্রকৃত অরিজিন হয়তো ল্যাটিন শব্দ [[Bellum]] যার অর্থ যুদ্ধ যেটা তার চরিত্রের সাথে পুরোপুরি মিলে যায়। আর Trix এসেছে Tricks থেকে; সে কিন্তু আসলেই বেশ চতুর প্রকৃতির উইচ ছিল এবং ট্রিক্স পছন্দ করতো, যার কারণে তাকে যুদ্ধে হারানো অনেক-অনেক কঠিন ছিল।
 
১১/ লুনা লাভগুড (Luna Lovegood): লুনা নামটা এসেছে ইংরেজীইংরেজি Luna আর Loony থেকে, যেখানে [[Luna]] শব্দের অর্থ চাঁদ, যা পৃথিবীর বাইরের বস্তু। আর লুনার মন কিন্তু বেশিরভাগ সময়েই পৃথিবীর বাইরেই পড়ে থাকতো। সেই সাথে Loony মানে উদ্ভট, পাগলাটে। আর Lovegood মানে Love এবং Good. লংবটম লুনার প্রেমে পরে ছিল।
 
১২/ রুবিয়াস হ্যাগ্রিড (Rubeus Hagrid): হ্যাগ্রিড সম্ভবত এসেছে ইংরেজীইংরেজি শব্দ Haggard থেকে, যার অর্থ হচ্ছে বুনো, অথবা মলীন। হ্যাগ্রিডকে দেখতে সবসময় বুনো এবং মলীন বলেই মনে হতো। আর রুবিয়াস শব্দটা ল্যাটিন Rubeo থেকে এসেছে যার অর্থ ‘I am red or ruddy’. বইয়ে দেখা যায় হ্যাগ্রিড মদ খেলে একদম লাল হয়ে যেত।
 
১৩/ [[সেভেরাস]] স্নেইপ ([[Severus]] Snape): অনেক প্রাচীন একজন রোমান রাজার নাম ছিল সেভেরাস, যার ব্লাডলাইন পুরোপুরি রোমান ছিল না, মিশ্র ছিল। তার মানে, এক অর্থে সে ছিল হাফ ব্লাড। সেভেরাস নিজেকে দ্য হাফ ব্লাড প্রিন্স নামে চিন্তা করত। আর স্নেইপ (Snape) হয়তো বা এসেছে Snake থেকে। আসলে স্নেইপ এর কার্যক্রম দেখলে যে কারোই তাকে সাপের মতো মনে হবে, শেষ বইয়ের আগ পর্যন্ত। মনে হবে, সে দ্বিমুখো সাপ। ডাবল এজেন্ট। সে কিন্তু ডাম্বল্ডোর আর ভোল্ডেমর্ট দুইজনের হয়েই কাজ করছিল একই সময়ে, যদিও তার লয়ালটি ছিল শুধুই একজনের প্রতি, কিন্তু সেটা বোঝার আগ পর্যন্ত তো সবারই ওকে দ্বিমুখো সাপ বলেই মনে হয়েছে। বইতে হ্যারি আর তার বন্ধু রন স্নেইপকে প্রায়ই ডাবল এজেন্ট, টু ফেইসড স্নেইক এবং স্লিপিং স্নেইক বলত। আর তার শেষ পরিণতি কিন্তু ভোল্ডেমর্ট এর সাপের হাতেই হয়েছিল।