হেনরি ফোলি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
আন্তর্জাতিক ক্রিকেট - নতুন অনুচ্ছেদ!
Suvray (আলোচনা | অবদান)
ব্যক্তিগত জীবন - অনুচ্ছেদ সৃষ্টি!
৭৪ নং লাইন:
ঘরোয়া ক্রিকেটে দূর্দান্ত খেললেও পরবর্তী বছরগুলোয় শুরুরদিকের প্রতিশ্রুতিশীলতা আর ধরে রাখতে পারেন। এছাড়াও, দূর্বল স্বাস্থ্যের কারণে খেলোয়াড়ী জীবন সংক্ষিপ্ত করে ফেলতে হয়েছিল।<ref>[[ক্রিস্টোফার মার্টিন-জেনকিন্স|Christopher Martin-Jenkins]], ''The Complete Who's Who of Test Cricketers'', Rigby, Adelaide, 1983, p. 387.</ref> ১৯২৮-২৯ মৌসুমে তিন খেলায় ২৯.২৫ গড়ে ১১৭ রান করেন। এরফলে, নিউজিল্যান্ডের ইতিহাসের প্রথম টেস্ট খেলায় অংশগ্রহণের জন্যে মনোনীত হন।
 
জানুয়ারি, ১৯৩০ সালে ক্রাইস্টচার্চে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে [[ইনিংস]] উদ্বোধনে নামেন। কিন্তু, ঐ টেস্টে তার দল [[ফলাফল (ক্রিকেট)|পরাজিত]] হয়। উভয় ইনিংসে ২ রান করে সংগ্রহ করেছিলেন।<ref>[https://cricketarchive.com/Archive/Scorecards/13/13346.html New Zealand v England, Christchurch 1929-30]</ref> প্রথম নিউজিল্যান্ডীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে আউট হন। পরবর্তীতে [[Johnজন Mills (New Zealand cricketer)মিলস|জ্যাকি মিলস]] তার স্থলাভিষিক্ত হন এবং [[টেস্ট ক্রিকেট অভিষেকে শতরান করার তালিকা|টেস্ট অভিষেকে সেঞ্চুসেঞ্চুরি]] করেছিলেন।
 
১৯৩২-৩৩ মৌসুমে [[ডগলাস জারদিন|ডগলাস জারদিনের]] নেতৃত্বাধীন [[মেরিলেবোন ক্রিকেট ক্লাব|মেরিলেবোন ক্রিকেট ক্লাবের]] (এমসিসি) বিপক্ষে সর্বশেষ খেলেন ও ৩৯ রান সংগ্রহ করেছিলেন।
 
== ব্যক্তিগত জীবন ==
১৬ অক্টোবর, ১৯৪৮ তারিখে ৪২ বছর বয়সে অস্ট্রেলিয়ার ব্রিসবেন এলাকায় হেনরি ফোলি’র দেহাবসান ঘটে।
ক্রিকেট খেলা থেকে চলে আসার পর অস্ট্রেলিয়া কমার্শিয়াল ব্যাংকে হিসাবরক্ষক হিসেবে কাজ করতে থাকেন। ৪২ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়ার পূর্ব-পর্যন্ত এ দায়িত্বে ছিলেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। এ সময়ে স্ত্রী ও পুত্র ব্রিসবেনের নিউমার্কেট এলাকায় বসবাস করতেন।<ref>''[[The Courier-Mail]]'', Brisbane, 18 October 1948, p. 6.</ref> ১৬ অক্টোবর, ১৯৪৮ তারিখে অস্ট্রেলিয়ার ব্রিসবেন এলাকায় হেনরি ফোলি’র দেহাবসান ঘটে।
 
তার স্মরণে [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেনে]] মন্তব্য করা হয় যে, তিনি অত্যন্ত সুন্দর ও অসীম ধৈর্য্যের বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন। এছাড়াও, [[ফিল্ডিং (ক্রিকেট)|স্লিপ ফিল্ডার]] হিসেবেও তিনি অতুলনীয় ছিলেন।<ref>''Wisden'' 1950, p. 915.</ref>
 
== তথ্যসূত্র ==