১৯৭২ গ্রীষ্মকালীন অলিম্পিক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৯ নং লাইন:
Athletes participating = ৭১৩৪ (৬,০৭৫ পুরুষ, ১,০৫৯ নারী) |
Events = ২১ টি খেলার জন্য ১৯৫ টি অনুষ্ঠান|
Opening ceremony = ২৬ আগষ্টআগস্ট ১৯৭২|
Closing ceremony = ১০ সেপ্টেম্বর ১৯৭২ |
Officially opened by = [[President of Germany|রাষ্ট্রপতি]] [[Gustav Heinemann|গুস্তভ হেইনম্যান]] |
২২ নং লাইন:
Snext = [[1976 Winter Olympics|Innsbruck 1976]] |
}}
'''১৯৭২ গ্রীষ্মকালীন অলিম্পিক''' ({{lang-de|Olympische Sommerspiele 1972}}), সরকারীভাবে '''বিংশতম অলিম্পিয়াডের ত্রীড়া অলিম্পিক''' নামে পরিচিত। এটি [[পশ্চিম জার্মানি]]র [[Munich|মিউনিখে]] অনুষ্ঠিত হওয়া একটি [[আন্তর্জাতিক]] [[বহ-ক্রীড়া]] প্রতিযোগিতা। এটি ১৯৭২ এর ২৬ আগষ্টআগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।
 
এই পুরো ক্রীড়ানুষ্ঠানের আনন্দ ম্লান হয়ে যায় অনুষ্ঠান চলার দ্বিতীয় সপ্তাহে ফিলিস্তিনী আততায়ী গোষ্ঠী [[কালো সেপ্টেম্বর সংগঠন|কালো সেপ্টেম্বর]] দ্বারা ১১ জন [[ইসরায়েল|ইসরাইলি]] [[১৯৭২ গ্রীষ্মকালীন অলিম্পিকে ইসরায়েল|খেলোয়াড় ও কোচকে]] হত্যার মাধ্যমে। যা ইতিহাসে [[মিউনিখ হত্যাকাণ্ড]] নামে পরিচিত।
৫৪ নং লাইন:
{{মূল নিবন্ধ|মিউনিখ হত্যাকাণ্ড}}
 
এই খেলার আনন্দধারায় কালো ছায়ার চিহ্ন পরে মিউনিখ হত্যাকান্ডের মাধ্যমে। ৫ সেপ্টেম্বর ভোর হবার পূর্বে ফিলিস্তিনী সন্ত্রাসী সংগঠন [[কালো সেপ্টেম্বর (গোষ্ঠী)|কালো সেপ্টেম্বর]] [[অলিম্পিক গ্রাম|অলিম্পিক গ্রামে]] প্রবেশ করে এবং ১১ জন ইসরায়েলী খেলোয়াড়, কোচ এবং তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মানুষদের তাদের এপার্টমেন্ট থেকে জিম্মী করে। ২ জন দায়িত্বে থাকা ব্যক্তি প্রতিরোধের চেষ্টা করলে সেখানেই খুন হন। পরবর্তী আঠারোআঠারোো ঘন্টা তারা সেখানেই থাকে।
 
একইদিন ৫ সেপ্টেম্বর বিকালে আততায়ী ও তাদের ৯ জন জিম্মীরা হেলিকপ্টার দ্বারা [[Fürstenfeldbruck|ফুরস্টেনফেল্ডব্রুকের]] সামরিক বিমানবন্দরে স্থানান্তরিত হয়। কারণ সন্ত্রাসীরা কোনো আরব দেশকে নির্ধারণ করতে পারে নি। জার্মান সংস্থা তাদেরকে সেখানেই এম্বুশ করার সিদ্ধান্ত নেয় কিন্তু সন্ত্রাসীদের থেকে কী পরিমাণ প্রতিরোধ আসবে, সে বিষয়ে সঠিক চিন্তা না করায়, সৈন্য কম পাঠায়। উদ্ধার কাজ চলার সময়, সমস্ত ইসরায়েলী জিম্মীরা মারা যায়। চারজন সেখানেই গুলিবিদ্ধ হয়; একজন সন্ত্রাসী জিম্মীরা যেখানে বসে ছিল, সেখানে আআত্মঘাতী বোমা হামলা চালায়। ৫ জন জিম্মী মেশিনগানের গুলিতে মারা যায়।