শৈশব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
DannyS712 (আলোচনা | অবদান)
২২ নং লাইন:
== ইতিহাস ==
{{মূল নিবন্ধ|History of childhood}}[[:fr:Philippe Ariès|ফিলিপ এরিজ]] ফরাসি ঐতিহাসিক বলেন শৈশবকাল প্রাকৃতিক বিষয় নয় বরং সমাজের সৃষ্টি। এই কথাটি কানিংহামও তার বই " ইনভেনশন অব চাইল্ডহোড(২০০৬)"-তে উল্লেখ করেছেন। [[File:Su Han Ch'en 001.jpg|thumb|''Playing Children'', by [[Song Dynasty]] [[Chinese art]]ist Su Hanchen, c. 1150 AD.]]১৬০০ শতাব্দির দিকে ইউরোপে শৈশব ধারণাটি উত্থান হয়। তখন থেকে বড়রা ছোটদের নিষ্পাপ ভাবতে শুরু করে এবং প্রয়োজনে তাদের রক্ষা এবং সাহায্য করতে শুরু করে। শিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবতর্নে ইংরেজ দার্শনিক জন লক বিশেষ অবদান রাখে। তার থিওরী [[:en:Tabula rasa|টেবুলা রাসা]]<nowiki/>তে তিনি শিশুদের মস্তিককে খালি সেলেট হিসাবে উল্লেখ করেছেন। এই মত্ববাদ মতে শিশুদের মস্তিক ফাঁকা থাকে ফলে তাদের বাবা-মা কে শিশুদেরকে ভালভাবে লালন পালন করতে হয়। পুঁজিবাদী সমাজের গোড়ার দিকে ডাচ রিপাবলিকের কিছু দেশ এবং [[ইংল্যান্ড]] পরিবার নিয়ে একটি ভাবার্দশের জন্ম দেয় যেটি শিশুদের কিভাবে লালন পালন করতে হবে তাকে কেন্দ্র করে গড়ে ওঠে।
[[চিত্র:Fig 1 Sir Joshua Reynolds The Age of Innocence.Fig_1_Sir_Joshua_Reynolds_The_Age_of_Innocence Painted circa 1788._Painted_circa_1788 Frame contemporary with picture._Frame_contemporary_with_picture._From_Houghton From Houghton,_2005 2005,_24. 24.jpg|বাম|থাম্ব|''[[The Age of Innocence (painting)|The Age of Innocence]]'' c.1785/8. Reynolds emphasized the natural grace of children in his paintings]]
 
শিশুদের প্রতি আধুনিক দৃষ্টিভঙ্গি শুরু হয় চৈতন্য ও রোমান্টিক যুগের সময়। [[জঁ-জাক রুসো|জাঁ জ্যাক রুশো]] তার বিখ্যাত বই  ''[[:en:Emile, or On Education|Emile: or, On Education]] এ'' শিশুদের প্রতি কিভাবে ব্যবহার/আচারণ করতে হবে তা প্রনয়ন করেন। জন লক ও ১৭০০ শতাব্দির অন্যান্য চিন্তাবিদের মত রুশো বলেন, শৈশব হচ্ছে সাবালকত্বের বাধা বিপত্তি মোকাবেলা করার আগের একটি ক্ষণস্থায়ী সময়।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=David Cohen, The development of play (2006) p 20|শেষাংশ=|প্রথমাংশ=|প্রকাশক=|বছর=|আইএসবিএন=|অবস্থান=|পাতাসমূহ=}}</ref> [[:en:Joshua Reynolds|স্যার জসুয়া রেনল্ডস]] তার বিশাল চিত্রকর্মের মধ্য শিশুদের প্রতি আধুনিক দৃষ্টিভঙ্গি কিরূপ হবে তা তুলে ধরেন। ১৭৮৮ সালে তার আঁকা দ্যা এজ অব ইনোসেন্স চিত্র যা শিশুদের স্বাভাবিকতা ও সরলতা তুলে ধরে তা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
'https://bn.wikipedia.org/wiki/শৈশব' থেকে আনীত