দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাপঞ্জি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩ নং লাইন:
=== সেপ্টেম্বর ===
: '''০১ :''' সকাল ৪:৩০ মিনিটে [[নাজি জার্মানি|জার্মান বাহিনী]] পোল্যান্ডের কয়েকটি স্থাপনায় আঘাত হানতে শুরু করে। এর মাধ্যমেই [[পোল্যান্ড আক্রমণ (সেপ্টেম্বর)]] এর সূচনা হয়। [[যুক্তরাজ্য]] এবং [[ফ্রান্স]] জার্মানির দ্রুত অপসারণ দাবী করে।
:: যুক্তরাজ্য তার [[যুক্তরাজ্য স্বরাষ্ট্র সীমান্ত (দ্বিতীয় বিশ্বযুদ্ধ)|স্বরাষ্ট্র সীমান্ত]] (Home front) খুলে দেয় এবং [[বৃটিশব্রিটিশ সেনাবাহিনী|বৃটিশব্রিটিশ সেনা-সমাবেশের]] ঘোষণা দেয়। একই সাথে তারা জর্মান সেনাবাহিনীকে অপসারণের পরিকল্পনা হাতে নেয়।
: '''০৩:''' ক্রোধে উন্মত্ত সরকারসমূহ পোল্যান্ড আক্রমণের বিরুদ্ধে সাড়া দেয় এবং এরই সাথে [[দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনীতি ও কূটনীতি|দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনীতি ও কূটনীতির]] সূত্রপাত ঘটে। [[যুক্তরাজ্য]], [[অস্ট্রেলিয়া]] এবং [[নিউজিল্যান্ড]] সকাল ১১:১৫ মিনিটে যুদ্ধ ঘোষণা করে এবং বিকাল ৫:০০ টায় [[ফ্রান্স]] তাদের সাথে যোগ দেয়।
:: [[জার্মান নৌবাহিনী (দ্বিতীয় বিশ্বযুদ্ধ)|জার্মান নৌবাহিনীর]] আক্রমণের মাধ্যমে [[দ্বিতীয় আটলান্টিক যুদ্ধ]] শুরু হয়।
২৬ নং লাইন:
=== নভেম্বর ===
: '''০৪:''' [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] নিরপেক্ষতা নীতি পাশ হয়। সামরিক সরঞ্জাম বিক্রির জন্য যে '''ক্যাশ এন্ড ক্যারি''' সনদ অনুমোদিত হয়েছিল তা বৃটেন এবং ফ্রান্সের জন্য লাভজনক বিবেচিত হয়।
: '''০৮:''' একটি ভাষণ দেয়ার সময় বোমার আঘাতে হিটলারকে হত্যার চেষ্টা ব্যর্থ হয়। এটি [[ভেনলো ঘটনা]] হিসেবে খ্যাত। এতে দুইজন বৃটিশব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা আটক হয়। জার্মানরা [[হ্যান্স ফ্রাঙ্ক|হ্যান্স ফ্রাঙ্ককে]] পোল্যান্ডের গভর্ণর নিয়োগ করে এবং ইহুদী বিরোধী কার্যক্রম ত্বরান্বিত করার আদেশ দেয়।
: '''১৭:''' [[প্যারিস|প্যারিসে]] '''চেকোশ্লোভাক জাতীয় কমিটি''' গঠিত হয়।
: '''৩০:''' সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড আক্রমণ করে এবং এরই আধ্যমে [[শীতকালীন যুদ্ধ]] ([[রুশো ফিনিশ যুদ্ধ]]) সূত্রপাত হয়।
৩২ নং লাইন:
=== ডিসেম্বর ===
: '''০৭:''' [[ইতালি]] পুনরায় তার নিরপেক্ষতা ঘোষণা করে।
: '''১৩:''' বৃটিশব্রিটিশ নৌবহর জার্মানির যুদ্ধজাহাজ [[এডমিরাল গ্রাফ স্পি]] আক্রমণ করে এবং [[রিভির প্লেট যুদ্ধ]] শুরু হয়।
: '''১৪:''' [[জাতিপুঞ্জ]] থেকে সোভিয়েত ইউনিয়নের সদস্যপদ বাতিল করা হয়।
: '''১৭:''' [[মন্টেভিডিও]] পোতাশ্রয়ে '''এডমিরাল গ্রাফ স্পি''' জাহাজের পতন ঘটে। এর মধ্যে কাপুরুষোচিতভাবে ছিদ্র করে দেয়া হয় যার ফলে তা ডুবে যায়।
৪৩ নং লাইন:
: '''০১:''' বৃটেনে ২০ থেকে ২৭ বছর বয়ষী সকল পুরুষের উপর যুদ্ধে যাওয়া বাধ্যতামূলক করা হয়।
: '''০৪:''' [[হারম্যান গোরিং|হারম্যান গোরিংকে]] জার্মান যুদ্ধ শিল্পসমূহের প্রধান দায়িত্ব দেয়া হয়।
: '''০৫:''' [[বৃটিশব্রিটিশ কেবিনেট]] পুনর্গঠন করা হয়। নতুন দায়িত্ব পান -
:# যুদ্ধ দপ্তর - [[অলিভার স্ট্যানলি]]
:# তথ্য মন্ত্রনালয় - [[লর্ড রিথ]]
৫৭ নং লাইন:
: '''০৫:''' বৃটেন এবং ফ্রান্স লৌহ খনিজ রপ্তানি বন্ধ করার উদ্দেশ্যে [[নরওয়ে|নরওয়ের]] বিষয়ে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। কারণ জার্মানরা এই বাণিজ্যে যুক্ত ছিল এবং এই বাণিজ্য বন্ধের মাধ্যমে তারা ফিনল্যান্ডকে সহযোগিতা করার একটি রাস্তা খুঁজে পাওয়ার সম্ভাবনা দেখেছিল। [[মার্চ ২০|মার্চের ২০]] তারিখ থেকে এই প্রক্রিয়া শুরু হয়।
: '''০৯:''' [[এরিখ ভন ম্যানস্টেইন|এরিখ ভন ম্যানস্টেইনকে]] [[ফ্রান্স]] আগ্রাসনের পরিকল্পনার দায়িত্ব থেকে সরিয়ে জার্মানির ৩৩ আর্মর বাহিনীর সেনানায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়।
: '''১৪:''' বৃটিশব্রিটিশ সরকার ফিরল্যান্ডে যুদ্ধ করার জন্য স্বেচ্ছায় অংশগ্রহনে ইচ্ছুক যোদ্ধার জন্য আহ্বান করে।
: '''১৫:''' সোভিয়েত বাহিনী ফিনল্যান্ডের [[সুমা]] দখল করে নয়ার মাধ্যমে [[ম্যানারহেইম লাইন]] ভঙ্গ করে।
: '''১৬:''' বৃটিশব্রিটিশ বিধ্বংসী জাহাজ ''এইচ এম এস কোসাক'' জোরপূর্বক ২৯৯ টি বৃটিশব্রিটিশ POW জার্মান পরিবহন জাহাজ ''অল্টমার্ক'' থেকে নিরপেক্ষ নরওয়েজিয়ান নৌ সীমান্তে সরিয়ে নেয়।
: '''১৭:''' ম্যানস্টেইন হিটলারের কাছে [[আর্ডেনেস]] বনাঞ্চল হয়ে ফ্রান্স দখলের একটি পরিকল্পনা পেশ করে।
: '''২১:''' জেনারেল [[নিকোলাউস ভন ফকেনহর্স্ট|নিকোলাউস ভন ফকেনহর্স্টকে]] জার্মানির নরওয়ে আগ্রাসনের জন্য পরিচালিত বাহিনীর সেনাপতি নিয়োগ করা হয়। [[অসউইচ]]-এর নির্মণের মাধ্যমে তার কাজ শুরু হয়।
৮২ নং লাইন:
: '''০৯:''' জার্মানি ডেনমার্ক এবং নরওয়েতে আগ্রাসন চালায়। ডেনমার্ক আত্মসমর্পন করে।
: '''১০:''' [[নারভিক|নারভিকের]] প্রথম যুদ্ধ সংঘটিত হয়। ইংরেজ জঙ্গী বিমান এবং ডেস্ট্রয়ার একটি বৃহৎ জার্মান নৌবহরের উপর অতর্কিত হামলা চালায় এবং সফল হয়।
: '''১২:''' বৃটিশব্রিটিশ বাহিনী ডেনমার্কের [[ফারো দ্বীপপুঞ্জ]] দখল করে নেয়।
: '''১৪:''' বৃটেন এবং ফ্রান্সের সম্মিলিত বাহিনী নরওয়েতে অবতরণ শুরু করে।
: '''৩০:''' নরওয়ে থেকে বৃটেন এবং ফ্রান্সের সম্মিলিত বাহিনীর সৈন্য অপসারণ শুরু হয়।