এল. পি. জয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
অবসর - অনুচ্ছেদ সৃষ্টি!
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
{{তথ্যছক ক্রিকেটার
{{Infobox cricketer
| name = এল. পি. জয়
| image = এল. পি. জয়.jpg
১২ নং লাইন:
| heightft =
| heightinch =
| family =
 
| batting = ডানহাতি
৬৪ নং লাইন:
}}
 
'''লক্ষ্মীদাস পুরুষোত্তমদাস জয়''' ({{অডিও|L._P._Jai.ogg|উচ্চারণ}}; {{lang-mr|एल.पी. जय}}; [[জন্ম]]: [[১ এপ্রিল]], [[১৯০২]] - [[মৃত্যু]]: [[২৯ জানুয়ারি]], [[১৯৬৮]]) তৎকালীন [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ ভারতের]] বোম্বে প্রেসিডেন্সির বোম্বে এলাকায় জন্মগ্রহণকারী ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারত ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৩৩ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
 
ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে [[হিন্দু ক্রিকেট দল|হিন্দু]] ও মহারাষ্ট্র দলের প্রতিনিধিত্ব করেন ‘লাল্লুভাই’ ডাকনামে পরিচিত '''এল. পি. জয়'''। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
১৯২০-২১ মৌসুম থেকে ১৯৪১-৪২ মৌসুম পর্যন্ত এল. পি. জয়ের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল। [[Cricket in India|ভারতীয় ক্রিকেট]] আঙ্গিনায় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন তিনি। জয়ের পায়ের কারুকাজ উদাহরণস্বরূপ হয়ে থাকবে। বোম্বে দলের অন্যতম ব্যাটিং মেরুদণ্ডের অধিকারী হিসেবে সুনাম কুড়িয়েছেন। দুই দশকব্যাপী খেলোয়াড়ী জীবনে ৩১-এর অল্প বেশীবেশি গড়ে তিন সহস্রাধিক রান সংগ্রহ করেছিলেন। তন্মধ্যে, পাঁচটি শতরানের ইনিংস রয়েছে তার। দর্শনীয় ভঙ্গীমায় ডানহাতে স্ট্রোক খেলতেন এল. পি. জয়।
 
সেরা ইনিংসগুলোর অধিকাংশই [[Bombay Quadrangular|বোম্বে চতুর্দলীয় প্রতিযোগিতায়]] খেলেছিলেন। বোম্বে দলের [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়কের]] দায়িত্বে ছিলেন ও প্রথমবারের মতো রঞ্জী ট্রফি চ্যাম্পিয়নশীপে দলের শিরোপায় নেতৃত্ব দেন।
৭৬ নং লাইন:
সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছেন এল. পি. জয়। ১৫ ডিসেম্বর, ১৯৩৩ তারিখে মুম্বইয়ে সফরকারী [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড দলের]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার [[এক টেস্টের বিস্ময়কারী|একমাত্র টেস্টে]] অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।
 
[[১৯৩২ ভারত ক্রিকেট দলের ইংল্যান্ড সফর|১৯৩২]] সালে ভারত দলের সদস্যরূপে ইংল্যান্ড গমনের সুযোগ পেয়েছিলেন। কিন্তু, রাজনৈতিক কারণে [[বিজয় মার্চেন্ট]] ও চম্পক মেহতা’র<!-- Champak Mehta --> সাথে তিনিও এ সফরে যেতে রাজী হননি। এ সময়ে অধিকাংশ জাতীয় নেতৃবৃন্দ জাতীয় আন্দোলনে অংশগ্রহণের কারণে কারাগারে নিক্ষিপ্ত হন।
 
একমাত্রটি টেস্টটি ভারতের মাটিতে ইতিহাসের প্রথম খেলায় খেলেছিলেন। বোম্বে টেস্টে তিনি মাত্র ১৯ ও [[শূন্য রান|০]] রান তুলতে পেরেছিলেন। ১৯৩৬ সালে পুণরায় ইংল্যান্ড গমন করেন। তবে, ভাঙ্গা আঙ্গুলের কারণে সীমিত পর্যায়ে মাঠে নেমেছিলেন।
৯৮ নং লাইন:
 
== আরও পড়ুন ==
* {{citeবই bookউদ্ধৃতি |last1শেষাংশ১=Martin-Jenkins |first1প্রথমাংশ১=Christopher |authorlink1লেখক-সংযোগ১= ক্রিস্টোফার মার্টিন-জেনকিন্স |titleশিরোনাম=The Complete Who's Who Of Test Cricketers |dateতারিখ=1980 |publisherপ্রকাশক=Rigby Limited |isbnআইএসবিএন=9780727012623}}
* {{citeওয়েব webউদ্ধৃতি |last1শেষাংশ১=Mukherjee |first1প্রথমাংশ১=Abhishek |titleশিরোনাম=LP Jai: First captain to lift the Ranji Trophy |urlইউআরএল=https://www.cricketcountry.com/articles/lp-jai-first-captain-to-lift-the-ranji-trophy-425989 |websiteওয়েবসাইট=Cricket Country |languageভাষা=en-us |dateতারিখ=2 April 2016}}
 
== বহিঃসংযোগ ==