জেমস বন্ড (চরিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৪৪ নং লাইন:
''০০৭'' সাঙ্কেতিক নম্বরটি জেমস বন্ড ধারণ করেছেন। ব্যতিক্রম হিসেবে রয়েছে ''ইউ অনলি লাইভ টুয়াইস'' উপন্যাসটি। সেখানে তাকে অস্থায়ীভাবে ৭৭৭৭ নম্বর দেয়া হয়েছে। ''ডাবল-ও'' বা ''ডাবল-জিরো'' শব্দটির মাধ্যমে জেমস বন্ডকে তার কর্তব্য-কর্মে ''যে-কাউকে হত্যা করার জন্য অনুমতি দেয়া'' হয়েছে।
 
বন্ড নিজেকে অন্য কারো সাথে পরিচয় করেন, '''"বন্ড, জেমস বন্ড"''' হিসেবে। মার্টিনি ককটেল হিসেবে [[ভদকা|ভদকাতেই]] বেশীবেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তার সহজাত ও স্বাভাবিক পোশাক হচ্ছে একটি ''ডিনার জ্যাকেট''। সচরাচর তিনি ''রোলেক্স সাবমেরিনার'' হাতঘড়ি পড়তেই পছন্দ করেন। পরবর্তীতে তাকে ''ওমেগা সীমাস্টার'' ঘড়ি পড়তে দেখা যায়।
 
[[শন কনারি]], জর্জ ল্যাজেনবি, রজার মুরে, টিমোথি ডাল্টন, [[পিয়ার্স ব্রুসনান]] এবং [[ড্যানিয়েল ক্রেইগ]] - এ ছয় জনের মাধ্যমে চলচ্চিত্রে জেমস বন্ডের প্রতিকল্প হিসেবে চিত্রিত করা হয়েছে। তবে, বন্ডকে প্রথমবারের মতো চলচ্চিত্ররূপ প্রদান করা হয়েছে মার্কিন টেলিভিশনে। ''ব্যারি নেলসন'' ১৯৫৪ সালে উপন্যাস হিসেবে ক্যাসিনো রয়েলে বন্ডের চরিত্রে অভিনয় করেছিলেন। পরবর্তীতে ১৯৫৬ সালে ''বব হলনেসের'' পরিচালনায় দক্ষিণ আফ্রিকান রেডিওতে মুনর‌্যাকার উপন্যাস অবলম্বনে ধারাবাহিকভাবে নাটক প্রচার করা হয়।