ক্যারেবীয় অঞ্চলে জলদস্যুতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৮ নং লাইন:
=== ব্ল্যাকবিয়ার্ড ===
{{মূল নিবন্ধ|ব্ল্যাকবিয়ার্ড}}
এডওয়ার্ড টীচ বা ড্রুমন্ড নাম নিয়ে তার জন্ম ১৬৮০-এর দিকে ইংল্যান্ডে। তিনি ব্ল্যাকবিয়ার্ড নামেই অধিক পরিচিত ছিলেন। তিনি মূলত উত্তর আমেরিকার পূর্ব উপকূল ও বিশেষ করে ক্যারেবীয় দ্বীপপুঞ্জের [[বাহামা দ্বীপপুঞ্জ| বাহামা দ্বীপপুঞ্জে]] <ref name="Arian, 2002"/> অবস্থান করতেন এবং দক্ষিণ ক্যারোলিনার কার্লিস্টোন বন্দরকে কেন্দ্র করে একটি জলদস্যু জোট গঠন করেন।<ref name="Max 2009">{{সাময়িকী উদ্ধৃতি |শেষাংশ=Boot |প্রথমাংশ=Max |লেখক-সংযোগ=Max Boot |শিরোনাম=Pirates, Then and Now |কর্ম=Foreign Affairs |খণ্ড= 88 |নম্বর=4 |বছর=2009 |পাতাসমূহ=94–107}}</ref> তার জলদস্যু জীবনের অধিকাংশ সময় [[বেঞ্জামিন হর্নিগোল্ড|ক্যাপ্টেন বেঞ্জামিন হর্নিগোল্ড]] তার সহকর্মী ছিলেন। বেঞ্জামিনও ছিলেন আরেক জলদস্যু সর্দার। ব্ল্যাকবিয়ার্ডের জাহাজের নাম ছিল [[কুইন অ্যানি’স রিভেঞ্জ]] যার ওজন ছিল ২০০ টনেরও বেশী।বেশি।
 
ভার্জিনিয়ার শাসক স্পাউড্‌স তার সম্পর্কে অবগত হওয়ার পর নাবিক ও সৈন্যদের সমন্বয়ে একটি বাহিনী গঠন করে ব্ল্যাকবিয়ার্ডকে ধরতে অভিযান চালান। যার নেতৃত্বে ছিলেন লেফটেনান্ট রবার্ট ম্যানার্ড। এই রক্তক্ষয়ী যুদ্ধে টীচ হার মানতে বাধ্য হন। রবার্ট ম্যানার্ড তাকে তার তার নাবিকদের সাহায্যে হত্যা করেন। কথিত রয়েছে যে ব্ল্যাকবিয়ার্ডকে হত্যা করার জন্য পাঁচবার গুলি করতে হয় এবং বিশবার কাটারি দিয়ে আঘাত করতে হয়।