দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৫ নং লাইন:
 
== উৎস ==
'''অক্ষ''' কথাটি সর্বপ্রথম আলোচনায় আনেন হাঙ্গেরীর ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী [[গাইওলা গমবোস]] (Gyula Gömbös)। তিনি [[জার্মানীজার্মানি]], [[হাঙ্গেরী]], এবং [[ইতালী]] এই তিনটি রাষ্ট্র নিয়ে একটি জোট গঠনের জন্য কাজ করছিলেন। এছাড়া তিনি জার্মানীজার্মানি এবং ইতালীর মাঝে মতভিন্নতা দূর করার কাজে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন। কিন্তু ১৯৩৬ সালে [[মিউনিখ|মিউনিখে]] জার্মানীরজার্মানির সাথে আলোচনায় গিয়ে তার হঠাৎ মৃত্যু হয়। পরবর্তিতে হাঙ্গেরীর ক্ষমতায় আসে ফ্যাসিবাদ বিরোধী শক্তি। এর মাধ্যমে হাঙ্গেরী অক্ষশক্তির সাথে প্রাথমিক সংশ্লিষ্টতা থেকে সরে আসে। তারপরেও জার্মানীজার্মানি এবং ইতালীর মধ্যে দ্বিপাক্ষিক অক্ষশক্তি গঠিত হয়।
 
১৯৩৬ সালের নভেম্বরে ইতালীর একনায়ক [[বেনিতো মুসোলিনি]] আবার ''অক্ষ'' শব্দটি আলোচনায় আনেন। তিনি [[রোম]]-[[বার্লিন]] অক্ষের উত্থানের সময় এই অক্ষের কথা বলেন। পরবর্তিতে রাষ্ট্র দুটি জোট গঠন করে। মুসোলিনি এই জোটকে ''প্যাক্ট অব স্টীল'' বলে অভিহিত করেন।
 
আনুষ্ঠানিক ভাবে ''অক্ষ শক্তি'' নামকরণ করা হয় ১৯৪০ সালে জার্মানীজার্মানি, ইতালী এবং জাপান ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের পর। পরবর্তিতে হাঙ্গেরী (২০শে নভেম্বর, ১৯৪০), [[রোমানিয়া]] (২৩শে নভেম্বর, ১৯৪০), [[স্লোভাকিয়া]] (২৪শে নভেম্বর, ১৯৪০) এবং [[বুলগেরিয়া]] (১লা মার্চ, ১৯৪০) ঐ চুক্তিতে স্বাক্ষর করে।
 
== আরও দেখুন ==