পেশাদারি কুস্তি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৪৫ নং লাইন:
 
== স্ক্রিপট রাইটার ==
রেসলিংয়ের জন্য যারা স্ক্রিপ্ট লিখেন তাদেরকে স্ক্রিপ্ট রাইটার({{lang-en|Script-Writer}}) বলে। রেসলিংয়ে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের লিখিত স্ক্রিপ্ট দ্বারাই একটি রেসলিং অনুষ্ঠানের স্টোরিলাইন,ম্যাচ, প্রমো সহ যাবতীয় প্রায় সব কিছু সাজানো হয়। তাই এক্ষেত্রে তাদের ভূলভুল বা খাম-খেয়ালীপনার জন্য একজন রেসলারের ক্যারিয়ার (career) ধ্বংস হয়া থেকে, একটি রেসলিং কোম্পানী পর্যন্ত দেউলিয়া হতে পারে।
 
== ফেস/বেবিফেস রেসলার ==
১১৫ নং লাইন:
 
== বচ ==
বচ ({{lang-en|Botch}}) এর শাব্দিক বাংলা অর্থ হল 'কলঙ্কচিহ্ন'। রেসলিং এর পরিভাষায় বচ অর্থ হচ্ছে 'ভুল করা'। রেসলারদের শারীরিক অদক্ষতার জন্য বা ভূলবশতভুলবশত কোন মুভ প্রয়োগ করতে গিয়ে সেটা ঠিকমত করতে না পারাই হচ্ছে বচ করা। এই বচে মারাত্মক ইঞ্জুরি হয়া সহ রেসলারদের ক্যারিয়ার ও শেষ হতে পারে।এমনকি মৃত্যু পর্যন্ত হয়ার ঝুঁকি থাকে। ঊদাহরণ হিসেবে প্রো-রেসলার ওয়েন হার্ট (Owen Hart)এর কথা বলা যায়। এই বচের কারণে ই রেসলিং রিংয়ে তার মৃত্যু ঘটে।রেসলার স্টিভ অস্টিন(Steve Austin) কে বাধ্য হয়ে রেসলিং থেকে অবসর নিতে হয়।
 
বচ দুই প্রকার।যথা: ইচ্ছাকৃত(scripted) এবং অনিচ্ছাকৃত(unscripted)।