লিমা (অভিনেত্রী): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
{{সূত্র তালিকা}} যোগ
Shoreful (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৪ নং লাইন:
| alt =
| caption =
| birth_date = ২২ সেপ্টেম্বর ১৯৭৯
|nationality = [[বাংলাদেশি]]
| birth_place =
২৫ নং লাইন:
|তারিখ=6 September 2019|সংগ্রহের-তারিখ=15 September 2019|ওয়েবসাইট=জাগোনিউজ২৪.কম
}}</ref> এরপর তিনি [[নিউমার্কেট, ঢাকা|নিউমার্কেট]] ও [[মোহাম্মদপুর|মোহাম্মদপুরে]] বিউটি পার্লার ব্যবসার সাথে যুক্ত হন। বর্তমানে তিনি [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রে]] বসবাস করছেন।<ref name=z/>
==প্রাথমিক জীবন==
 
বাংলাদেশের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী লিমা। পারিবারিক নাম শামীমা আলি লিমা। জন্ম ২২ সেপ্টেম্বর ১৯৭৯, কুমিল্লার দাউদকান্দি, বর্তমানে তিতাস থানায়। বেড়ে ওঠা ঢাকায়। তিন বোনের মধ্যে লিমা সবার বড়। লিমার অভিনয় শুরু শৈশব থেকেই। বাবা একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে যুদ্ধের পর ঢাকায় ব্যবসা শুরু করেন। মোহর আলী ছিলেন শিল্পমনস্ক। মোহাম্মদপুরে থাকতেই ‘কুট্টি ভাই’ নামে একজনের সঙ্গে মোহর আলীর পরিচয় হয়। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রকৌশলী ছিলেন। তিনিই লিমাকে দেখে বিটিভির অঙ্কুর অনুষ্ঠানে যোগ দিতে বলেন। অঙ্কুরের মধ্যমেই লিমার অভিনয়ের শুরু। তখন লিমার বয়স ৯ বছর। লিমা ক্রমেই অভিনয়, নাচ, গানে ভালো করতে থাকেন। এরপর যুক্ত হন সিনেমায়।
 
লিমা প্রথম নায়িকা চরিত্রে সিনেমায় অভিনয় করেন মাত্র ১৪ বছর বয়সে। কমল সরকার পরিচালিত ছবিটির নাম সুখের আগুন। ব্যবসায়িকভাবে সেভাবে সফল না হলেও প্রথম ছবিতেই লিমার অভিনয় নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর দৃষ্টিগোচর হয়। পরবর্তীকালে ১৯৯৩ সাল থেকে লিমা সবচেয়ে বেশি দেলোয়ার জাহান ঝন্টুর ছবিতে অভিনয় করেন। এরপর টানা ৮ বছরে ২৫টির মতো ছবিতে অভিনয় করেছেন লিমা। বেশির ভাগ ছবি ছিল ব্যবসাসফল। লিমা বলেন, ‘আমি কখনো ভাবিনি, এতটা খ্যাতি সিনেমা থেকে আমি পাব।’ অভিনয়ে তাঁর ব্যস্ততা দিন দিন বাড়তে থাকে।
==নির্বাচিত চলচ্চিত্র তালিকা==
* ''[[প্রেমযুদ্ধ (১৯৯৪-এর চলচ্চিত্র)|প্রেমযুদ্ধ]]''<ref name=z/>
৩৩ ⟶ ৩৭ নং লাইন:
|তারিখ=8 February 2015|সংগ্রহের-তারিখ=19 September 2019|সংবাদপত্র=কালের কণ্ঠ
}}</ref>
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}