সীতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
FOLLOWER OF SATYA (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩৫ নং লাইন:
 
== জীবনী ==
[[হিন্দু পঞ্জিকা]] অনুযায়ী, [[বৈশাখ মাস|বৈশাখ মাসের]] শুক্লানবমী তিথিটিকে সীতানবমী বলা হয়। লোকবিশ্বাসএদিনেই অনুযায়ী এই যে এ দিনেইমাতা সীতা জন্মগ্রহণ করেছিলেন। উত্তর ভারতে সীতান বমীসীতানবমী একটি অন্যতম প্রধান উৎসব। [[রামায়ণ]] অনুসারে, সীতা [[ভূদেবী|ভূদেবী পৃথিবীর]] কন্যা ও [[জনক|রাজর্ষি জনকের]] পালিতা কন্যা। রামচন্দ্র চৌদ্দ বছরের জন্য বনবাসে গেলে সীতা তাঁর সঙ্গী হন। সীতা মাতাকে হিন্দুদের দেবী মা লক্ষীর অবতার বলা হয়ে থাকে। তাইপরে তিনিরাক্ষস রাবণ কর্তৃক হরণ হওয়ার আগেই বৈকুণ্ঠে চলে যান এবং ছায়া সীতা রেখে যান। পরেরাজ [[রাবণ]] সীতাকে হরণ করে [[লঙ্কা|লঙ্কায়]] নিয়ে গেলে রাম ও রাবণের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়। কিষ্কিন্ধ্যার বানরদের সহায়তায় রাম রাবণকে পরাজিত ও নিহত করে সীতাকে উদ্ধার করেন। শ্রী রামচন্দ্র রাবনের ভাই [[বিভীষণ]] কে লঙ্কার রাজা করেন। এবংএরপর নিজেরশ্রী রাজ্যেরাম ফিরেতাঁঁর আসেন।নিজের সীতাস্ত্রী উদ্ধারেরসীতাকে পরনিয়ে সীতারনিজের অগ্নিপরীক্ষারাজ্য হয়।অযোধ্যায় সেইফিরে সময়আসেন অগ্নিদেবএবং [[ছায়াসীতা]]অযোধ্যার লুকিয়েরাজা আসল সীতাকে প্রকট করেন বলে কথিত আছে।হন।
 
শ্রীরাম রাজা হওয়ার পর মাতা সীতার নামে অযোধ্যায় লোকনিন্দা শুরু হয়। সেই লোক নিন্দা থেকে সীতাকে রক্ষা করতে রাজগুরুর আদেশে শ্রীরাম লক্ষণকে মাতা সীতাকে তপবনে রেখে আসার আদেশ দেন। কারণ, সীতা মাতা গর্ভবতী ছিলেন। [[বাল্মীকি|মহর্ষি বাল্মীকির]] তপোবনে সীতা লব ও কুশ নামে দুই যমজ পুত্রসন্তানের জন্ম দেন।
 
পরে রাম সীতাকে দ্বিতীয়বার অগ্নিপরীক্ষা দিতে বললে মর্মাহতা সীতা জননী পৃথিবীর কোলে আশ্রয় প্রার্থনা করেন। ভূগর্ভ থেকে উত্থিতা হয়ে ভূদেবী পৃথিবী সীতাকে নিয়ে পাতালে প্রবেশ করেন।
 
রামায়ণের বিভিন্ন পাঠান্তরে সীতার সম্পর্কিত নানা উপাখ্যানের সন্ধান মেলে।
'https://bn.wikipedia.org/wiki/সীতা' থেকে আনীত