ধ্রুবমাতা (তারামণ্ডল): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
VolkovBot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: ur:زن پابند سلاسل
Andromeda_galaxy_Ssc2005-20a1_halfsize.jpg ছবিটিকে Andromeda_galaxy_Ssc2005-20a1.jpg ছবি দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে
৩১ নং লাইন:
==বৈশিষ্ট্য ও গড়ন==
পেগাসাস বর্গের উত্তর-পূর্ব কোণে অবস্থিত তারাটির নাম [[উত্তর ভাদ্রপদ]] (Alpheratz Sirrah) যা এই তারামণ্ডলের প্রথম তারা। এই মণ্ডলকে চিতে হলে তাই প্রথমে পেগাসাস বর্গকে চিনতে হবে। উত্তর ভাদ্রপদের সাথে উত্তর-পূর্ব দিকে একই সরলরেখায় আরও তিনটি অপেক্ষাকৃত উজ্জ্বল তারা দেখা যায়। এই চারটি তারার মাধ্যমে কল্পিত সরলরেখাই অ্যান্ড্রোমিডার শরীর। এই তারা চারটির প্রথমটি অ্যানড্রোমিডার মাথা এবং দ্বিতীয় তারাটি তার বক্ষ। দ্বিতীয় তারাটির নাম [[ডেল্টা-অ্যানড্রোমিডি]] যার দক্ষিণে [[এপসাইলন-অ্যান্ড্রোমিডি]] তারাটি অবস্থিত। এই রেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে কয়েকটি তারা এক সারিতে দেখা যায় যার মাধ্যমে রাজকুমারীর হাত গঠিত হয়। হাতের শেষ প্রান্তের ছোট ছোট তারাগুলো শিকল গঠন করে যা দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। সরলরেখার তৃতীয় তারাটির নাম [[মচ্ছ]] ([[বিটা-অ্যানড্রোমিডি]], [[মিরাখ]]) যা অ্যানড্রোমিডার উত্তর মেরু এবং শরীর গঠনকারী একটি তারা। এই তারা থেকে উত্তর দিকের দ্বিতীয় তারাটির পাশেই বিখ্যাত কুণ্ডলাকার [[ছায়াপথ]] [[এম ৩১]] অবস্থিত যাকে [[নীহারিকা রাণী]] বা [[স্তবক রাণী]] বলা হয়। সরলরেখায় অবস্থিত শেষ তারাটির নাম [[সুনীতি]] ([[গামা-অ্যানড্রোমিডি]], Almach)। উল্লেখ্য এই মণ্ডলে অবস্থিত এপসাইলন-অ্যানড্রোমিডি নামক তারাটি প্রতি সেকেন্ডে ৫১.৫ মাইল বেগে সূর্যের দিকে এগিয়ে আসছে। আকাশ পরিষ্কার থাকলে এই মণ্ডলের [[এম৩১]] ছায়াপথকে খালি চোখে এক টুকরো পেঁজা তুলার মত দেখায়।
[[Image:Andromeda galaxy Ssc2005Andromeda_galaxy_Ssc2005-20a1 halfsize.jpg|220px|thumb|অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জের অবলোহিত চিত্র]]
 
==গভীর আকাশের বস্তুসমূহ==