জেমস ওয়াইজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: জেমস ওয়াইজ (James Fawns Norton Wise) উনিশ শতকের ষাটের দশকের একজন চিকিৎসাবিদ...
 
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{infobox person
জেমস ওয়াইজ (James Fawns Norton Wise) উনিশ শতকের ষাটের দশকের একজন চিকিৎসাবিদ ও লেখক ‍যিনি বৃটিশ শাসনাধিন ঢাকার সিভিল সার্জন ছিলেন।<ref name=bpedia>{{cite web|url=http://en.banglapedia.org/index.php?title=Wise,_James|title=Wise, James|accessdate=August 19, 2015|publisher=[[Banglapedia]] : National Encyclopedia of Bangladesh|author=Muntassir Mamoon}}</ref>পেশাজীবনে চিকিৎসক হলেও ঐতিহাসিক ঢাকা বিষয়ে লেকালেখির জন্য তিনি বেশি পরিচিত। তিনি ১৮৩৫ সালে জন্মগ্রহন করেন এবং ১৮৮৬ সালে মারা যান।
|name=জেমস ওয়াইজ
|birth_name=জেমস ফওনস নর্টন ওয়াইজ
|nationality= স্কটিশ
|birth_date=১৮৩৫
|death_date=১৮৮৬
}}জেমস ওয়াইজ (James Fawns Norton Wise) উনিশ শতকের ষাটের দশকের একজন চিকিৎসাবিদ ও লেখক ‍যিনি বৃটিশ শাসনাধিন ঢাকার সিভিল সার্জন ছিলেন।<ref name=bpedia>{{cite web|url=http://en.banglapedia.org/index.php?title=Wise,_James|title=Wise, James|accessdate=August 19, 2015|publisher=[[Banglapedia]] : National Encyclopedia of Bangladesh|author=Muntassir Mamoon}}</ref>পেশাজীবনে চিকিৎসক হলেও ঐতিহাসিক ঢাকা বিষয়ে লেকালেখির জন্য তিনি বেশি পরিচিত। তিনি ১৮৩৫ সালে জন্মগ্রহন করেন এবং ১৮৮৬ সালে মারা যান।
 
==বৃত্তান্ত==
 
উনিশ শতকে ঢাকা শহরের বিখ্যাত ওয়াইজ পরিবারের তিনি সন্তান। তার বাবা [[থমাস আলেক্সান্ডার ওয়াইজ]] ছিলেন হুগলী হাজী মহসিন কলেজের প্রতিস্ঠাতা এবং প্রিন্সিপািল । ঢাকা কলেজেরও তিনি প্রিন্সিপাল ছিলেন। অপরদিকে চাচা [[জোসিয়া প্যাট্রিক ওয়াইজ]] ছিলেন ঢাকার সবচেয়ে বড় এবং প্রভাবশালী নীলকর<ref>Hunter, W.W. (1875) A Statistical Account of Bengal, Volume-5, trubner and co, London.</ref> যার নামে বুড়িগঙ্গা নদী তীরের [[ওয়াইজ ঘাটের]] নাম করা হয়েছিল। পুরাতন ঢাকার আর্মনিয়ান জমিদার নেকোরাস পোগোজের কাছ থেকে তিনি ভবন ক্রয় করে ওয়াইজ হাউজ নাম দেন এবং চাকুরীকালীন সময়ে এখানেই বসবাস করেন। ওয়াইজের এ ভবন থেকেই [[বুলবুল ললিতকলা একাডেমী]]র যাত্রা শুরু। ডা. ওয়াইজের পুরো নাম ছিল জেমস ফওনস নর্টন ওয়াইজ। তাঁর রচিত গ্রন্থ ও প্রবন্ধে তিনি শুধু নামের প্রথম ও শেষাংশ ব্যবহার করেছেন। অবসর জীবনে তিনি পুনরায় লন্ডনে ফিরে যান।
 
==অবদান==
 
ওয়াইজ রচিত গ্রন্থের নাম নোটস অন রেসেস, কাস্টস অ্যান্ড ট্রেডস অব ইস্টার্ণ বেঙ্গল। লন্ডনে অবসর জীবন যাপন কালে পান্ডুলিপি রচনা করে তিনি তা মুদ্রণ করেন। ১৮৮৩ সালে লন্ডনের সেন্ট মার্টিনস লেনের ‘হার ম্যাজেস্টিস প্রিন্টার হ্যারিসন অ্যান্ড সন্স’ থেকে এটি মুদ্রিত হয়।<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=Dh5dGwAACAAJ&pg=PR1&source=gbs_selected_pages&cad=3#v=onepage&q&f=false|title=Notes on the Races, Castes and Trades of Eastern Bengal|last=Wise|first=James|date=1883|publisher=Harrison and Sons|language=en}}</ref> পূর্ববঙ্গের বিভিন্ন জাতি, বর্ণ ও পেশার বিবরণ নামে এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে। ব্লকম্যানের কন্ট্রিবিউশনস টু দি জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি অব বেঙ্গল-র জন্য তিনি বেশ কয়েকটি শিলালিপির ছাপ পাঠিয়েছিলেন। এ ছাড়া নোটস অন সোনারগাঁও এবং নোটস অন বারো ভূঁইয়াস নামে ডা. ওয়াইজের দুটি প্রবন্ধ জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল-এ ১৮৭৪ সালে ছাপা হয়। ‘মুহামেডান’, ‘রিলিজিয়াস সেক্টস অব দি হিন্দুজ’, ‘হিন্দু কাস্টস অ্যান্ড অ্যাবরিজিনাল রেসেস’, ‘আর্মেনিয়ানস’ ও ‘পর্তুগিজ ইন ইস্টার্ণ বেঙ্গল’ এ পাঁচ ভাগে গ্রন্থটি বিভক্ত। আর্মেনীয় ও পর্তুগিজগণ কিভাবে বাংলায় এলো এবং বাংলায় তারা কীভাবে বসবাস করেছে তাও তাঁর গ্রন্থে সংক্ষেপে আলোচিত হয়েছে।
 
ওয়াইজের বইটি মুদ্রিত হয়েছে একশ বছরেরও আগে। ওয়াইজের রচনা সমসাময়িক তো বটেই, পরবর্তীকালেও অনেক নৃতাত্ত্বিক, সমাজবিজ্ঞানী বা ঐতিহাসিককে প্রভাবিত করেছে। ওয়াইজকে বাংলাদেশের নৃতত্ত্বচর্চার পথিকৃৎ বলা যেতে পারে। পূর্ববঙ্গের মানুষের পেশার যে বর্ণনা তিনি দিয়েছেন তা গুরুত্বপূর্ণ।<ref name=bpedia>{{cite web|url=http://en.banglapedia.org/index.php?title=Wise,_James|title=Wise, James|publisher=[[Banglapedia]] : National Encyclopedia of Bangladesh}}</ref> তাঁর বিবরণে বাংলার সামাজিক ইতিহাস লেখার গুরুত্বপূর্ণ রূপরেখা পাওয়া যায়।
 
==তথ্যসূত্র==