উজানি আসাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জিত রূপ!
১৫ নং লাইন:
| timezone1 = ইউ টি সি +০৫:৩০ ([[ভারতীয় মান সময়]])
}}
''' উজনি আসাম''' হল [[আসাম|আসামের]]-এর এক প্রশাসনিক খণ্ড বা সংমন্ডল৷সংমন্ডল। [[ব্রহ্মপুত্র উপত্যকা]]র উচ্চাংশের অবিভক্ত [[লখিমপুর জেলা|লখিমপুর]] এবং [[শিবসাগর জেলা|শিবসাগর]] নিয়ে এটি গঠিত হয়েছে৷হয়েছে। এই খণ্ডসমূহ হল নিম্ন আসাম, উত্তর আসাম ও পর্বতীয়া এবং বরাক উপত্যকা৷ এই বিশেষ খণ্ডটি [[যোরহাট]] জেলার বিচার-ব্যবস্থার অধীন৷অধীন।
 
প্রারম্ভিক অবস্থাত সাতটি জেলারে গঠিত হওয়া উজনি আসামের খণ্ডটিতে জেলার সংখ্যা এখন নখের মত বৃদ্ধি পেয়েছে৷পেয়েছে। সেইগুলি হল - [[যোরহাট জেলা|যোরহাট]], [[ডিব্রুগড় জেলা|ডিব্রুগড়]], [[ধেমাজি জেলা|ধেমাজি]], [[শিবসাগর জেলা|শিবসাগর]], [[গোলাঘাট জেলা|গোলাঘাট]], [[সরাইদেউ জেলা|সরাইদেউ]], [[লখিমপুর জেলা|লখিমপুর]], [[মাজুলী জেলা|মাজুলী]],এবং [[তিনসুকিয়া জেলা|তিনসুকিয়া]]৷ উল্লেখনীয় যে, সরাইদেউ এবং মাজুলী নতুনকরে গঠিত হওয়া জেলা৷জেলা। ২০১৬ সালে এই দুটি জেলার মর্যাদা পেয়েছিল৷ পেয়েছিল।<ref>{{সংবাদ উদ্ধৃতি| ইউআরএল=http://www.eastern-today.com/entries/blog/preparations-afoot-for-inauguration-of-charaideo-district-at-sonari|শিরোনাম=Preparations afoot for inauguration of Charaideo district at Sonari, ''The Eastern Today''|কর্ম=ET Correspondent|তারিখ=10 February 2016}}</ref><ref>{{সংবাদ উদ্ধৃতি | ইউআরএল=http://hindustantimes.com/indianews/assam-majuli-to-become-india-s-first-river-island-district/story-hzFoxSUxh3IpRpSeIqrhtM.html| শিরোনাম=Assam: Majuli becomes 1st river island district of India| কর্ম=[[Hindustan Times]] | তারিখ=27 June 2016| সংগ্রহের-তারিখ=28 June 2016| অবস্থান=[[Guwahati]]}}</ref> বর্গকিলোমিটারেরবর্গ ভিত্তিতেকিলোমিটারেরভিত্তিতে বৃহত্তম গোলাঘাট এবং তিনসুকিয়া জেলা যথাক্রমে ১৯৮৭ এবং ১৯৮৯ সালে মর্যাদা পেয়েছিল৷ পেয়েছিল।<ref name="Statoids">{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল = http://www.statoids.com/yin.html | শিরোনাম = Districts of India | সংগ্রহের-তারিখ = 2011-10-11 | শেষাংশ = Law | প্রথমাংশ = Gwillim | তারিখ = 2011-09-25 | কর্ম = Statoids}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল =http://www.assaminfo.com/districts/|শিরোনাম=Various Districts in Assam}}</ref>
 
ডিব্রুগড়,{{ref|1|1}} গোলাঘাট{{ref|2|2}} এবং যোরহাট{{ref|3|3}} জেলাও এই খণ্ডের পুরানো এবং জনবসতিতে পূর্ণ শহরাঞ্চল (পৌর অঞ্চল) স্বাধীনতার আগেই এই তিনটি জেলার গঠন আরম্ভ হয়েছিল৷ হয়েছিল।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com/books?id=gZmusO1pWjUC|শিরোনাম=Quit India Movement In Assam|প্রথমাংশ=Anil Kumar|শেষাংশ=Sharma|তারিখ=1 January 2007|প্রকাশক=Mittal Publications|সংগ্রহের-তারিখ=5 August 2016|মাধ্যম=Google Books}}</ref>
 
বৃহত্তর উজনি আসাম অঞ্চলটি [[শোণিতপুর]], [[কার্বি আংলং]] এবং [[নগাঁও জেলা]] নিয়ে গঠিত। এই খণ্ডটি রাজ্যের সর্বাধিক উৎপাদনশীল অংশ৷অংশ। উজনি আসাম প্রাকৃতিক সম্পদ যেমন - [[কয়লা]], [[তেল]] এবং [[প্রাকৃতিক গ্যাস|প্রাকৃতিক গ্যাসে]]-এ পরিপূর্ণ। উজনি আসামে [[চা|চায়ের]] বাগান ব্যাপক রূপেব্যাপকভাবে করা হয়৷হয়।
 
==ইতিহাস==
===মধ্যযুগীয়===
====[[আহোম সাম্রাজ্য]] (১২২৮-১৮২৬)====
ব্রহ্মপুত্র উপত্যকাতে আহোম সাম্রাজ্য প্রায় ছ'শ বছর ধরে রাজত্ব করেছিল এবং উত্তর-পূর্বাঞ্চলকে মোগলদের শাসনের থেকে প্রতিরক্ষা করে এসেছিল৷এসেছিল। মংগ মাওর একজন টাই রাজকুমার চু্কাফার দ্বারা এই সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল৷হয়েছিল। ১৬ শতকে চুহুংমুঙর সময়ে এই সাম্রাজ্যর পরিসর বৃদ্ধি পায় এবং এটি বহু-জাতীয় হয়ে পড়ে। [[মোয়ামরীয়া বিদ্রোহ|মোয়ামরীয়া বিদ্রোহের]] সময়ে এই সাম্রাজ্য ক্রমে দুর্বল হতে শুরু করে এবং মানসেনার উপুর্যপরি আক্রমণের ফলে এই সাম্রাজ্যর পতন আরম্ভ হয়৷হয়। মানসেনার সঙ্গে পরাভূত হওয়ার পর ১৮২৬ সালে ইয়ান্ডাবু সন্ধি হয় এবং এই ভূখণ্ড ব্রিটিশদের অধীনে যায়৷ যায়।
 
====[[চুতীয়া সাম্রাজ্য]] (১১৮৭-১৭৬৩)====
চুতীয়া লোকরা হল এই খণ্ডের ইতিহাসে থাকা লোক৷লোক। ৪০০০ বছর আগে এই খণ্ডে স্থায়ীত্ব নেওয়া গোষ্ঠীসমূহের মধ্যে তারা ছিলেন অন্যতম৷অন্যতম। ১১৮৭ সালে বীরপাল ব্রহ্মপুত্র নদীর উত্তরদিকে মধ্যযুগীয় চুতীয়া সাম্রাজ্য স্থাপন করেছিলেন। উত্তর আসামকে ধরে অরুণাচল প্রদেশের কিছু অংশ এই সাম্রাজ্যের শাসনাধীন ছিল। শদেয়াতে তাদের রাজধানী ছিল। বর্তমান আসামের লখিমপুর, ধেমাজি, তিনসুকিয়া, এবং ডিব্রুগড়কে ধরে শোণিতপুর, গোলাঘাট, যোরহাট এবং শিবসাগর জেলা তারাও শাসন করেছিল৷করেছিল। অন্যদিকে আসাম-অরুণাচলের সীমান্তে থাকা কিছু জেলাও তাদের অধীনে ছিল।
 
== জনসংখ্যা ==
উজনি আসাম খণ্ডের জনসংখ্যা প্রায় ৭৫ লাখ (আসামের মোট জনসংখ্যার ২৪ শতাংশ) আশীআশি শতাংশেরও অধিক মানুষ হিন্দুধর্মী৷হিন্দু ধর্মাবলম্বী। তারপর আছে ইসলাম ধর্ম৷ধর্ম। ৭০ শতাংশেরও অধিক মানুষ অসমীয়া ভাষায় ভাব-বিনিময় করে৷করে। কিছুসংখ্যক বাংলাভাষী এবং হিন্দীভাষীও এইখণ্ডে আছে৷আছে। উজনি আসামের প্রধান সম্প্রদায়গুলি হল - [[আহোম]], [[চুতীয়া]], [[চা জনগোষ্ঠী]], [[মিচিং]], [[সোনোয়াল কাছাড়ি]], [[মরাণ]], [[মটক]], [[দেউরী]], এবং [[ঠেঙ্গাল কাছাড়ি জনগোষ্ঠী|ঠেঙাল-কাছাড়ি]] ইত্যাদি৷ইত্যাদি।
 
== চিত্রসম্ভার ==
== চিত্র-সম্ভার ==
<!-- Sorted alphabetically-->
<gallery>
৪২ ⟶ ৪৩ নং লাইন:
</gallery>
 
== টোকাপাদটীকা ==
{{refbegin}}
*{{note|1|1}}&nbsp; ডিব্রুগড় পৌরখণ্ডের গঠন,১৮৭৩.<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://dibrugarhmunicipality.org.in/|শিরোনাম=Dibrugarh Municipal Board}}</ref>
*{{note|2|2}}&nbsp; গোলাঘাট পৌরখণ্ডের গঠন,১৯২০ <ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=http://www.telegraphindia.com/1150119/jsp/northeast/story_9079.jsp#.V0OXAZMrIcg|শিরোনাম=AGP lists civic poll candidates (Golaghat Municipal Board)|প্রকাশক=|সংগ্রহের-তারিখ=5 August 2016}}</ref>
*{{note|3|3}}&nbsp; যোরহাট পৌরখণ্ডের গঠন, ১৯০৯<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.jorhatmunicipalboard.org/jorhat_municipal_board.php|শিরোনাম=Jorhat Municipal Board(JBM), Jorhat, Assam|সংগ্রহের-তারিখ=2016-08-05|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20160327181336/http://jorhatmunicipalboard.org/jorhat_municipal_board.php|আর্কাইভের-তারিখ=2016-03-27|url-status=dead}}</ref>
{{refend}}