বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
→‎শিবাজী (চলচ্চিত্র): নতুন অনুচ্ছেদ
৩৯২ নং লাইন:
[[জিনেদিন জিদান]] নিবন্ধটি কি ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ? পর্যালোচনার ইতিহাসে উত্তীর্ণ নাকি অনুত্তীর্ণ এই ব্যাপারে কোন মন্তব্য নেই। কিন্তু আলাপ পাতায় বলা হচ্ছে এটি উত্তীর্ণ। নিবন্ধটিও অসম্পূর্ণ এবং এতে আরো অনেক হালনাগাদ করা দরকার, বিশেষ করে কোচ হিসেবে তার কর্মজীবন। তথ্যসূত্রগুলোও ত্রুটিপূর্ণ। ভালো নিবন্ধের পর্যালোচনার সময় [[উইকিপিডিয়া:ভালো নিবন্ধের মানদণ্ড|এই বিষয়গুলো]] খেয়াল রাখবেন। কারণ ভালো নিবন্ধের পর্যালোচনা কোন নিবন্ধ প্রতিযোগিতার নিবন্ধ পর্যালোচনার মত নয়। এতে আরো বেশি নিরীক্ষণ ও যাচাইয়ের প্রয়োজন। নিবন্ধগুলো ভালো হিসেবে উত্তীর্ণ হওয়ার যোগ্য না থাকলে নিবন্ধ প্রণেতা বা সেই বিষয়ে আগ্রহী কাউকে বার্তা পাঠান। ধন্যবাদ।--[[ব্যবহারকারী:WAKIM|ওয়াকিম]] ([[ব্যবহারকারী আলাপ:WAKIM|আলাপ]]) ২১:৫৯, ২৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
:[[ব্যবহারকারী:WAKIM|ওয়াকিম]] ভাই, বার্তা পাঠানোর জন্য ধন্যবাদ। আসলে কোনো যান্ত্রিকতা কিংবা রচনাশৈলীগত ত্রুটি ছিল না। আর তাছাড়া যেহেতু আপনি বলেছিলেন যে নিবন্ধের আকার ভালো নিবন্ধ পর্যালোচনার ক্ষেত্রে কোন প্রভাব ফেলে না। তাই আমি এদিকে নজর দেইনি। জিনেদিন জিদান কোচ ছিলেন সে সম্পর্কে আমার খেয়াল ছিলনা। পর্যালোচনায় ইতিহাসের আমি ভালো নিবন্ধের টেমপ্লেট যুক্ত করতে ভুলে গিয়েছিলাম। এক্ষেত্রে আমি দায় স্বীকার করছি। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে বাংলায় ভালো নিবন্ধের গুণমানের মানদন্ডের ব্যাপারে সুস্পষ্ট ভাবে মূলনীতিতে উল্লেখ নেই – যেমন একটি পাতার মধ্যে কি কি তথ্য থাকলে সেটা সম্পূর্ণ হিসেবে গণ্য হবে অন্যথায় অসম্পূর্ণ গণ্য হবে। মূলনীতিতে বলা হয়েছিল শুধুমাত্র আলাপ পাতায় টেমপ্লেট যোগ করা। বাকিগুলো বট দ্বারা করা হবে। কিন্তু বাংলা উইকিপিডিয়ায় তেমন কোন বট আমি দেখতে পাচ্ছি না বা থাকলেও কার্যক্রম আমার চোখে পড়েনি। (তাই আমি এ ব্যাপারে উদ্যোগ নিয়েছি। এখন আপাতত সেই বটের উন্নয়নে একটু সময় দিচ্ছি। তাই উত্তর দিতে হয়তো একটু দেরি হয়ে গেল। এজন্য ক্ষমা করবেন। ধন্যবাদ। - <span style="text-shadow:1px 1px 1px black ;"><font style="color:#6666ff">[[ব্যবহারকারী:Nokib Sarkar|'''নকীব সরকার''']]</font> <sup>[[ব্যবহারকারী আলাপ:Nokib Sarkar#top|<font face="Papyrus">বলুন...</font>]]</sup></span> ০৪:২৬, ২৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
 
== শিবাজী (চলচ্চিত্র) ==
 
{{ping|Nokib Sarkar}}, নকীব সরকার ভাই, [[শিবাজী (চলচ্চিত্র)]] নিবন্ধটিতে চিত্র আপলোড করে দিন, নিবন্ধটির ইংরেজি সংস্করণ দেখুন [https://en.wikipedia.org/wiki/Sivaji:_The_Boss এখানে]। [[বিশেষ:অবদান/116.58.202.102|116.58.202.102]] ([[ব্যবহারকারী আলাপ:116.58.202.102|আলাপ]]) ০৭:৩৬, ৩১ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)