হিসার জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জিত রূপ!
৩২ নং লাইন:
| leader_title =
| leader_name =
| timezone1 = [[ভারতীয় প্রমাণ সময়|আইএসটি]]
| utc_offset1 = +০৫:৩০
| registration_plate =
| website = http://hisar.nic.in/
}}
'''হিসার জেলা''' [[ভারত|ভারতের]] হরিয়ানা রাজ্যের ২২ টি২২টি জেলার মধ্যে একটি জেলা। [[হিসার]] শহর জেলা সদর হিসাবে কাজ করে। জেলাটি হিসার বিভাগের একটি অংশ, যেখানে ভারতীয় প্রশাসনিক পরিষেবা নিযুক্ত কমিশনার নেতৃত্বে রয়েছেন।
 
১৯৬৬ সালে হরিয়ানা রাজ্য পুনর্গঠন অবধি হরিয়ানার বৃহত্তম জেলা হিসারের কিছু অংশ নিয়ে জিন্দ জেলা গঠিত হয়েছিল। ১৯৭৪ সালে বিওয়ানি ও লোহারু তহসিল নিয়ে বিওয়ানী জেলা গঠিত হয়। সিরসা জেলা গঠিত হলে হিসার জেলা আরও দ্বিখণ্ডিত হয়েছিল। পরবর্তীতে এ জেলা থেকে আবার [[ফতেহাবাদ জেলা]] তৈরি করা হয়েছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=সংরক্ষণাগারভুক্ত অনুলিপি |ইউআরএল=http://www.haryana-online.com/Districts/hissar.htm |সংগ্রহের-তারিখ=২২ অক্টোবর ২০১৯ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20100103133229/http://haryana-online.com/Districts/hissar.htm |আর্কাইভের-তারিখ=৩ জানুয়ারি ২০১০ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref>
৪৭ নং লাইন:
১৯৬৬ সালে পুনর্গঠন না হওয়া পর্যন্ত রাজ্যের বৃহত্তম জেলা হিসেবে হিসার জেলার সদরদপ্তর ছিল। ১৯৭৮ সালে জেলার কিছু অংশ ভিওয়ানি জেলায় স্থানান্তরিত হয়। এটি আরও দ্বিখণ্ডিত হয়েছিল যখন সিরসা জেলা পুরোপুরি হিশার জেলা থেকে তৈরি করা হয়েছিল। [[ফতেহাবাদ জেলা|ফতেয়াবাদ জেলাও]] এই জেলা থেকে সৃষ্টি করা হয়েছে।
 
বর্তমানে হিসার জেলা ৮টি তহসিল নিয়ে গঠিত; [[আদমপুর (পাঞ্জাব)|আদমপুর]], আগরোহা, [[বরওয়ালা]], [[হিসার]], [[হনসি|হানসি]] -১, [[হনসি|হানসি]] -২, [[নরনাউন্দ|নরনান্দ]] ও [[উক্লানামান্দি|উকলনামন্দী]]। এছাড়া বালসম্যান্ড ও বাসের নামে দুটি উপ-[[তহশিল|তহসিল]] । হিশার জেলার জন্য যানবাহনের নিবন্ধন নম্বরগুলি: হিসার এইচআর ২০ এবং এইচআর ৩৯ (বাণিজ্যিক নম্বর), [[হনসি|হানসি]] এইচআর ২১ এবং [[বরওয়ালা]] এইচআর ৮০।
 
জেলাটির সাতটি [[বিধানসভা|বিধানসভা কেন্দ্র]] রয়েছে; আদমপুর, উকলনা, নরনাউন্ড, হানসি, বরওয়ালা, হিশার ও নলওয়া। এগুলি সবই হিসার লোকসভা কেন্দ্রের অংশ।
 
== জনসংখ্যা ==
২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে জেলা [[ভারতের জনপরিসংখ্যান|জনসংখ্যা]] ১৭৪২৮১৫,<ref name="districtcensus">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.census2011.co.in/district.php|শিরোনাম=District Census 2011|বছর=2011|প্রকাশক=Census2011.co.in|সংগ্রহের-তারিখ=2011-09-30}}</ref> যা [[গাম্বিয়া]] রাষ্ট্রের মোট জনসংখ্যার সমান <ref name="cia">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2119rank.html|শিরোনাম=Country Comparison:Population|শেষাংশ=US Directorate of Intelligence|সংগ্রহের-তারিখ=2011-10-01|উক্তি=Gambia, The 1,797,860 July 2011 est.}}</ref> বা মার্কিন যুক্তরাষ্ট্রের [[নেব্রাস্কা]] রাজ্যের জনসংখ্যার সমান।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://2010.census.gov/2010census/data/apportionment-pop-text.php|শিরোনাম=2010 Resident Population Data|প্রকাশক=U. S. Census Bureau|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20110101090833/http://2010.census.gov/2010census/data/apportionment-pop-text.php|আর্কাইভের-তারিখ=2011-01-01|সংগ্রহের-তারিখ=2011-09-30|উক্তি=Nebraska 1,826,341}}</ref> এটি ভারতের ৬৪০টি জেলার মধ্যে ২৭৬ তম২৭৬তম জনবহুল জেলা। জেলায় জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৪৩৮ জন বা প্রতি বর্গমাইলে ১,১৩০ জন। ২০০১-২০১১ এর দশকে এ জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৩.৩৮%। হিসারে প্রতি ১০০০ পুরুষের জন্য ৮৭১ [[ভারতে নারী|জন মহিলা]] লিঙ্গ অনুপাত রয়েছে এবং [[ভারতে সাক্ষরতা|সাক্ষরতার হার]] ৭৩.২%।
 
[[ভারতের জনগণনা ২০১১|ভারতের ২০১১ সালের জনগণনার]] সময়ে, জেলার ৯৬.০৮% লোক [[হিন্দি ভাষা|হিন্দি]] এবং ৩.১১% [[পাঞ্জাবী ভাষা|পাঞ্জাবি]] ভাষাকে তাদের কথনের প্রথম ভাষা হিসাবে ব্যবহার করে।<ref>[http://www.censusindia.gov.in/2011census/C-16.html 2011 Census of India, Population By Mother Tongue]</ref> [[হরিয়াণি ভাষা|হরিয়ানভি]] হল জেলার সর্বাধিক কথ্য উপভাষা।
৫৯ নং লাইন:
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা|2}}
 
[[বিষয়শ্রেণী:হরিয়ানার জেলা]]