সুদীপ্ত-হেরম্যান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
রণি বসু (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
রণি বসু (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১ নং লাইন:
'''সুদীপ্ত-হেরম্যান''' হলেন সাহিত্যিক [[হিমাদ্রিকিশোর দাশগুপ্ত]] সৃষ্ট বাংলা সাহিত্যের কাল্পনিক চরিত্রজুটি। পৃথিবীর নানান প্রান্তে বাঙালি যুবক সুদীপ্ত আর জার্মান প্রাণীবিদ হেরম্যান দুই বন্ধু খুঁজে বেড়ান বিভিন্ন প্রাগৈতিহাসিক প্রাণী এবং লোককথা ও উপকথায় উল্লিখিত প্রাণীদের। আর এই কাজ করতে গিয়েই তাঁরা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়ে থাকেন।
==চরিত্রচিত্রণ==
অ্যাডভেঞ্চারপ্রেমী বাঙালি যুবক সুদীপ্ত আর জার্মান [[ক্রিপ্টোজ্যুলজিস্ট]] হেরম্যানের প্রথম পরিচয় হয় নেপাল-হিমালয়ে বেড়াতে গিয়ে এবং ঘটনাচক্রে তাঁরা ইয়েতির সন্ধান করতে গিয়ে সেখানে নানা বিপদের সম্মুখীন হন। এরপর পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাঁরা দুইজন বিভিন্ন ''ক্রিপটিড''-এর সন্ধানে অভিযান শুরু করেন এবং সেইসব দুঃসাহসিক অভিযানের কাহিনীই হিমাদ্রিকিশোর দাশগুপ্তের কলমে জীবন্ত হয়ে উঠেছে। কখনও [[বুরুন্ডি]]তে সবুজ মানুষ, কখনও [[সুন্দাদ্বীপমালা]]য় সোনার [[ড্রাগন]], কখনও [[ইজিপ্ট]] নগরীতে সিংহ-মানুষ, কখনও [[কোস্টারিকা]]র [[রক্তচোষা বাদুড়]] আবার কখনওবা [[অস্ট্রেলিয়া]]র সমুদ্রের গভীরে দানব [[অক্টোপাস]]ের খোঁজে পাড়ি জমান তাঁরা দুজন। এবং প্রতিটি ক্ষেত্রেই তাঁরা নানা বিপদের মধ্যে পড়েন কিন্তু ভাগ্য এবং অদম্য ইচ্ছাশক্তির জোরে শেষমেশ সব বিপদ কাটিয়ে বেরিয়ে আসেন। দুজন অসমবয়সী বন্ধু কারণ হেরম্যানের বয়স প্রায় পঞ্চাশ। এই জুটির অভিযান এখনও প্রকাশিত হচ্ছে।
 
==কাহিনীর তালিকা==
[[আনন্দমেলা]], [[শুকতারা]], [[সন্দেশ]], [[মাসিক বসুমতী]], [[শারদীয়া মায়াকানন]] প্রভৃতি পত্রিকায় সুদীপ্ত ও হেরম্যানের অ্যাডভেঞ্চারগুলি প্রকাশিত হয়। এছাড়া পত্রভারতী,আনন্দ পাবলিশার্স,দে'জ পাবলিশিং প্রভৃতি প্রকাশনী এই সিরিজের কাহিনীগুলি গ্রন্থাকারে প্রকাশ করেছে। উল্লেখ্য, এই সিরিজের নতুন কাহিনী বর্তমানেও বের হয়ে চলেছে। এখানে সুদীপ্ত ও হেরম্যান সিরিজভুক্ত উপন্যাসগুলির একটি তালিকা দেওয়া হল-