উইকিপিডিয়া:বৃত্তান্ত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[পরীক্ষিত সংশোধন][পরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
RockyMasum (আলোচনা | অবদান)
Mosharofnahid (আলোচনা | অবদান)
== উইকিপিডিয়া বৃত্তান্ত == === উইকিপিডিয়ার ইতিহাস === {{main|উইকিপিডিয়ার ইতিহাস}} thumb|250px|wikipedia.org ওয়েবসাইট, সকল ভাষার উইকিপিডিয়ার হোমপেইজ উইকিপিডিয়ার জন্ম হয়েছিলো ন্যুপিডিয়া নামক একটি বাতিলকৃত প্রকল্প থেকে। ন্যুপিডিয়ায় পুর্ননিরীক্ষণের ব্যবস্থা ছিলো এবং উচ্চ যোগ্যতাসম্পন্ন অবদানকারীরা শুধু সেখানে লিখতেন, কিন্তু ন্যুপিডিয়ার নিবন্ধ বৃদ্ধির গতি ছিলো খুবই মন্থর। ২০০০ সালে, জিমি ওয়েলস,...
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১২ নং লাইন:
 
আপনি যদি এখনো পড়ে না থাকেন তবে আমরা আপনাকে কিছুক্ষণের জন্য [[উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়|উইকিপিডিয়া কী নয়]] তা পড়ার আমন্ত্রণ জানাচ্ছি, যাতে আপনি বুঝতে পারেন উইকিপিডিয়ার সাহায্য কোন ক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারেন ও কীভাবে উইকিপিডিয়ায় অবদান রাখবেন। মূল আরো কিছু বিষয়ের ওপর তথ্য নিচে দেওয়া আছে। আপনি যদি খুঁজে না পান যে, আপনি ঠিক কীসের খোঁজ করছেন, তবে আপনি '''[[উইকিপিডিয়া:প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন|প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন]]''' (প্রাজিপ্র), '''[[উইকিপিডিয়া:অভিভাবকদের জন্য পরামর্শ|অভিভাবকদের জন্য পরামর্শ]]'''-এ খুঁজে দেখতে পারেন; অথবা '''[[উইকিপিডিয়া:প্রশ্ন|কোথায় প্রশ্ন করবেন]]''' দেখুন। উইকিপিডিয়ায় সম্পাদনা ও অন্যান্য ক্ষেত্রে সাহায্যের ক্ষেত্রে '''[[সাহায্য:সূচী|সাহায্য সূচি]]''' দেখুন।
 
== উইকিপিডিয়া বৃত্তান্ত ==
 
=== উইকিপিডিয়ার ইতিহাস ===
{{main|উইকিপিডিয়ার ইতিহাস}}
[[Image:Www.wikipedia.org screenshot 2018.png|thumb|250px|wikipedia.org ওয়েবসাইট, সকল ভাষার উইকিপিডিয়ার হোমপেইজ]]
 
[[উইকিপিডিয়া|উইকিপিডিয়ার]] জন্ম হয়েছিলো [[ন্যুপিডিয়া]] নামক একটি বাতিলকৃত প্রকল্প থেকে। ন্যুপিডিয়ায় [[পুর্ননিরীক্ষণ|পুর্ননিরীক্ষণের]] ব্যবস্থা ছিলো এবং উচ্চ যোগ্যতাসম্পন্ন অবদানকারীরা শুধু সেখানে লিখতেন, কিন্তু ন্যুপিডিয়ার নিবন্ধ বৃদ্ধির গতি ছিলো খুবই মন্থর। ২০০০ সালে, [[জিমি ওয়েলস]], ন্যুপিডিয়ার প্রতিষ্ঠাতা ও [[ল্যারি স্যাঙ্গার]], যাঁর সাথে ঐ প্রকল্পে ওয়েলস কাজ করতেন, আলোচনা করেন যে, ন্যুপিডিয়াকে কীভাবে আরো মুক্ত ও গতিশীল একটি প্রকল্প হিসেবে গড়ে তোলা যায়। উপায় হিসেবে বিভিন্ন সূত্রের কাছ থেকে পরামর্শ আসে যে, [[উইকি]]-ই শুধুমাত্র পারে সাধারণ সদস্যদের বিষয়বস্তু যোগ করতে; এবং ন্যুপিডিয়া প্রথম উইকি, যার অনলাইন অভিষেক ১০ জানুয়ারি, ২০০১ সালে।
 
ন্যুপিডিয়ার একাংশের সম্পাদক ও পুণঃনিরীক্ষণকারীদের মধ্যে ন্যুপিডিয়ার উইকি হয়ে ওঠার ব্যপারে বিরোধিতা ছিলো, তাই নতুন এই প্রকল্পের নাম পরবর্তীতে দেওয়া হয় “উইকিপিডিয়া” এবং এটি তার নিজস্ব ডোমেইনে প্রকাশ পায় হয় ১৫ জানুয়ারি,২০০১-এ (কিছু ব্যবহারকারী এটিকে [[উইকিপিডিয়া:উইকিপিডিয়া দিবস|উইকিপিডিয়া দিবসও]] বলেন)। জিমি ওয়েলজ নিজে [[ব্যান্ডউইথ (কম্পিউটিং)|ব্যান্ডউইথ]] ও [[সার্ভার (কম্পিউটিং)|সার্ভার]] সার্ভার সুবিধাটির অর্থযোগান দেন। এই প্রকল্পে আরো কাজ করেছিলেন [[বোমিস|বোমিসের]] সহপ্রতিষ্ঠাতা, তৎকালীন ও বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা [[টিম শেল|টিম শেলসহ]], বোমিসের প্রোগ্রামার জ্যাসন রিশে। ডোমেইন বর্তমানের wikipedia.org -তে পরিবর্তিত হয় যখন [[উইকিমিডিয়া ফাউন্ডেশন]] নামে এর মূল সংস্থাটি চালু হয়, কারণ “.org” ডোমেইটি অ-ব্যাবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হয়। মার্চ ২০০৭-এ “wiki” শব্দটি নতুন একটি ইংরেজি শব্দ হিসেবে আত্মপ্রকাশ করে।<ref>[http://www.oed.com/help/updates/Prakrit-prim.html "Quarterly update to OED online: New edition: Prakrit to prim"], ''Oxford English Dictionary'', March 15, 2007</ref>
 
মে ২০০১-এ ইংরেজি উইকিপিডিয়ার সাথে সাথে উইকিপিডিয়া চালু হয়—[[কাতালান ভাষা|কাতালান]], [[চীনা ভাষা|চীনা]], [[ওলন্দাজ ভাষা|ওলন্দাজ]], [[এসপারেন্টো]], [[ফরাসী ভাষা|ফরাসী]], [[জার্মান ভাষা|জার্মান]], [[হিব্রু ভাষা|হিব্রু]], [[ইটালিয়ান ভাষা|ইতালীয়]], [[জাপানি ভাষা|জাপানি]], [[পর্তুগীজ ভাষা|পর্তুগীজ]], [[রুশ ভাষা|রুশ]], [[স্পেনীয় ভাষা|স্পেনীয়]] এবং [[সুইডিশ ভাষা|সুইডিশ]] ভাষায়। এগুলোর সাথে কিছু দিন পরেই যোগ দেয় [[আরবি ভাষা|আরবি]] ও [[হাঙ্গেরীয় ভাষা|হাঙ্গেরীয়]],<ref>{{cite web |url=http://www.wikipedia.org/wiki/Wikipedia:Announcements_May_2001 |title=Wikipedia announcements — May 2001}}</ref> এবং সেপ্টেম্বরে,<ref>{{cite web |url=http://www.wikipedia.org/wiki/Wikipedia:Announcements_September_2001 |title=Wikipedia announcements — September 2001}}</ref> [[পোলিশ ভাষা|পোলিশ]], এবং উইকিপিডিয়ার বহুভাষিক আরো কিছু প্রকল্প তৈরি হয়। ঐ বছরের শেষে [[আফ্রিকানস]], [[নরওয়েজীয় ভাষা|নরওয়েজীয়]] এবং [[সার্বোক্রোয়েশীয় ভাষা|সার্বোক্রোয়েশীয়]] তাদের উইকিপিডিয়ায় যোগদানের ঘোষণা দেয়।
 
===বাংলা উইকিপিডিয়ার ইতিহাস===
 
=== ট্রেডমার্ক ও কপিরাইট ===
 
[[উইকিপিডিয়া]], [[অলাভজনক]] [[উইকিমিডিয়া ফাউন্ডেশন|উইকিমিডিয়া ফাউন্ডেশনের]] নিবন্ধনকৃত [[ট্রেডমার্ক]], যা বেশকিছু [[m:Complete list of Wikimedia projects|প্রকল্পের]] সূচনা করেছে। এর সকল প্রকল্পে আপনাকে, [[উইকিপিডিয়া:সাহসী হোন|সাহসী হয়ে]], একত্রে কাজ করার মানসিকতা নিয়ে, সম্পাদনা ও গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য স্বাগত জানানো হচ্ছে।
 
বেশিরভাগ উইকিপিডিয়া পাতা এবং এর ছবিগুলো দ্বৈত লাইসেন্সের অধিকারী। এর একটি হচ্ছে [[:en:Wikipedia:Text of Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License|ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন-শেয়ার/অ্যালাইক লাইসেন্স]] (CC-BY-SA) এবং অপরটি [[উইকিপিডিয়া:Text of the GNU Free Documentation License|গনু ফ্রি ডকুমেন্টেশন লাইসেন্স]] (GFDL)। এ দুটি মূল এবং অপরিবর্তিত, কোনো রূপভেদ নেই; উপর বা নিচের সকল স্থানের লেখার জন্যই প্রযোজ্য। কিছু লেখা শুধুমাত্র CC-BY-SA এবং CC-BY-SA সংশ্লিষ্ট লাইসেন্সের আওতাভুক্ত এবং সেগুলো GFDL-এর আওতায় ব্যবহার করা সম্ভব নয়; এধরনের লেখার ক্ষেত্রে পৃষ্ঠার নিচে (Footer) বা পৃষ্ঠার ইতিহাসে বা পৃষ্ঠার আলোচনা পাতায় তা উল্লেখ থাকবে। প্রত্যেকটি ছবির বিবরণ/বর্ণনা পাতা রয়েছে, যেখানে ছবিটি কোন লাইসেন্সের আওতায় দেওয়া হয়েছে এবং কীভাব ব্যবহার করা যাবে তা উল্লেখ করা আছে।
 
অবদানকৃত বিষয়বস্তু অবদানকারীদের নিজস্ব সম্পত্তি, যা CC-BY-SA এবং GFDL আওতায় মুক্তভাবে ব্যবহার, পুণঃপ্রকাশিত ও বণ্টন করা সম্ভব ([[উইকিপিডিয়া:কপিরাইট|কপিরাইট নোটিশ]] এবং [[উইকিপিডিয়া:বিষয়বস্তু দাবিত্যাগ|বিষয়বস্তু দাবিত্যাগ]] দেখুন)।
 
=== উইকিপিডিয়া অবদানকারী ===
{{main|উইকিপিডিয়া:উইকিপিডিয়ায় কারা লেখেন|উইকিপিডিয়া:উইকিপিডিয়ান}}
 
যাঁর ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে, তিনিই উইকিপিডিয়ায় অবদান রাখতে পারেন। আর এভাবেই উইকিপিডিয়ার এই বিশাল নিবন্ধ সংগ্রহ গড়ে উঠেছে। উইকিপিডিয়ার সকল সংস্করণে, বিখ্যাত-অখ্যাত মিলিয়ে প্রায় ৭৫,০০০ সম্পাদক প্রতিদিন উইকিপিডিয়ায় কাজ করেন, এবং এই অভিজ্ঞ সম্পাদকগণ স্বীকৃত বিশ্বোকোষীয় ধাঁচে উইকিপিডিয়ায় বিষবস্তু যোগ ও সম্পাদনা করে যাচ্ছেন। এজন্য তাঁরা সম্পাদনা নীতি হিসেবে অনুসরণ করছেন: [[WP:Manual of Style|রচনাশৈলীর নির্দেশনা]]।
 
উইকিপিডিয়ায় অবদান রাখার সময় অবদানকারীরা তাঁদের কাজের ক্ষেত্রে গুরুত্বের সাথে যে বিষয়টির চর্চা করেন, তা হচ্ছে [[উইকিপিডিয়া:ভদ্রতা|ভদ্রতা]]। সম্পাদকগণ সকল পৃষ্ঠা দেখা ও প্রযুক্তিজ্ঞানসম্পন্নরা সম্পাদকদের কাজে সাহায্য করে ও ক্ষতিকর সম্পাদনা দূর করতে প্রয়োজনীয় প্রোগ্রাম লেখেন। বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় ১৭ জন প্রশাসক আছেন, যাঁরা বিশেষ অধিকারপ্রাপ্ত ও তাঁরা তাঁদের এ অধিকার উইকিপিডিয়ার সুরক্ষায় প্রচলিত ও গৃহীত নীতিমালা ও নির্দেশাবলীর আওতায় প্রয়োগ করছেন। যেখানে কোনো তথ্য নিয়ে বা তথ্যের সত্যতা, বিশ্বাসযোগ্যতা, বা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে; সেখানে সম্পাদকগণ একত্রে ঐ বিষয়ের বিশেষজ্ঞের উপস্থিতি সাপেক্ষে সঠিক তথ্যটি উপস্থাপনে সচেষ্ট হন। ভদ্রতা ও শিষ্টাচার না মেনে কেউ তাঁর সম্পাদনার কাজ বার বার চালিয়ে যেতে থাকলে একজন প্রশাসক তাঁকে সাময়িক বা স্থায়ীভাবে নিষিদ্ধ করতে পারেন।
 
যদিও উইকিমিডিয়া ফাউন্ডেশন এই ওয়েবসাইটের স্বত্ত্বাধিকারী, কিন্তু এই সংগঠনটি এটির লেখালেখি ও দৈনন্দিন কর্মকাণ্ডে খুব অল্পই ভূমিকা রাখে।
 
== উইকিপিডিয়ার সর্বোত্তম ব্যবহার করা ==